বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
A
৭৫০০ টাকা
B
৭৮০০ টাকা
C
৮৫০০ টাকা
D
৯৫০০ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্ন: বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
সমাধান:
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতন = (১০০ + ৩০) টাকা
= ১৩০ টাকা
লোকটির বর্তমান বেতন ১৩০ টাকা হলে পূর্বের বেতন = ১০০ টাকা
∴ লোকটির বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১৩০ টাকা
∴ লোকটির বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে পূর্বের বেতন = (১০০ × ১১০৫০)/১৩০ টাকা
= ৮৫০০ টাকা
∴ পূর্বে লোকটির বেতন ছিল = ৮৫০০ টাকা ।

0
Updated: 8 hours ago
a এর ১০% যদি b এর ২৫% এর সমান হয় এবং b = ১৬ হলে, তবে a এর মান কত?
Created: 5 days ago
A
৪০
B
২০
C
২.৫
D
৪
প্রশ্ন: a এর ১০% যদি b এর ২৫% এর সমান হয় এবং b = ১৬ হলে, তবে a এর মান কত?
সমাধান:
a এর ১০% = b এর ২৫%
বা, (১০a)/১০০ = (২৫b)/১০০
বা, ১০a = ২৫b
বা, ১০a = ২৫ × ১৬ [b = ১৬]
বা, a = (২৫ × ১৬)/১০
∴ a = ৪০

0
Updated: 5 days ago
What is the compound amount of Tk. 3200 for 2 years at a rate of interest 5% per annum?
Created: 1 month ago
A
Tk. 3500
B
Tk. 3528
C
Tk. 3640
D
Tk. 3568
Solution:
Given,
Principal, P = 3200
Rate, r = 5% = 5/100 = 1/20
Time, n = 2 years
We know,
A = P(1 + r)n
= 3200 × (1 + 1/20)2
= 3200 × (21/20)2
= (3200 × 21 × 21) / (20 × 20)
= (3200 × 441) / 400
= 1411200 / 400
= 3528
∴ The compound amount is Tk. 3528.

0
Updated: 1 month ago
বার্ষিক ১০% সরল সুদে কত বছরে ৮০০ টাকার সুদ ৪০০ টাকা হবে?
Created: 3 weeks ago
A
৮ বছর
B
৫ বছর
C
৪ বছর
D
৭ বছর
প্রশ্ন: বার্ষিক ১০% সরল সুদে কত বছরে ৮০০ টাকার সুদ ৪০০ টাকা হবে?
সমাধান:
দেওয়া আছে,
আসল (P) = ৮০০ টাকা
সুদের হার (r) = ১০%
সুদ (I) = ৪০০ টাকা
সময় = n বছর
আমরা জানি,
SI = (P × r × n)/১০০
⇒ ৪০০ = (৮০০ × ১০ × n)/১০০
⇒ ৪০০ = (৮০০০ × n)/১০০
⇒ ৪০০ = ৮০n
⇒ n = ৪০০/৮০
∴ n = ৫ বছর
∴ সময় = ৫ বছর

0
Updated: 3 weeks ago