মানবিক গুনাবলী এবং সঠিক বিবেক-বুদ্ধির বহিঃপ্রকাশই-
A
সুশাসন
B
নৈতিকতা
C
মূল্যবোধ
D
উপরের কোনটিই নয়
উত্তরের বিবরণ
মূল্যবোধ:
- মূল্যবোধ এর নির্দিষ্ট কোন মাপকাঠি বা যৌক্তিকতা প্রমাণের সুযোগ নেই।
- কেননা একজনের কাছে যা আর্দশ, তা অন্য জনের কাছে বিরক্তির কারণও হতে পারে।
- তবে অনেকের মতে মানবিক গুনাবলী এবং সঠিক বিবেক-বুদ্ধির বহিঃপ্রকাশই মূল্যবোধ।
- সমাজবিজ্ঞানী এইচ এম জনসন (H.M. Johnson) এর মতে "সামাজিক মূল্যবোধ হল একটি মানদন্ড"।
- ক্লাইড কুখোন বলেন "সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত"।
- সমাজবিজ্ঞানী এফ ই মেরিল (F. E. Meril) বলেন "সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।
0
Updated: 1 month ago
সানফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশের প্রতিনিধিদল অংশ নেয়?
Created: 1 month ago
A
৪৩টি
B
৫১টি
C
৪৬টি
D
৫৫টি
সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বশান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত এক ঐতিহাসিক সম্মেলন। এই সম্মেলন থেকেই জাতিসংঘ প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন যুগের সূচনা ঘটে।
-
সান ফ্রান্সিসকো সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠা সম্মেলন হিসেবেও পরিচিত।
-
এটি অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে।
-
সম্মেলনে অংশগ্রহণ করে ৪৬টি দেশের প্রতিনিধি দল।
-
এর মূল উদ্দেশ্য ছিল একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা ভবিষ্যতে যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখবে।
-
সম্মেলনের ফলশ্রুতিতে ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ অনুমোদিত হয় এবং নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র একে স্বীকৃতি প্রদান করে।
-
এই তারিখকেই জাতিসংঘের আনুষ্ঠানিক জন্মদিন ধরা হয়।
-
তাই প্রতি বছর ২৪শে অক্টোবর বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়।
0
Updated: 1 month ago
উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন কে?
Created: 1 month ago
A
আবদুল হামিদ খান ভাসানী
B
নূরুল আলম
C
ধীরেন্দ্রনাথ দত্ত
D
কামাল ফারুক
ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন শিক্ষিত আইনজীবী ও কংগ্রেস দলীয় রাজনীতিক, যিনি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব উত্থাপন করেন।
-
ধীরেন্দ্রনাথ দত্ত ১৮৮৬ সালের ২ নভেম্বর (১২৯৩ বঙ্গাব্দের ১৬ কার্তিক) ব্রাহ্মণবাড়িয়ার উত্তরে রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁর পিতা জগবন্ধু দত্ত মুনসেফ কোর্টের সেরেস্তাদার ছিলেন।
-
শিক্ষাজীবন: ১৯০৪ সালে নবীনগর হাই স্কুল থেকে প্রবেশিকা পাশ, ১৯০৮ সালে কলকাতা রিপন কলেজ থেকে বি.এ এবং ১৯১০ সালে একই কলেজ থেকে বি.এল পরীক্ষা উত্তীর্ণ।
-
১৯১১ সালে তিনি কুমিল্লা জেলা বারে যোগদান করেন।
-
১৯০৭ সালে তিনি ত্রিপুরা হিতসাধনী সভার সেক্রেটারি নির্বাচিত হন।
-
১৯৪৮ সালে গণপরিষদের অধিবেশনে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন।
-
১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
-
১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয় কতবার?
Created: 1 month ago
A
৩বার
B
২বার
C
৪বার
D
৫বার
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে দুইবার, যা দেশের আন্তর্জাতিক কূটনীতি ও দায়িত্বশীল অবস্থানের পরিচায়ক।
জাতিসংঘ সম্পর্কিত তথ্য:
-
প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
দাপ্তরিক ভাষা: ৬টি
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস [আগস্ট, ২০২৫]
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি
-
বর্তমান সদস্য: ১৯৩টি [আগস্ট, ২০২৫]
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)
বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত দুইবার।
-
প্রথম মেয়াদ: ১৯৭৯-১৯৮০, যেখানে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
-
দ্বিতীয় মেয়াদ: ২০০০-২০০১।
উৎস:
0
Updated: 1 month ago