'গ্রাম সরকার' ব্যবস্থার প্রবক্তা ছিলেন -
A
জিয়াউর রহমান
B
তাজউদ্দিন আহমদ
C
বিচারপতি আবদুস সাত্তার
D
হুসেইন মুহম্মদ এরশাদ
উত্তরের বিবরণ
বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার বিকাশে গ্রাম সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ ধারণা প্রবর্তন করেন, যার লক্ষ্য ছিল গ্রামীণ জনগণকে স্বনির্ভর করে তাদের উন্নয়ন কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করা।
-
গ্রাম সরকার ব্যবস্থার প্রবক্তা ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
-
তিনি ব্রিটিশ আমলের চৌকিদার মডেলের ভিত্তিতে গ্রাম পুলিশ গঠন করেন।
-
গ্রামে গ্রামে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং তাদের নেতৃত্ব, সততা ও কর্মস্পৃহা দেখে ‘স্বনির্ভর গ্রাম সরকার’ গঠনের সিদ্ধান্ত নেন।
-
এই ব্যবস্থায় জনগণ নিজেরাই তাদের সমস্যা নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব পালন করত।
-
গ্রাম সরকারে মোট ১৪ জন সদস্য থাকতেন, এর মধ্যে ৬ জন নারী সদস্য ছিলেন।
-
পরবর্তীতে ১৯৮২ সালে জেনারেল এরশাদ থানাকে উপজেলায় উন্নীত করে উপজেলা পরিষদ গঠন করেন, যা স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন কাঠামো তৈরি করে।
0
Updated: 1 month ago
বাংলাদেশ সরকারের প্রধান আইন পরামর্শক ও প্রধান আইন কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পালন করেন?
Created: 1 month ago
A
আইন সচিব
B
প্রধান বিচারপতি
C
অ্যাটর্নি জেনারেল
D
কোনটি নয়
অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশের সরকারের প্রধান আইন পরামর্শক এবং প্রধান আইন কর্মকর্তা। তিনি সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন এবং সাধারণত জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্য থেকে সরকার তাকে নিয়োগ দেয়। এই পদাধিকার অনুযায়ী তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি হন। তাকে সহায়তা করার জন্য যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা থাকে।
-
দায়িত্ব: সরকারের জন্য আইন পরামর্শ প্রদান, সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনা।
-
সহায়ক পদ: যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল।
দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল:
-
বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান।
-
তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।
-
সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদের ক্ষমতা অনুযায়ী তাকে পুনর্নিযুক্ত করা হয়নি।
0
Updated: 1 month ago
কোন ধরনের দেশগুলোর জন্য TRIPS চুক্তি কার্যকরে রেয়াত সুবিধা প্রদান করা হয়?
Created: 1 month ago
A
শুধুমাত্র উন্নত দেশ
B
শুধুমাত্র উন্নয়নশীল দেশ
C
শুধুমাত্র এলডিসিভুক্ত দেশ
D
উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশ
TRIPS (Trade-Related Aspects of Intellectual Property Rights) হলো বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) গৃহীত বুদ্ধিবৃত্তিক সম্পদের (Intellectual Property) মেধাস্বত্ব সম্পর্কিত একটি বৈশ্বিক চুক্তি।
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
গৃহীত: ১৫ এপ্রিল, ১৯৯৪, মরক্কোর মারাক্কাশে
-
কার্যকর: ১ জানুয়ারি, ১৯৯৫
-
-
মূল বৈশিষ্ট্য:
-
উন্নয়নশীল ও স্বল্পোন্নত (LDC) দেশগুলোর জন্য রেয়াত সুবিধা প্রদান।
-
স্বল্পোন্নত দেশগুলোর জন্য TRIPS চুক্তির প্রয়োগের মেয়াদ ১ জুলাই, ২০৩৪ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, যা WTO-র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে অনুমোদিত।
-
0
Updated: 1 month ago
সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
Created: 1 month ago
A
দ্বিতীয় ভাগ
B
তৃতীয় ভাগ
C
চতুর্থ ভাগ
D
পঞ্চম ভাগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষিত রয়েছে, যা সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত।
প্রধান তথ্যগুলো হলো:
-
সংবিধানের মৌলিক অধিকার: ৩য় ভাগে বিস্তারিতভাবে উল্লেখিত।
-
সংবিধানের ভাগ বা অধ্যায়গুলো:
১. প্রথম ভাগ: প্রজাতন্ত্র
২. দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩. তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
৪. চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
৫. পঞ্চম ভাগ: আইনসভা
৬. ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
৭. সপ্তম ভাগ: নির্বাচন
৮. অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯. নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
১০. দশম ভাগ: সংবিধান-সংশোধন
১১. একাদশ ভাগ: বিবিধ
0
Updated: 1 month ago