‘ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা’ সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি?
A
অনুচ্ছেদ - ১২৪
B
অনুচ্ছেদ - ১২১
C
অনুচ্ছেদ - ১২৩
D
অনুচ্ছেদ - ১২২
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান ভোটার-তালিকায় নামভুক্তি ও নির্বাচনী যোগ্যতার জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করে। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনগণের নির্বাচনী অধিকার নিশ্চিত করা হয়।
-
অনুচ্ছেদ ১২২: ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
-
সংসদের নির্বাচন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
-
কোন ব্যক্তি ভোটার-তালিকায় অন্তর্ভুক্ত হবেন যদি:
-
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন,
-
(খ) তাঁর বয়স কমপক্ষে ১৮ বছর হয়,
-
(গ) কোন যোগ্য আদালত তাঁকে অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষণা না করে,
-
(ঘ) তিনি নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা সেই এলাকার অধিবাসী বিবেচিত হন,
-
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ (দালাল আইন) অনুযায়ী কোনো অপরাধে দণ্ডিত না হন।
-
-
-
অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১২১: প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা।
-
অনুচ্ছেদ ১২৩: নির্বাচন-অনুষ্ঠানের সময় নির্ধারণ।
-
অনুচ্ছেদ ১২৪: নির্বাচন সম্পর্কিত সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা।
-

0
Updated: 8 hours ago
বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনীর মাধ্যমে নতুন কোন অনুচ্ছেদ সংযোজন করা হয়?
Created: 15 hours ago
A
৪৭ক
B
৪৮ক
C
৫১ক
D
৫৩ক
বাংলাদেশের সংবিধান: প্রথম সংশোধনী (১৯৭৩)
-
প্রবর্তন: ১৯৭৩ সালের ১৫ জুলাই, সংবিধান (প্রথম সংশোধনী) আইন, ১৯৭৩।
-
মূল উদ্দেশ্য: যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার ও শাস্তি নিশ্চিত করা।
-
সংশোধনের বিষয়বস্তু:
-
সংবিধানের ৪৭ অনুচ্ছেদে অতিরিক্ত একটি দফা সংযোজন।
-
সংযোজনের মাধ্যমে বলা হয়েছে যে, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধের জন্য যে কোনো ব্যক্তিকে বিচার ও শাস্তি দেওয়া যাবে।
-
৪৭ক অনুচ্ছেদ সংযুক্ত করা হয়েছে, যাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এই অপরাধসমূহের ক্ষেত্রে নির্দিষ্ট মৌলিক অধিকার প্রযোজ্য হবে না।
-

0
Updated: 15 hours ago
বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি?
Created: 15 hours ago
A
মারমা
B
চাকমা
C
ত্রিপুরা
D
সাঁওতাল
চাকমা বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী, যারা পার্বত্য চট্টগ্রামের মূল অঞ্চলে বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বজায় রেখেছে।
প্রধান তথ্যগুলো হলো:
-
চাকমারা নিজেদেরকে চাঙমা বলে পরিচয় দেয়।
-
তাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলে।
-
এ অঞ্চলে তারা অন্যান্য কিছু আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে মিশ্রিত অবস্থায় বসবাস করে।
-
চাকমাদের প্রায় ৯০% রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
-
১৮৬০ সালে জুমচাষ নিষিদ্ধ হওয়ার পর তারা পার্বত্য চট্টগ্রামের পূর্বাঞ্চলে অবস্থান স্থাপন করে।

0
Updated: 15 hours ago
কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন কে?
Created: 3 weeks ago
A
হাজী মোহাম্মদ দানেশ
B
মওলানা আতাহার আলী
C
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
D
শের-ই-বাংলা এ কে ফজলুল হক
যুক্তফ্রন্ট
-
১৯৫৩ সালের ৪ ডিসেম্বর মুসলিম লীগকে মোকাবিলার জন্য পূর্ব বাংলার চারটি রাজনৈতিক দল একত্রিত হয়ে 'যুক্তফ্রন্ট' নামে জোট গঠন করে।
-
যুক্তফ্রন্টের প্রধান নেতা:
-
মওলানা ভাসানী
-
শেরে বাংলা এ কে ফজলুল হক
-
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
-
-
১৯৫৪ সালের ৮–১২ মার্চ প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
যুক্তফ্রন্ট মূলত চারটি দলের সমন্বয়ে গঠিত ছিলঃ
১. আওয়ামী মুসলিম লীগ: হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানী
২. কৃষক শ্রমিক পার্টি: শেরে বাংলা এ কে ফজলুল হক
৩. নেজামে ইসলাম পার্টি: মওলানা আতাহার আলী
৪. গনতন্ত্রী দল (বামপন্থী): হাজী মোহাম্মদ দানেশ
তথ্যসূত্র:
ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র

0
Updated: 3 weeks ago