Who wrote the short story 'The Ant and the Grasshopper'?
A
Guy de Maupassant
B
W. Somerset Maugham
C
J. K. Rawlings
D
O' Henry
উত্তরের বিবরণ
William Somerset Maugham ছিলেন একজন খ্যাতনামা ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার এবং গল্পকার। তিনি বাস্তবধর্মী উপস্থাপনা, সূক্ষ্ম রসবোধ এবং মানবজীবনের জটিলতাকে সহজভাবে প্রকাশ করার জন্য সাহিত্যজগতে বিশেষভাবে পরিচিত।
তার বিখ্যাত ছোটগল্পগুলো হলো
-
The Ant and the Grasshopper
-
The Luncheon
তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো
-
Of Human Bondage
-
The Sacred Flames
-
The Razor's Edge
-
Cakes and Ale
-
The Musician
-
The Moon and Sixpence
-
Lady Frederick
0
Updated: 1 month ago
The Silent Woman is a play written by which playwright?
Created: 3 months ago
A
Thomas Dekker
B
Christopher Marlowe
C
John Fletcher
D
Ben Jonson
• The Silent Woman নাটকটি লিখেছেন Ben Jonson। এটি Jacobean যুগের একটি বিখ্যাত কমেডি নাটক। নাটকটির মূল চরিত্র Morose একজন মানুষ, যে চুপচাপ জীবন পছন্দ করে এবং কথা বলা নারীদের সহ্য করতে পারে না। এই নাটকে হাস্যরস, প্রতারণা এবং সামাজিক মন্তব্য মিলেমিশে আছে। অন্য অপশনগুলো বিবেচনা করলে—Thomas Dekker ছিলেন Elizabethan নাট্যকার, যিনি "The Shoemaker's Holiday" লিখেছেন; Christopher Marlowe "Doctor Faustus" এর জন্য বিখ্যাত এবং ট্র্যাজেডির উপর জোর দিয়েছেন; আর John Fletcher অনেক নাটক Shakespeare-সহযোগে লিখেছেন, তবে তিনি "The Silent Woman" এর লেখক নন। সুতরাং, সঠিক উত্তর হলো: ঘ) Ben Jonson.
0
Updated: 3 months ago
What does the idiom "cost a pretty penny" mean?
Created: 1 month ago
A
To be free of cost
B
To be very cheap
C
To be very expensive
D
To be moderately priced
Cost a pretty penny একটি idiom, যা বোঝায় কোনো জিনিস অত্যন্ত দামী বা অনেক মূল্যবান হওয়া। সাধারণত এটি কোনো জিনিসের উচ্চ খরচ বা ব্যয় বোঝাতে ব্যবহৃত হয়।
-
Cost a pretty penny (idiom)
English Meaning: To be very expensive
Bangla Meaning: খুব দামি; অনেক মূল্যবান -
Correct Answer: To be very expensive (খুব দামি হওয়া)
-
Other Options:
ক) To be free of cost → বিপরীত অর্থ
খ) To be very cheap → বিপরীত অর্থ
ঘ) To be moderately priced → যথাযথ নয়; উঁচু দাম বোঝায় না -
Example Sentences:
-
That coat must have cost you a pretty penny!
-
His hobby of collecting rare stamps costs him a pretty penny every year.
-
-
Source:
0
Updated: 1 month ago
Who has organized the meeting? [passive]
Created: 1 month ago
A
By whom is the meeting been organized?
B
By whom has the meeting been organized?
C
By whom has the meeting being organized?
D
By whom has the meeting to be organized?
“Who” যুক্ত Interrogative Sentence-কে Active Voice থেকে Passive Voice-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
Who-এর পরিবর্তে শুরুতে By whom বসাতে হবে।
-
Tense এবং Person অনুযায়ী auxiliary verb বসাতে হবে।
-
Active sentence-এর object কে passive sentence-এর subject হিসেবে নিতে হবে।
-
Tense অনুযায়ী be/being/been বসাতে হবে।
-
মূল verb-এর past participle (V3) ব্যবহার করতে হবে।
-
বাক্যের শেষে question mark (?) বসাতে হবে।
Structure:
By whom + auxiliary verb + subject (object from active) + be/being/been + main verb (past participle) ?
উদাহরণ:
-
Active: Who has answered the question?
Passive: By whom has the question been answered? -
Active: Who has organized the meeting?
Passive: By whom has the meeting been organized?
0
Updated: 1 month ago