"Oh, lift me as a wave, a leaf, a cloud! I fall upon the thorns of life! I bleed!" The extract is taken from P. B. Shelley's poem—
A
The Cloud
B
To a Skylark
C
Ode to the West Wind
D
Adonais
উত্তরের বিবরণ
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!"
এই অংশে কবি পি. বি. শেলি–এর বিখ্যাত কবিতা Ode to the West Wind থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে। এখানে কবি নিজের অসহায়তার চিত্র তুলে ধরেছেন, যেখানে তিনি নিজেকে ঢেউ, পাতা বা মেঘের মতো তুলে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন।
জীবনের কাঁটায় তিনি পড়ে গেছেন এবং রক্তাক্ত হয়েছেন—এই চিত্রকল্প মানবজীবনের সংগ্রাম ও বেদনার গভীরতা প্রকাশ করে।
P. B. Shelley–এর উল্লেখযোগ্য উক্তি:
-
If winter comes, can spring be far behind? (Ode to the West Wind)
-
Our sweetest songs are those that tell of saddest thoughts. (Ode to a Skylark)
-
The more we study the more we discover our ignorance.
P. B. Shelley–এর শ্রেষ্ঠ রচনা:
-
Prometheus Unbound
-
The Cenci
-
Queen Mab
-
Hymn to Intellectual Beauty
-
Adonais
-
To a Skylark
-
Ode to the West Wind
-
Mont Blanc
0
Updated: 1 month ago
What does Shelley call the West Wind in Canto II?
Created: 2 months ago
A
A clarion of Spring
B
A dirge of the dying year
C
A trumpet of prophecy
D
A hymn of life
Shelley পশ্চিম বাতাসকে “dirge of the dying year” বলেছেন। অর্থাৎ এটি বছরের মৃত্যুর জন্য শোকগীতি গায়। শরতের শেষে বছরের সমাপ্তি ঘটে, আর পশ্চিম বাতাস তার সুরে মৃত্যুর শোক প্রকাশ করে।
2
Updated: 2 months ago
What is the famous closing line of the poem?
Created: 1 month ago
A
"The world should listen then, as I am listening now."
B
“Better than all measures of delightful sound”
C
“Teach me half the gladness that thy brain must know”
D
“Our sweetest songs are those that tell of saddest thought”
"To a Skylark" কবিতার শেষ লাইনটি আসলেই অন্য লাইনগুলোর থেকে আলাদা। অন্য অপশনগুলো কবিতার মধ্যে বিভিন্ন স্থানে এসেছে:
-
খ) “Better than all measures of delightful sound”: এই লাইনটি কবিতার মধ্যভাগ থেকে নেওয়া।
-
গ) “Teach me half the gladness that thy brain must know”: এটি কবিতার শেষ স্তবকের প্রথম লাইন।
-
ঘ) “Our sweetest songs are those that tell of saddest thought”: এটি খুবই পরিচিত ও প্রায়শই উদ্ধৃত লাইন, কিন্তু এটি শেষ লাইন নয়।
0
Updated: 1 month ago
What figure of speech is in “Destroyer and Preserver”?
Created: 2 months ago
A
Simile
B
Oxymoron
C
Alliteration
D
Personification
“Destroyer and Preserver” হলো একটি Oxymoron। এখানে দুটি বিপরীতার্থক ধারণা পাশাপাশি রাখা হয়েছে। পশ্চিম বাতাস একদিকে মৃত পাতাকে ধ্বংস করে, অন্যদিকে বীজকে সংরক্ষণ করে রাখে। এই দ্বৈত ভূমিকা প্রকৃতির শাশ্বত নিয়মকে তুলে ধরে—ধ্বংস ছাড়া সৃষ্টি নেই।
3
Updated: 2 months ago