সাহারা মরুভূমি কতটি দেশের মধ্য বিস্তৃত রয়েছে?
A
১১টি
B
৯টি
C
৬টি
D
৮টি
উত্তরের বিবরণ
- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।
সাহারা মরুভূমি:
- প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
- সাহারা মরুভূমিকে বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি হিসেবে বিবেচনা করা হয়।
- আয়তনের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম মরুভূমি,
- শুধুমাত্র অ্যান্টার্কটিকা ও আর্কটিকের মেরু মরুভূমির পরেই অবস্থান।
- এবং এটি আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% অংশ দখল করে রেখেছে।
- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।
- এই দেশগুলো হলো: আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।
0
Updated: 1 month ago
বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি?
Created: 1 month ago
A
শাপলা
B
যমুনা
C
দোয়েল
D
এসার
বাংলাদেশে তৈরি ল্যাপটপ ‘দোয়েল’ দেশের প্রযুক্তি ও উৎপাদন খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন।
-
উদ্বোধন: ২০১১ সালের ১১ অক্টোবর
-
ল্যাপটপের মাদারবোর্ডসহ প্রায় ৬০% যন্ত্রাংশ দেশের মাটিতে তৈরি।
-
উৎপাদন প্রতিষ্ঠান: টেশিস কোম্পানি, যাত্রা শুরু ১৯৬৭ সালে টেলিফোন সেট উৎপাদনের মাধ্যমে।
-
কম্পিউটারের ব্যবহার বাংলাদেশে শুরু হয় ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে।
-
IBM 1620 ছিল একটি মেইনফ্রেইম কম্পিউটার।
-
স্থাপিত হয়েছিল তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে, যা বর্তমানে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র নামে পরিচিত।
-
কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত।
0
Updated: 1 month ago
আধুনিক সিল্ক রোড কোন দেশের বিশেষ কৌশলগত উদ্যোগ?
Created: 1 month ago
A
জাপান
B
ভারত
C
চীন
D
নেপাল
সিল্ক রোড প্রাচীনকালে চীনের সঙ্গে পশ্চিমাঞ্চলের সংযোগকে বোঝাত। চীনের রেশম ও রেশমী কাপড় মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকায় পাঠানোর জন্য এই পথ ব্যবহৃত হতো, যা Silk Road বা Silk Route নামে পরিচিত। আধুনিক অর্থে সিল্ক রোড বলতে চীনের “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ” (Belt and Road Initiative বা BRI) বোঝানো হয়, যা ২০১৩ সালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ঘোষণা করেন। এই উদ্যোগের লক্ষ্য প্রাচীন বাণিজ্যপথগুলোকে আধুনিক আকারে পুনর্গঠন করে চীন এবং অন্যান্য দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত সংযোগ বৃদ্ধি করা। সম্প্রতি, ইরানও চীন ও পাকিস্তানের সঙ্গে এই সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে।
-
প্রাচীন সিল্ক রোড: চীন থেকে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপ ও উত্তর আফ্রিকায় রেশম পাঠানোর বাণিজ্যপথ
-
আধুনিক সিল্ক রোড: চীনের Belt and Road Initiative (BRI), ২০১৩
-
উদ্দেশ্য: প্রাচীন বাণিজ্যপথ পুনর্গঠন, চীন ও অন্যান্য দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত সংযোগ বৃদ্ধি
-
সম্প্রতি: ইরান চীন ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে আগ্রহী
0
Updated: 1 month ago
নিচের কোন দেশটি ই-৮ (E-8) ভুক্ত নয়?
Created: 3 weeks ago
A
ভারত
B
জাপান
C
অস্ট্রেলিয়া
D
ব্রাজিল
ই-৮ (E-8) হলো বিশ্বের প্রধান পরিবেশ দূষণকারী আটটি দেশের সমিতি, যা বৈশ্বিক পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে একত্রিত হয়েছে। এই দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী, এবং এ কারণে তারা পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন আইন ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
• ই-৮-এর অন্তর্ভুক্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।
• ই-৮ ভুক্ত দেশসমূহ পরিবেশ দূষণ কমাতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করে।
• এ দেশগুলোর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ।
• এই সমিতির সদস্যরা বিশ্বের কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অন্যতম প্রধান উৎস, যা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ন।
• উল্লেখ্য, অস্ট্রেলিয়া ই-৮-এর অন্তর্ভুক্ত নয়।
0
Updated: 3 weeks ago