'Paradise Lost' attempted to—
A
justify the ways of man to God
B
show that Satan and God have equal power
C
justify the ways of God to man
D
explain why both good and evil are necessary
উত্তরের বিবরণ
জন মিল্টনকে সাধারণত একজন Epic Poet বা মহাকাব্যিক কবি হিসেবে অভিহিত করা হয়। তাঁকে আরও বলা হয় Puritan Period-এর এক মহান কবি ও ছন্দের ওস্তাদ। তাঁর সাহিত্যকীর্তি ইংরেজি সাহিত্যের এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে।
তাঁর বিখ্যাত মহাকাব্যসমূহ হলো:
-
Paradise Lost
-
Paradise Regained
Paradise Lost গ্রন্থের মূল উদ্দেশ্য বা থিম হলো: “To justify the ways of God to man.”
এছাড়া মিল্টনের অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলো হলো:
-
L'Allegro
-
Il Penseroso
-
Lycidas

0
Updated: 10 hours ago
Who is the heroine of 'The Faerie Queene'?
Created: 5 months ago
A
Portia
B
Una
C
Viola
D
Miranda
English
Allegory
Edmund Spenser(1552-1599)
Epic
The Elizabethan Period (1558-1603)
ইংরেজি সাহিত্যে বিখ্যাত মহাকাব্য (Epics)
"The Faerie Queene" কবিতায় উনা (Una) হলো প্রধান নায়িকা।
The Faerie Queene:
- এটি রচনা করেন Edmund Spenser, তিনি Elizabethan period এর একজন লেখক, তাই এটি Elizabethan period এর রচিত।
- 1590 সালে এর প্রথম installment টি প্রকাশিত হয়।
- এটি একটি religious-moral-political allegory.
- এই মহাকাব্যের নায়ক Red Cross Knight.
- এর নায়িকা Una.
- এ মহাকাব্যের মূল বিষয়বস্তু হলো Patriotism.
Edmund Spenser:
- তিনি একজন English poet.
- তার long allegorical poem, 'The Faerie Queene' is one of the greatest in English literature.
Notable work:
- A View of the Present State of Ireland,
- Amoretti,
- Colin Clouts Come Home Again,
- Complaints,
- The Faerie Queene,
- The Shepheard's Calender.
Source: Britannica.

0
Updated: 5 months ago