ড. মুহাম্মদ ইউনূস র্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন কত সালে?
A
১৯৮৪ সালে
B
১৯৯৪ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৮৯ সালে
উত্তরের বিবরণ
ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, ব্যাংকার ও নোবেল পুরস্কার বিজয়ী, যিনি ক্ষুদ্রঋণ ব্যবস্থার মাধ্যমে বিশ্বে ব্যাপকভাবে পরিচিতি অর্জন করেছেন। তিনি শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
-
তিনি ক্ষুদ্রঋণ (Microcredit) ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
-
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি।
-
২০০৬ সালে মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
-
তিনি প্রথম বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী।
-
এছাড়া, ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।
-
১৯৯৬ সালে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
-
তিনি দায়িত্বে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়।
-
২০২৪ সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত হন।
-
১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রায় শতাধিক পুরস্কার অর্জন করেছেন।
-
১৯৮৪ সালে ড. মুহাম্মদ ইউনূস র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।

0
Updated: 8 hours ago
'অন্ধকূপ হত্যা' (Black Hole Tragedy) নামক ঘটনাটি কোন নবাবের শাসনামলের সাথে জড়িত?
Created: 3 days ago
A
সিরাজ-উদ-দৌলা
B
আলীবর্দী খান
C
নবাব মুর্শিদকুলী খান
D
মীর কাসিম
অন্ধকূপ হত্যা হলো ১৭৫৬ সালের ২০ জুনের ঘটনাসংক্রান্ত এক কাহিনী, যা নবাব সিরাজ-উদ-দৌলা কর্তৃক কলকাতা দখলের সময় সংঘটিত হওয়ার কথা বলা হয়। এই ঘটনার মূল বিবরণ এসেছে ইংরেজ সেনাপতি জন জেফেনিয়াহ হলওয়েল-এর লেখা থেকে।
-
নবাব সিরাজ-উদ-দৌলা ১৭৫৬ সালের জুনে কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করেন।
-
দখলের সময় ১৪৬ জন ইংরেজ সৈন্যকে একটি ক্ষুদ্র বন্দিশালায় আবদ্ধ রাখা হয়, যা ছিল ১৮ ফুট দীর্ঘ ও ১৪ ফুট ৩ ইঞ্চি প্রস্থের।
-
গ্রীষ্মের অতি উত্তাপে এবং অসহনীয় পরিস্থিতিতে বন্দিরা রাতযাপন করতে বাধ্য হন।
-
কাহিনী অনুযায়ী, ১২৩ জন ইংরেজ মারা যান। জীবিতদের মধ্যে ছিলেন হলওয়েল।
-
হলওয়েল এই শোকাবহ ঘটনার বিস্তৃত বর্ণনা দেন এবং নবাবকে এ দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দায়ী করেন।
-
নবাবের আক্রমণের কারণে (১৬-২০ জুন, ১৭৫৬) ফোর্ট উইলিয়ামের ইংরেজরা পলায়ন করতে বাধ্য হয়। জন জেফেনিয়াহ হলওয়েলসহ ১৭০ জন ইংরেজ সময়মতো জাহাজে উঠতে ব্যর্থ হয়ে বন্দি হন।
-
উনিশ শতকের প্রথম দিকের অধিকাংশ ইংরেজ ইতিহাসবিদ এই কাহিনী বিশ্বাস করতেন এবং অন্ধকূপ হত্যাকে প্রাচ্যশাসকদের বর্বরতা ও নিষ্ঠুরতার নিদর্শন হিসেবে দেখতেন।
-
তবে পরবর্তীকালের ইতিহাসবিদরা হলওয়েলের কাহিনীর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং মনে করেন এই ঘটনা নবাবের অজ্ঞাতেই ঘটেছিল।
সূত্র:

0
Updated: 3 days ago
লাহোর প্রস্তাব কবে পেশ করা হয়েছিল?
Created: 15 hours ago
A
১৯৩৫ সালে
B
১৯৪০ সালে
C
১৯৪৭ সালে
D
১৯৪৯ সালে
লাহোর প্রস্তাব ১৯৪০ সালে ভারতীয় মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নির্দেশনা হিসেবে আবির্ভূত হয়। এটি মুসলিমদের স্বতন্ত্র রাজনৈতিক অধিকার ও আবাসভূমি নিশ্চিত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছিল।
প্রধান তথ্যগুলো হলো:
-
তারিখ ও স্থান: ১৯৪০ সালের ২৩ মার্চ, লাহোর শহরে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে প্রস্তাবটি পেশ করা হয়।
-
প্রস্তাবকের নাম: বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক প্রস্তাবটি সভায় পেশ করেন।
-
সভাপতি: প্রস্তাবটি জিন্নাহর সভাপতিত্বে গৃহীত হয়।
-
বৈশিষ্ট্য: প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।
-
প্রস্তাবে পাকিস্তান শব্দটি উল্লেখিত ছিল না, তবুও এটি পরবর্তীতে ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিতি লাভ করে।
-
প্রস্তাবটি ভারতীয় মুসলমানদের মধ্যে স্বতন্ত্র আবাসভূমির ধারণা সৃজন করে।
-
কংগ্রেস নেতৃবৃন্দ প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।
-
প্রস্তাবে ভারতে একাধিক মুসলিম রাষ্ট্রের কথা বলা হলেও, ১৯৪৬ সালের দিল্লি অধিবেশনে শুধুমাত্র পাকিস্তান প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়।

0
Updated: 15 hours ago
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাস না হওয়ার প্রধান কারণ -
Created: 3 days ago
A
সোভিয়েত ইউনিয়নের ভেটো
B
মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো
C
ভারতের আপত্তি
D
চীনের অনুপস্থিতি
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়নি, যা বাংলাদেশের পক্ষে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত।
প্রধান তথ্যসমূহ:
-
মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে পাকিস্তানের পক্ষে মোট তিনবার যুদ্ধবিরতির প্রস্তাব আনে।
-
সোভিয়েত ইউনিয়ন সেই তিনবারের প্রতিটি প্রস্তাবেই ভেটো দেয়।
-
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে ৭ম নৌবহর প্রেরণ করে।
-
তার পাল্টা হিসেবে ভারত মহাসাগরে অবস্থানরত সোভিয়েত ইউনিয়নের ২০তম নৌবহর ৭ম নৌবহরের পিছু নেয়।
সূত্র:

0
Updated: 3 days ago