নিচের কোনটি সামাজিক সাম্য?
A
নির্বাচনে অংশগ্রহণ
B
বাক-স্বাধীনতা
C
ভোটাধিকার
D
সংগঠন করার স্বাধীনতা
উত্তরের বিবরণ
সামাজিক সাম্য:
- সামাজিক সাম্য হচ্ছে এমন একটি পরিস্থিতি যখন কোন একটি সমাজে প্রত্যেক ব্যক্তি বিশেষ কতগুলো ক্ষেত্রে সমান সুযোগ ভোগ করে।
- বাক-স্বাধীনতা, সম্পত্তির অধিকার, সামাজিক নিরাপত্তা ভোগ কিংবা নাগরিক অধিকার চর্চার ক্ষেত্রে সমান সুযোগ লাভ করতে পারাটা সামাজিক সাম্যের নির্দেশক।
অন্যদিকে,
রাজনৈতিক সাম্য:
- প্রত্যেক নাগরিক রাষ্ট্র কর্তৃক নির্ধারিত কিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকে।
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এইসব সুযোগ-সুবিধা লাভ করাই রাজনৈতিক সাম্য।
- সংগঠন করার স্বাধীনতা, নির্বাচনে অংশগ্রহণ এর সুবিধা, ভোটাধিকার ইত্যাদি রাজনৈতিক সাম্যের পর্যায়ে পড়ে।
- রাজনৈতিক সাম্য না থাকলে রাষ্ট্রে নেতৃত্বের সংকট তৈরি হবার সম্ভাবনা থাকে।
0
Updated: 1 month ago
Which of the following is a renewable energy source?
Created: 1 month ago
A
Nuclear energy
B
Natural gas
C
Solar energy
D
Coal
নবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তি যা বারবার ব্যবহার করা যায় এবং পরিবেশ বান্ধব হওয়ায় এটি গ্রীন শক্তি নামেও পরিচিত।
নবায়নযোগ্য শক্তির প্রধান উৎসগুলো হলো:
-
সৌরশক্তি: সূর্য থেকে প্রাপ্ত শক্তিকে সৌরশক্তি বলা হয়। পৃথিবীতে প্রায় সকল শক্তি কোনো না কোনোভাবে সূর্য থেকে আসে। জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস প্রকৃতপক্ষে বহু দিনের সঞ্চিত সৌরশক্তি।
-
জলবিদ্যুৎ: পানি নবায়নযোগ্য শক্তির গুরুত্বপূর্ণ উৎস। পানির স্রোত ও জোয়ার-ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পানির স্রোতে থাকে গতি শক্তি ও বিভব শক্তি, যা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়।
-
বায়ু শক্তি: পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয়। বায়ুর গতিশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়। যে যন্ত্রের মাধ্যমে এটি সম্ভব, তাকে বায়ুকল বলা হয়।
-
বায়োমাস শক্তি: সৌর শক্তি গাছপালার মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং গাছপালার বিভিন্ন অংশে সঞ্চিত থাকে। বায়োমাস থেকে বায়োগ্যাস এবং বিদ্যুৎ উৎপাদন করা যায়।
অন্যদিকে, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং নিউক্লিয় শক্তি অনবায়নযোগ্য শক্তির উদাহরণ।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
মেসোপটেমীয়া অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
Created: 1 month ago
A
ক্যালেডীয়
B
অ্যাসেরীয়
C
সুমেরীয়
D
সুমেরীয়
সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা।
-
খ্রিস্টপূর্ব ৫০০০ সালে সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশ ও পারস্য উপকূল অঞ্চলে বসতি স্থাপন করে।
-
এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠী, যারা মধ্য এশিয়া থেকে স্থানান্তরিত হয়ে মেসোপটেমিয়ায় বসতি গড়ে তোলে।
-
লিখন পদ্ধতি, জ্ঞান-বিজ্ঞান চর্চা, আইন কানুন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন ইত্যাদি সুমেরীয়রা প্রথম শুরু করে।
-
ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'।
-
পরবর্তী বিখ্যাত শাসক ছিলেন সম্রাট ডুঙি, যিনি খ্রিস্টপূর্ব ২১০০ অব্দে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তোলেন।
-
ডুঙি সুমের জাতির জন্য প্রথম বিধিবদ্ধ আইন (Code) প্রচলন করেন।
-
সুমেরীয় সমাজে শিল্প ও ব্যবসায় নারীদের অধিকার ছিল।
-
মেসোপটেমীয় সভ্যতার বিকাশ এবং নিত্য নতুন আবিষ্কারের মূলে সুমেরীয়দের অবদানই প্রধান।
-
সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি হলো 'জিগগুরাট' নামক ধর্মমন্দির।
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৯২
B
অনুচ্ছেদ ৯৩
C
অনুচ্ছেদ ৯৪
D
অনুচ্ছেদ ৯৫
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।
0
Updated: 1 month ago