আয়নায় দেখা গেলো ঘড়িতে 8 : 40 বাজে। প্রকৃতপক্ষে সময় কত?
A
2 : 20
B
2 : 40
C
3 : 20
D
3 : 40
উত্তরের বিবরণ
প্রশ্ন: আয়নায় দেখা গেলো ঘড়িতে 8 : 40 বাজে। প্রকৃতপক্ষে সময় কত?
সমাধান:
প্রকৃত সময় = 11 : 60 - আয়নায় সময়
= 11 : 60 - 8 : 40
= 3 : 20

0
Updated: 8 hours ago
এক দিনে ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার একসঙ্গে অবস্থান করে?
Created: 8 hours ago
A
১১ বার
B
২২ বার
C
২৪ বার
D
৪৮ বার
প্রশ্ন: এক দিনে ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার একসঙ্গে অবস্থান করে?
সমাধান:
আমাদের ঘড়িতে সাধারণত ১২টি সংখ্যা থাকে
প্রতি ১২ ঘণ্টায়, ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা ১১ বার একসঙ্গে অবস্থান করে।
এর কারণ হলো, ১১ : ৫৫ -তে মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটার ওপর পুরোপুরি আসার আগেই সময় ১২:০০ বেজে যায়, ফলে আরেকটি মিলন শুরু হয়।
অতএব, ১২ ঘণ্টায় ১১ বার মিলিত হলে,
২৪ ঘণ্টায়: ১১ × ২ = ২২
অর্থাৎ, দিনে ২২ বার ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একত্রে অবস্থান করে।

0
Updated: 8 hours ago
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা ২৪ ঘণ্টায় কয়বার সমাপতিত হয়?
Created: 8 hours ago
A
১১ বার
B
১২ বার
C
২২ বার
D
২৪ বার
প্রশ্ন: ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা ২৪ ঘণ্টায় কয়বার সমাপতিত হয়?
সমাধান:
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ঘণ্টায় ১ বার সমাপতিত হয়।
তবে প্রতি ১২ ঘণ্টায় ১১ বার সমাপতিত হয়, কারণ ১১ টা থেকে ১২ টা এর মধ্যে কাঁটা দুইটি দুইবারের পরিবর্তে ১ বার সমাপতিত হয়।
∴ ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি ২৪ ঘণ্টায় সমাপতিত হয় = (১১ × ২) বার
= ২২ বার।

0
Updated: 8 hours ago
একটি ঘড়ির আয়নায় দেখানো সময় ৭ : ১৬ মিনিট হলে প্রকৃত সময় কত?
Created: 1 week ago
A
৩ : ১৬
B
৪ : ১৬
C
৩ : ৪৪
D
৪ : ৪৪
সমাধান:
আমরা জানি,
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার দেখা সময়
= ১১ : ৬০ - ৭ : ১৬
= ৪ : ৪৪

0
Updated: 1 week ago