প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় -
A
ভুটান
B
যুক্তরাজ্য
C
পোল্যান্ড
D
ফ্রান্স
উত্তরের বিবরণ
বাংলাদেশের স্বাধীনতার পর বিশ্বের বিভিন্ন দেশ ধাপে ধাপে দেশটিকে স্বীকৃতি প্রদান করে। এই স্বীকৃতি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিশ্চিত করে।
-
১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভুটান এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
-
বিশ্বের তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
-
অন্যান্য দেশগুলোর স্বীকৃতি সময়সূচি:
-
পোল্যান্ড: ১৯৭২ সালের ১২ জানুয়ারি
-
যুক্তরাজ্য: ৪ ফেব্রুয়ারি, ১৯৭২
-
ফ্রান্স: ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২
-
স্পেন: ১২ মে, ১৯৭২
-

0
Updated: 8 hours ago
“প্রতিবাদী তারুণ্য” ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার- ২০২৫ পেয়েছেন -
Created: 15 hours ago
A
মীর মুগ্ধ
B
আবু সাঈদ
C
নাহিদ ইসলাম
D
আবরার ফাহাদ
স্বাধীনতা পুরস্কার – ২০২৫
-
সংজ্ঞা: স্বাধীনতা পুরস্কার হলো বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
-
প্রবর্তন: ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন।
-
প্রদত্ত সামগ্রী: ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৫ লাখ টাকা এবং সম্মাননাপত্র।
২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তরা:
-
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
-
সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
-
প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)
-
সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
-
বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
-
শিক্ষা ও গবেষণা: জনাব বদরুদ্দীন মোহাম্মদ উমর
-
সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)

0
Updated: 15 hours ago
বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান- [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
১ম
B
২য়
C
৩য়
D
৪র্থ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন
-
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয় ১৯৪৮ সালে।
-
জাতিসংঘের নিজস্ব শান্তিরক্ষা বাহিনী নেই; সদস্য সংগ্রহ করা হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে।
-
১৯৮৮ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।
-
১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে:
-
ইরাক-ইরান (UNIIMOG)
-
নামিবিয়া (UNTAG)
-
-
UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী কার্যক্রমে অংশগ্রহণ করে।
উল্লেখযোগ্য তথ্য:
-
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠানো দেশ হলো নেপাল।
-
নেপালের মোট শান্তিরক্ষী: ৬,১১৯ জন
-
-
দ্বিতীয় অবস্থানে আছে রুয়ান্ডা।
-
বাংলাদেশ তৃতীয় অবস্থানে, পাঁচ হাজার ৬৮৬ জন শান্তিরক্ষী পাঠানো সহ।

0
Updated: 1 week ago
গণপ্রতিনিধিত্ব আদেশ [Representation of the People's Order (RPO)] প্রথম কত সালে প্রণয়ন করা হয়?
Created: 1 week ago
A
১৯৭২ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৫ সালে
RPO (Representation of People Order)
-
সংজ্ঞা ও গুরুত্ব:
-
RPO বা গণপ্রতিনিধিত্ব আদেশ হলো বাংলাদেশে নির্বাচন পরিচালনার মূল আইন।
-
স্বাধীনতা পরবর্তী সংবিধান প্রণয়নের পরে, প্রথমবারের মতো ১৯৭২ সালে RPO প্রণয়ন করা হয়, যা নির্বাচনের প্রক্রিয়া ও বিধি নির্ধারণ করে।
-
-
ইতিহাস:
-
১৯৭২ সালের ২৬ ডিসেম্বর, সংসদ কার্যকর না থাকায় রাষ্ট্রপতি গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করেন (রাষ্ট্রপতির ১৫৫ নম্বর আদেশ)।
-
১৯৭৩ সালে নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদ এই আদেশটি অনুমোদন করে।
-
পরে বিভিন্ন সময়ে জাতীয় সংসদ RPO সংশোধন করেছে।
-
সমস্ত নির্বাচনের ভিত্তি হিসেবে RPO, ১৯৭২ ব্যবহৃত হয়েছে।
-
-
সর্বশেষ সংশোধন:
-
২০২৩ সালে সংসদে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন ২০২৩ পাশ হয়।
-
-
প্রধান শর্তাবলী:
-
যে কোনো নিবন্ধিত দলের ন্যূনতম এক-তৃতীয়াংশ জেলা (২১ জেলা) এবং ১০০ উপজেলা অফিস থাকতে হবে।
-
অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকার থানায় অফিস, যেখানে প্রতিটিতে কমপক্ষে ২০০ জন ভোটার সদস্য হিসেবে থাকতে হবে।
-
কোনো দল যদি পরপর তিন বছর তথ্য সরবরাহে ব্যর্থ হয়, তাহলে তার নিবন্ধন বাতিল হবে।
-
উৎস:
i) বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট
ii) বিবিসি

0
Updated: 1 week ago