জেনারেল এরশাদের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
A
বিচারপতি শাহাবুদ্দীন আহমদ
B
বিচারপতি হাবিবুর রহমান
C
বিচারপতি আবু সাইদ চৌধুরী
D
বিচারপতি লতিফুর রহমান
উত্তরের বিবরণ
জেনারেল এরশাদের শাসনের অবসান ও গণতান্ত্রিক শক্তির পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে ১৯৯০ সালের তত্ত্বাবধায়ক সরকার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি দেশের প্রথম অসামরিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের উদাহরণ হিসেবে পরিচিত।
-
জেনারেল এরশাদের বিরোধী আন্দোলন প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ ঘোষণার মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ পায়।
-
সারাদেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করলে সরকার ২৭ নভেম্বর ১৯৯০ জরুরি অবস্থা জারি ও রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করে।
-
জনগণ জরুরি অবস্থা উপেক্ষা করে রাস্তা আন্দোলনের মাধ্যমে এরশাদের পদত্যাগ দাবি করে।
-
সামরিক বাহিনী এরশাদকে সমর্থন প্রত্যাহার করলে তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি মেনে নেন।
-
১৯৯০ সালের ৪ ডিসেম্বর এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন।
-
৬ ডিসেম্বর ১৯৯০ উপ-রাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন।
-
তিন-জোটের মনোনীত প্রার্থী, প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমেদকে উপ-রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
-
এরশাদ পদত্যাগ করে শাহাবুদ্দীনের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
-
এর মাধ্যমে এরশাদের শাসনের অবসান ঘটে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়।
-
এটি দেশের প্রথম অসামরিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের উদাহরণ।

0
Updated: 8 hours ago
বর্তমানে দেশে সরকারিভাবে মোট কয়টি স্থলবন্দর রয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
১৬টি
B
২০টি
C
২২টি
D
২৪টি
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিক)
-
লক্ষ্য:
স্থলপথে পণ্য আমদানি ও রপ্তানি সহজতর ও উন্নত করা। -
স্থলবন্দর সংখ্যা:
-
দেশে মোট ২৪টি স্থলবন্দর সরকারিভাবে বিদ্যমান।
-
চলমান স্থলবন্দর সংখ্যা: ১৬টি।
-
চলমান স্থলবন্দরসমূহ
-
বাস্থবক পরিচালিত (১১টি):
বেনাপোল, ভোমরা, আখাউড়া, বুড়িমারী, নাকুগাঁও, তামাবিল, সোনাহাট, গোবড়াকুড়া-কড়ইতলী, বিলোনিয়া, শেওলা, ধানুয়াকামালপুর। -
BOT ভিত্তিতে পরিচালিত (৫টি):
সোনামসজিদ, হিলি, টেকনাফ, বাংলাবান্ধা, বিবিরবাজার। -
চালুর অপেক্ষায় (২টি):
রামগড়, বাল্লা।
প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য
-
প্রতিষ্ঠা সাল: ২০০১
-
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান: হ্যাঁ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে
উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট

0
Updated: 1 week ago
বর্তমানে দেশের কোন রপ্তানি পণ্যের উপর সর্বোচ্চ মার্কিন শুল্ক দিতে হয়? [আগস্ট,২০২৫]
Created: 1 week ago
A
তামাকজাত পণ্য
B
চামড়াবিহীন বিশেষ জুতা
C
রাবারের জুতা
D
শিশুদের কৃত্রিম তন্তুর সোয়েটার
মার্কিন বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী:
-
বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যে সবচেয়ে বেশি শুল্ক প্রক্রিয়াজাত তামাক পণ্যে দিতে হয়।
-
যুক্তরাষ্ট্র এই পণ্য থেকে ৩৫০% শুল্ক আদায় করে।
-
নতুনভাবে ২০% পাল্টা শুল্ক যুক্ত হলে শুল্ক হার দাঁড়াবে ৩৭০%, অর্থাৎ প্রতি ১০০ মার্কিন ডলার মূল্যের তামাক পণ্যে শুল্ক দিতে হবে ৩৭০ ডলার।
-
উল্লেখ্য, বাংলাদেশ গত বছর যুক্তরাষ্ট্রে ৭৪ হাজার ডলারের তামাকজাত পণ্য রপ্তানি করেছে।
উৎস: প্রথম আলো [লিঙ্ক]

0
Updated: 1 week ago
পাকিস্তানের প্রথম সংবিধান কবে প্রণীত হয়?
Created: 3 days ago
A
১৯৪৯ সালে
B
১৯৫২ সালে
C
১৯৫৬ সালে
D
১৯৫৮ সালে
পাকিস্তানের প্রথম সংবিধান
-
প্রকাশ ও কার্যকারিতা: পাকিস্তানের প্রথম সংবিধান ১৯৫৬ সালে রচিত ও কার্যকর করা হয়।
-
রাষ্ট্রের নাম: সংবিধানের মাধ্যমে দেশটি ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান হিসেবে পরিচিতি পায়।
-
প্রদেশ ও অঞ্চল: পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোকে একত্রিত করে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান বলা হয়।
-
রাষ্ট্রভাষা: বাংলা এবং উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
প্রণয়ন প্রক্রিয়া:
-
৮ জানুয়ারি ১৯৫৬: দ্বিতীয় গণপরিষদে সংবিধান বিল উত্থাপন।
-
২১ জানুয়ারি ১৯৫৬: বিল গণপরিষদে গৃহীত।
-
২ মার্চ ১৯৫৬: গভর্নর জেনারেল এ বিলে সম্মতি প্রদান।
-
২৩ মার্চ ১৯৫৬: সংবিধান কার্যকর।
-
-
স্থায়িত্ব: সংবিধান প্রায় আট মাস স্থায়ী ছিল। ১৯৫৮ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট জেনারেল (অব:) ইস্কান্দার মীর্জা সামরিক আইন জারি করে সংবিধান বাতিল করেন।
সূত্র:

0
Updated: 3 days ago