কটি ঘড়ি প্রতিদিন ১৮ মিনিট করে পিছিয়ে যায়। কতদিন পর ঘড়িটি আবার সঠিক সময় প্রদর্শন করবে?
A
৩০ দিন
B
৪০ দিন
C
৪৫ দিন
D
৬০ দিন
উত্তরের বিবরণ

0
Updated: 8 hours ago
একটি বন্ধ ঘড়ি বছরে কতবার সঠিক সময় প্রদর্শন করে?
Created: 8 hours ago
A
৩৬৫ বার
B
২৪ বার
C
১২ বার
D
৭৩০ বার
প্রশ্ন: একটি বন্ধ ঘড়ি বছরে কতবার সঠিক সময় প্রদর্শন করে?
সমাধান:
আমরা জানি,
১ বছর = ৩৬৫ দিন
একটি নষ্ট ঘড়ি ১ দিনে সঠিক সময় দেয় = ২ বার
∴ ৩৬৫ দিনে সঠিক সময় দিবে = (৩৬৫ × ২) বার
= ৭৩০ বার ।

0
Updated: 8 hours ago
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত?
Created: 4 weeks ago
A
১/২
B
৩/৪
C
১/৩
D
১/৪
প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত?
সমাধান:
একটি ছক্কা তে ৬ টি দিক আছে।
তাই একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে সম্ভাব্য ফলাফল হবে = ৬১ = ৬ টি
ফলাফলগুলো হলো = ১, ২, ৩, ৪, ৫, ৬
এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা হলো ৩ এবং ৬ । অর্থাৎ অনুকূল ফলাফল = ২ টি ।
∴ ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা = অনুকূল ফলাফল/মোট ফলাফল = ২/৬ = ১/৩

0
Updated: 4 weeks ago
একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা সংখ্যা কয়টি?
Created: 6 days ago
A
8
B
12
C
4
D
6
সমাধান:
একটি মুদ্রা ফলাফল ২টি (H বা T)
একটি ছক্কা ফলাফল ৬টি (1, 2, 3, 4, 5, 6)
∴ মোট ঘটনা সংখ্যা = মুদ্রা × ছক্কা = 2 × 6 = 12

0
Updated: 6 days ago