একুশে পদক- ২০২৫ পেয়েছেন কতজন বিশিষ্ট ব্যক্তি?
A
১৬ জন
B
১৪ জন
C
১৭ জন
D
১৮ জন
উত্তরের বিবরণ
২০২৫ সালে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৭ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক প্রদান করা হয়েছে। এই পদক দেশের সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান হিসেবে তাদের কৃতিত্বকে স্বীকৃতি জানায়।
-
সংগীতে: ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা
-
সাংবাদিকতা ও মানবাধিকারে: মাহমুদুর রহমান
-
আলোকচিত্রে: নাসির আলী মামুন
-
চিত্রকলায়: রোকেয়া সুলতানা
-
সাংবাদিকতায়: মাহফুজ উল্লা (মরণোত্তর)
-
চলচ্চিত্রে: আজিজুর রহমান (মরণোত্তর)
-
সংস্কৃতি ও শিক্ষায়: শহীদুল আলম
-
শিক্ষায়: নিয়াজ জামান
-
বিজ্ঞান ও প্রযুক্তিতে: মেহদী হাসান খান, রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তাফা
-
সমাজসেবায়: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
-
ভাষা ও সাহিত্যে: হেলাল হাফিজ (মরণোত্তর), শহীদুল জহির (মরণোত্তর)
-
গবেষণায়: মঈদুল হাসান
0
Updated: 1 month ago
একক দেশ হিসেবে, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ কততম? [ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
প্রথম
B
দ্বিতীয়
C
তৃতীয়
D
চতুর্থ
বাংলাদেশ একক দেশ হিসেবে বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে, যদিও সাম্প্রতিক সময়ে এর বাজার হিস্যা দশমিক ৪৮ শতাংশীয় পয়েন্ট কমেছে।
-
তৃতীয় অবস্থানে: ভিয়েতনাম
-
শীর্ষ অবস্থানে: চীন, যার বাজার হিস্যা ২ শতাংশীয় পয়েন্ট কমেছে
0
Updated: 1 month ago
কার শাসনামলে 'বাংলার বারো ভুঁইয়ার' অভ্যুত্থান ঘটে?
Created: 1 month ago
A
সম্রাট জাহাঙ্গীর
B
দ্বিতীয় শাহ আলম
C
বাহাদুর শাহ
D
সম্রাট আকবর
সম্রাট আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট, যিনি অবুল ফতেহ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর নামেও পরিচিত। তিনি ১৫৫৬ সালে হুমায়ুনের মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং তার শাসনামলে মোগল সাম্রাজ্যের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ভিত্তি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। আকবরের দরবারে জ্ঞানী ও গুণী ব্যক্তিদের কদর ছিল এবং সেখানে ভারতীয়, ইরানী, তুরানী ও কাশ্মীরি গায়করা উপস্থিত থাকতেন। তার শাসনামলে 'বাংলার বারো ভুঁইয়ার' অভ্যুত্থান ঘটে।
-
কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন।
-
তার শাসনামলে সাম্রাজ্যের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় হয়।
-
১৫৮২ সালে আকবর ‘দীন-ই-ইলাহি’ ধর্মের প্রবর্তন করেন।
-
খাজনা আদায়ের সুবিধার জন্য তিনি প্রাচীন বর্ষপঞ্জি সংস্কার করে বাংলা সন প্রবর্তন করেন।
-
সম্রাট আকবর ‘জিজিয়া কর’ রদ করেন।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৮৫ সালে
B
১৯৮০ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৮২ সালে
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত এবং এটি বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন সম্প্রচার মাধ্যমগুলোর মধ্যে একটি।
-
প্রারম্ভিক সম্প্রচার: ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর, একটি পাইলট প্রকল্প হিসেবে।
-
প্রথম সম্প্রচার কেন্দ্র: তৎকালীন ডি আই টি ভবন (বর্তমানে রাজউক কার্যালয়) এর দুটি কক্ষে, যেখানে দৈনিক মাত্র ৩ ঘন্টা সম্প্রচার হত।
-
রাষ্ট্রীয় চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা: ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ (পি.ও নং-১১৫) অনুযায়ী।
-
নতুন ভবনে স্থানান্তর: ১৯৭৫ সালের ৯ই ফেব্রুয়ারি রামপুরার নিজস্ব টিভি ভবনে স্থানান্তরিত হয়।
-
রামপুরা ভবনে সম্প্রচার কার্যক্রমের সূচনা: ৬ই মার্চ ১৯৭৫ থেকে নতুন আঙ্গিকে সম্প্রচার শুরু হয়।
-
রঙিন সম্প্রচার শুরু: ১৯৮০ সালে।
উৎস:
0
Updated: 1 month ago