'Caesar and Cleopatra' is—
A
a tragedy by William Shakespeare
B
a poem by Lord Byron
C
a play by Bernard Shaw
D
a novel by S. T. Coleridge
উত্তরের বিবরণ
Caesar and Cleopatra হলো একটি নাটক যা ১৮৯৮ সালে G.B. Shaw দ্বারা লেখা হয় এবং এটি জুলিয়াস সিজার ও ক্লিওপাট্রার সম্পর্কের কাল্পনিক কাহিনী উপস্থাপন করে।
George Bernard Shaw (১৮৫৬-১৯৫০) একজন বিখ্যাত আইরিশ নাট্যকার এবং সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তাঁকে The greatest modern English dramatist এবং The father of modern English literature হিসেবে খ্যাতি লাভ।
তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
Candida
-
Caesar and Cleopatra
-
Man and Superman
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Arms and The Man
-
Doctor's Dilemma
-
St. Joan of Arc
-
You Never Can Tell
-
Major Barbara
-
Man of Destiny
-
Pygmalion
-
Androcles and The Lion
0
Updated: 1 month ago
P.B. Shelley's 'Adonais' is an elegy on the death of-
Created: 3 months ago
A
John Milton
B
S.T. Coleridge
C
John Keats
D
Lord Byron
Adonais
-
Adonais হলো বিখ্যাত ইংরেজি কবি P. B. Shelley-এর লেখা একটি কবিতা।
-
এটি একটি pastoral elegy বা গ্রামীণ পরিবেশভিত্তিক শোকগাথা, যেখানে কারও মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়।
-
এই কবিতাটি তিনি লিখেছিলেন তার প্রিয় বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য।
-
Adonais নামটি এসেছে গ্রীক পুরাণ থেকে; সেখানে তিনি ছিলেন এক তরুণ বীর।
-
কবিতাটিতে দেখা যায়, Keats-এর মৃত্যুতে শুধু মানুষ নয়, প্রকৃতি ও দেবতাদেরকেও শোক প্রকাশে আহ্বান করা হয়েছে।
-
এই কবিতাটি অনেক সময় John Milton এর বিখ্যাত elegy "Lycidas"-এর সাথে তুলনা করা হয়।
P. B. Shelley
-
Percy Bysshe Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক যুগের কবি।
-
তিনি ভালোবাসা ও সমাজের ন্যায়বিচার নিয়ে কবিতা লিখতেন।
-
তার স্ত্রীর নাম ছিল Mary Shelley, যিনি “Frankenstein” উপন্যাসের লেখিকা।
Shelley-এর কিছু বিখ্যাত রচনা
-
Adonais (শোকগাথা কবিতা)
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (নাটক)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (নাটক)
-
The Cloud
-
The Masque of Anarchy
উৎস: Encyclopedia Britannica
0
Updated: 3 months ago
Who is referred to as the Moor of Venice in Shakespeare’s plays?
Created: 3 months ago
A
Cassio
B
Desdemona
C
Othello
D
Iago
• শেক্সপিয়ারের নাটক Othello-তে “The Moor of Venice” বলতে বোঝানো হয়েছে Othello-কে (উত্তর: গ)। Othello একজন মরোক্কান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ সেনাপতি, যিনি ভেনিসের সেবা করছেন। তাঁর বিদেশি পরিচয় ও গায়ের রঙ তাঁকে সমাজে একঘরে করে তোলে, যদিও তিনি দক্ষ, সৎ ও সম্মানিত। নাটকের কেন্দ্রীয় চরিত্র হওয়ায়, তাঁর ব্যক্তিত্ব, প্রেম, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতা থেকেই কাহিনির মূল নাটকীয়তা তৈরি হয়। অন্য অপশনগুলির মধ্যে Cassio হচ্ছে Othello-র লেফটেন্যান্ট, Desdemona তাঁর স্ত্রী এবং Iago তাঁর বিশ্বস্ত বলে বিবেচিত হলেও এক বিশাল ষড়যন্ত্রকারী, যার কারণে নাটকের ট্র্যাজেডি ঘটে।
• বিস্তারিত আলোচনা:
• Othello:
- এটি Shakespeare রচিত একটি পাঁচ-অ্যাক্টের Tragedy নাটক।
- যা ১৬০৩-১৬০৪ সালের দিকে লেখা হয়।
- এটি শেকসপিয়রের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় নাটকগুলির মধ্যে একটি।
- It tells the story of 'Othello, A Moor of Venice'.
- নাটকটির মূল চরিত্র Othello, সে ছিল ভেনিসের একজন সেনাপতি।
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello এর Desdemona হচ্ছে নায়িকা।
- Villan চরিত্রে ছিল lago.
- নাটকে Othello তাঁর নিজ স্ত্রীকে সন্দেহ করে এবং তাকে হত্যা করে।
- In this tragedy, Othello, the hero, was affected by Othello Syndrome (a mental disorder of excessive jealousy) যার বর্শবর্তী হয়ে villain, Iago -এর প্ররোচনায় Othello -'Desdemona' কে হত্যা করে।
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
0
Updated: 3 months ago
What does Ulysses mean by “I am become a name”?
Created: 1 month ago
A
He has lost identity
B
He is remembered only as a title
C
He has become famous for his adventures
D
He is forgotten in his kingdom
ইউলিসিস বলেন, “I am become a name”। এর মানে হলো, তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং এক নাম, এক প্রতীক। তাঁর অসংখ্য ভ্রমণ, যুদ্ধ ও অভিজ্ঞতার জন্য তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন। তাঁর নাম মানুষজন জানে, যদিও হয়তো তাঁকে ব্যক্তিগতভাবে কেউ চেনে না। এটি এক ধরনের গর্বের প্রকাশ, তবে একইসঙ্গে খানিকটা হতাশাও আছে।
কারণ খ্যাতি থাকলেও যদি জীবন থেমে যায়, তবে তা অর্থহীন। এই লাইন ভিক্টোরিয়ান যুগের খ্যাতি ও ব্যক্তিগত সাফল্যের প্রতি গুরুত্বকে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago