"Oh, lift me as a wave, a leaf, a cloud! I fall upon the thorns of life! I bleed!" The extract is taken from P. B. Shelley's poem—
A
The Cloud
B
To a Skylark
C
Ode to the West Wind
D
Adonais
উত্তরের বিবরণ
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!"
এই অংশে কবি পি. বি. শেলি–এর বিখ্যাত কবিতা Ode to the West Wind থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে। এখানে কবি নিজের অসহায়তার চিত্র তুলে ধরেছেন, যেখানে তিনি নিজেকে ঢেউ, পাতা বা মেঘের মতো তুলে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন।
জীবনের কাঁটায় তিনি পড়ে গেছেন এবং রক্তাক্ত হয়েছেন—এই চিত্রকল্প মানবজীবনের সংগ্রাম ও বেদনার গভীরতা প্রকাশ করে।
P. B. Shelley–এর উল্লেখযোগ্য উক্তি:
-
If winter comes, can spring be far behind? (Ode to the West Wind)
-
Our sweetest songs are those that tell of saddest thoughts. (Ode to a Skylark)
-
The more we study the more we discover our ignorance.
P. B. Shelley–এর শ্রেষ্ঠ রচনা:
-
Prometheus Unbound
-
The Cenci
-
Queen Mab
-
Hymn to Intellectual Beauty
-
Adonais
-
To a Skylark
-
Ode to the West Wind
-
Mont Blanc

0
Updated: 10 hours ago
What role does the West Wind play for Shelley’s poetry?
Created: 3 weeks ago
A
It silences his voice
B
It inspires and spreads his words
C
It destroys his art
D
It hides his songs
West Wind কবির কবিতাকে শক্তি দেয় এবং মানবজাতির মধ্যে ছড়িয়ে দেয়। Shelley চান তার মৃত চিন্তাগুলো বাতাস ছড়িয়ে দিক, যেন তা নতুন জন্ম আনে। West Wind এখানে কবির কণ্ঠকে ভবিষ্যদ্বাণীর তূর্য হিসেবে উপস্থাপন করে।

0
Updated: 3 weeks ago
'If winter comes, can spring be far behind?' These lines were written by-
Created: 1 month ago
A
Keats
B
Frost
C
Eliot
D
Shelley
"If Winter comes, can Spring be far behind?" — এই লাইনটি P.B. Shelley-এর লেখা Ode to the West Wind কবিতার শেষ লাইন। কবিতাটি ১৮২০ সালে প্রকাশিত হয় এবং এটি লেখা হয় ইতালির ফ্লোরেন্স শহরের কাছাকাছি Cascine wood-এ।
অনেকে মনে করেন, এটি Shelley তাঁর সন্তান উইলিয়ামের মৃত্যুর শোক থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন। কবিতায় তিনি পশ্চিম বাতাসের (West Wind) শক্তিকে বিপ্লবের প্রতীক হিসেবে তুলে ধরেছেন এবং আশা প্রকাশ করেছেন এই বাতাস যেন পরিবর্তনের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়।
Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি, যিনি প্রেম এবং সামাজিক ন্যায়ের সন্ধানে গভীরভাবে নিবেদিত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে Ozymandias, To a Skylark, ও Adonais এবং নাটকের মধ্যে আছে Prometheus Unbound ও The Cenci।

0
Updated: 1 month ago
Who wrote Ode to the West Wind?
Created: 1 month ago
A
Samuel Taylor Coleridge
B
John Keats
C
William Wordsworth
D
Percy Bysshe Shelley

0
Updated: 1 month ago