বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য রয়েছে?
A
পশ্চিমবঙ্গ ও মিজোরাম
B
ত্রিপুরা ও মিজোরাম
C
মেঘালয় ও আসাম
D
আসাম ও ত্রিপুরা
উত্তরের বিবরণ
বাংলাদেশের সীমানা:
- বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪,৭১১ কিলোমিটার।
- এর মধ্যে ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার।
- বাংলাদেশ-মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার
- বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য;
- পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মিয়ানমার;
- দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে হাড়িয়াভাঙ্গা নদী এবং দক্ষিণ-পূর্বে নাফ নদী ভারত ও মিয়ানমারের সীমানায় অবস্থিত।
0
Updated: 1 month ago
বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য?
Created: 1 month ago
A
১৩৬
B
১৩৭
C
১৩৮
D
১৩৯
বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্ক স্বাধীন দেশের আন্তর্জাতিক কূটনৈতিক ও মানবিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ অংশ।
-
সদস্যপদ: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য, যা লাভ করা হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
-
প্রাথমিক প্রতিবন্ধকতা: চীন বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছে।
-
নিরাপত্তা পরিষদ: ১৯৭৯-৮০ এবং ২০০০-০১ সালে মোট ২বার অস্থায়ী সদস্য পদ লাভ।
-
জাতিসংঘ সাধারণ পরিষদ: ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি নির্বাচিত হন।
-
মহাসচিব: মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
-
শান্তিরক্ষা মিশন: বাংলাদেশ ১৯৮৮ সালে প্রথমবার ইরাক-ইরান (UNIIMOG) মিশনে অংশগ্রহণ করে।
0
Updated: 1 month ago
উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন কে?
Created: 1 month ago
A
আবদুল হামিদ খান ভাসানী
B
নূরুল আলম
C
ধীরেন্দ্রনাথ দত্ত
D
কামাল ফারুক
ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন শিক্ষিত আইনজীবী ও কংগ্রেস দলীয় রাজনীতিক, যিনি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব উত্থাপন করেন।
-
ধীরেন্দ্রনাথ দত্ত ১৮৮৬ সালের ২ নভেম্বর (১২৯৩ বঙ্গাব্দের ১৬ কার্তিক) ব্রাহ্মণবাড়িয়ার উত্তরে রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁর পিতা জগবন্ধু দত্ত মুনসেফ কোর্টের সেরেস্তাদার ছিলেন।
-
শিক্ষাজীবন: ১৯০৪ সালে নবীনগর হাই স্কুল থেকে প্রবেশিকা পাশ, ১৯০৮ সালে কলকাতা রিপন কলেজ থেকে বি.এ এবং ১৯১০ সালে একই কলেজ থেকে বি.এল পরীক্ষা উত্তীর্ণ।
-
১৯১১ সালে তিনি কুমিল্লা জেলা বারে যোগদান করেন।
-
১৯০৭ সালে তিনি ত্রিপুরা হিতসাধনী সভার সেক্রেটারি নির্বাচিত হন।
-
১৯৪৮ সালে গণপরিষদের অধিবেশনে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন।
-
১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
-
১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
0
Updated: 1 month ago
নিচের কোন দেশের মুদ্রার নাম দিনার?
Created: 1 month ago
A
কুয়েত
B
কাতার
C
ওমান
D
ইয়েমেন
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।
দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।
দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।
পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।
তথ্যসূত্র - Britannica.com
0
Updated: 1 month ago