কোন শাসন ব্যবস্থায় নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়?
A
একনায়কতান্ত্রিক শাসন
B
সামরিক শাসন
C
স্বৈরাচারী শাসন
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
রাজনৈতিক স্বাধীনতা:
- ভোটার হবার স্বাধীনতা, ভোটদানের স্বাধীনতা, রাজনৈতিক দল গঠনের স্বাধীনতার মতো বিষয়গুলো রাজনৈতিক স্বাধীনতার অন্তর্গত।
- ন্যায়সঙ্গতভাবে একজন নাগরিক সব ধরনের স্বাধীনতা ভোগের অধিকার রাখে।
- নেতৃত্বের বিকাশের জন্য রাজনৈতিক স্বাধীনতা থাকা উচিত।
- একনায়কতান্ত্রিক, সামরিক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থায় নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়।
0
Updated: 1 month ago
জোয়ারভাটায় বিধৌত লবণাক্ত সমতলভূমিকে বলা হয়-
Created: 1 month ago
A
পার্বত্য বন
B
শালবন
C
মধুপুর বন
D
ম্যানগ্রোভ বন
ম্যানগ্রোভ বন হলো জোয়ারভাটায় প্লাবিত বিস্তীর্ণ লবণাক্ত সমতলভূমি, যা জোয়ারের প্রভাবে নিয়মিত জলমগ্ন হয়।
-
বাংলাদেশের সুন্দরবন হলো এমন একটি ম্যানগ্রোভ বন, যা সমুদ্রের লোনা পানির জোয়ার-ভাটায় বিস্তৃত।
-
এই আন্তপ্লাবিত জলাভূমি বিভিন্ন স্তরের পারস্পরিক নির্ভরশীল উপাদান দ্বারা গঠিত, যেমন: পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তু।
অন্য বনাঞ্চল:
-
পার্বত্য বন: সাধারণত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি।
-
মধুপুর বন: মধুপুর শালবনের একটি অংশ, যা টাঙ্গাইল ও গাজীপুর জেলায় বিস্তৃত।
-
শালবন: এক ধরনের বনভূমি যেখানে শালগাছ প্রধান উদ্ভিদ প্রজাতি।
উৎস:
0
Updated: 1 month ago
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়?
Created: 1 month ago
A
প্যারিস চুক্তি
B
মাসট্রিট চুক্তি
C
জেনেভা কনভেনশন
D
রোম চুক্তি
ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক জোট, যা ইউরোপীয় দেশগুলোকে একত্রিত করেছে।
-
প্রতিষ্ঠিত: ১ নভেম্বর, ১৯৯৩, ম্যাসট্রিচট চুক্তি অনুযায়ী।
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
-
বর্তমান চেয়ারম্যান: উরসুলা ভন ডার লিয়েন (জার্মানি)।
-
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
-
EU দেশের নামসমূহ:
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন। -
সর্বশেষ অন্তর্ভুক্ত দেশ: ক্রোয়েশিয়া (২০১৩ সালে)।
-
ক্রোয়েশিয়া শেনজেন এবং ইউরো মুদ্রা গ্রহণ করেছে ১ জানুয়ারি, ২০২৩ সালে।
0
Updated: 1 month ago
'তাহরিক ই মুহম্মদীয়া' আন্দোলনের নেতৃত্ব দেন কে?
Created: 1 month ago
A
হাজী শরিয়ত উল্লাহ
B
দুদু মিয়া
C
টিপু সুলতান
D
তিতুমীর
তিতুমীর ছিলেন বাংলার প্রতিরোধ আন্দোলনের একজন প্রভাবশালী নেতা, যিনি পশ্চিমবঙ্গে ইসলামী সংস্কার আন্দোলন তথা তাহরিক ই মুহম্মদীয়া–কে শক্তিশালী রূপে পরিচালনা করেন। তার নেতৃত্বে স্থানীয় জনগণ উপনিবেশী শোষণের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়।
-
মীর নিসার আলী বা তিতুমীর জন্মগ্রহণ করেন চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে।
-
উত্তর ভারত ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে যখন ওয়াহাবি আন্দোলনের জোয়ার বইছে, তখন পশ্চিম বঙ্গের বারাসাত অঞ্চলে তিতুমীরের নেতৃত্বে তাহরিক ই মুহম্মদীয়া প্রবল আকার ধারণ করে।
-
ওয়াহাবি আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত।
-
তিতুমীর হজ করার জন্য মক্কা শরিফ যান এবং ১৮২৭ খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন।
-
১৮৩১ খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়া গ্রামে তিনি তার প্রধান ঘাটি স্থাপন করেন এবং নির্মাণ করেন ইতিহাসখ্যাত বাঁশের কেল্লা।
-
একই বছর ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে একটি বিশাল সুশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে, যা মেজর স্কটের নেতৃত্বে নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা আক্রমণ করে।
-
এই যুদ্ধে তিতুমীর নিহত হন।
0
Updated: 1 month ago