কোন শাসন ব্যবস্থায় নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়?
A
একনায়কতান্ত্রিক শাসন
B
সামরিক শাসন
C
স্বৈরাচারী শাসন
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
রাজনৈতিক স্বাধীনতা:
- ভোটার হবার স্বাধীনতা, ভোটদানের স্বাধীনতা, রাজনৈতিক দল গঠনের স্বাধীনতার মতো বিষয়গুলো রাজনৈতিক স্বাধীনতার অন্তর্গত।
- ন্যায়সঙ্গতভাবে একজন নাগরিক সব ধরনের স্বাধীনতা ভোগের অধিকার রাখে।
- নেতৃত্বের বিকাশের জন্য রাজনৈতিক স্বাধীনতা থাকা উচিত।
- একনায়কতান্ত্রিক, সামরিক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থায় নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়।

0
Updated: 1 day ago
'কর্তব্যের জন্য কর্তব্য'-ধারণাটির প্রবর্তক কে?
Created: 2 days ago
A
অ্যারিস্টটল
B
ইমানুয়েল কান্ট
C
বার্ট্রান্ড রাসেল
D
জন লক
কর্তব্যের জন্য কর্তব্যের ধারণার প্রবর্তক হলেন ইমানুয়েল কান্ট, যিনি নৈতিকতা ও নীতিশাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
ইমানুয়েল কান্ট ছিলেন জার্মান নীতিবিজ্ঞানী।
-
তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, এবং শর্তহীন আদেশ।
-
তিনি 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক হিসেবে পরিচিত।
নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত গুরুত্বপূর্ণ বইগুলো:
-
Groundwork for Metaphysics of Morals
-
Critique of Pure Reason
-
Critique of Practical Reason
-
Critique of Judgement
উৎস:

0
Updated: 2 days ago
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Created: 2 days ago
A
১৫ সেপ্টেম্বর
B
২৫ এপ্রিল
C
২২ মে
D
১৫ নভেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় প্রতি বছর ১৫ সেপ্টেম্বর।
-
এই দিবসের ঘোষণা জাতিসংঘ ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর দেয়।
-
এরপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
জাতিসংঘের অন্যান্য গুরুত্বপূর্ণ নির্ধারিত দিবস:
-
২১ মার্চ: আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
-
২৫ এপ্রিল: বিশ্ব ম্যালেরিয়া দিবস
-
২২ মে: বিশ্ব জীববৈচিত্র্য দিবস
উৎস:

0
Updated: 2 days ago
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Created: 1 week ago
A
৯° সেলসিয়াস
B
৩° সেলসিয়াস
C
৫° সেলসিয়াস
D
৪° সেলসিয়াস
পানি
-
বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন।
-
পানির ঘনত্ব তাপমাত্রার ওপর নির্ভরশীল।
-
পানির ঘনত্ব সর্বাধিক হয় ৪° সেলসিয়াস তাপমাত্রায়।
-
৪° সেলসিয়াসে পানির ঘনত্ব: ১ গ্রাম/সেন্টিমিটার³ বা ১০০০ কেজি/মিটার³।
-
অর্থাৎ, ১ সি.স. পানির ভর = ১ গ্রাম, এবং ১ কিউবিক মিটার পানির ভর = ১০০০ কেজি।
-
-
যে তাপমাত্রায় বরফ গলে তরলে পরিণত হয়, সেটিকে বরফের গলনাংক বলা হয়।
-
বরফের গলনাংক: ০° সেলসিয়াস।
-
অন্যদিকে, যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাকে স্ফুটনাংক বলা হয়।
-
পানির স্ফুটনাংক: ১০০° সেলসিয়াস।
উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 1 week ago