নবযুগ তেভাগা খামার কে প্রতিষ্ঠা করেন?
A
শামসুল আলম
B
ড. মুহাম্মদ ইউনূস
C
জাফরুল্লাহ চৌধুরী
D
আবদুল লতিফ সিদ্দিকী
উত্তরের বিবরণ
নবযুগ তেভাগা খামার
-
প্রতিষ্ঠাতা: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
-
প্রতিষ্ঠাবর্ষ: ১৯৭৪।
-
প্রকল্পের উদ্দেশ্য: সমাজের নিম্নবিত্ত কৃষকদের জন্য ব্যাংকঋণ ও আধুনিক খামার ব্যবস্থার প্রবর্তন।
-
প্রাথমিক গবেষণা: ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকা অবস্থায় জোবরা ও সংলগ্ন গ্রামে মাঠ গবেষণা চালান, যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন নিম্নবিত্ত কৃষকদের ঋণ গ্রহণের সম্ভাব্যতা।
-
খামারের তেভাগা পদ্ধতি:
-
জমির মালিক: ফসলের ১/৩ অংশ পান।
-
বীজ ও সার প্রদানকারী: ১/৩ অংশ পান।
-
চাষ, পানি ও অন্যান্য শ্রম দানকারী: ১/৩ অংশ পান।
-
-
পরবর্তী অবস্থা: সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় এই খামার অধিগ্রহণ করে।
0
Updated: 1 month ago
বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় কবে থেকে?
Created: 1 month ago
A
২ জুলাই, ১৯৯৫ সালে
B
১ জুলাই, ১৯৯১ সালে
C
৩০ জুন, ১৯৯৬ সালে
D
৫ মার্চ, ১৯৯৭ সালে
মূল্য সংযোজন কর বা ভ্যাট হলো এমন এক ধরনের পরোক্ষ কর, যা কোনো পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি ধাপে সংযোজিত মূল্যের ওপর আরোপ করা হয়।
-
এটি একটি পরোক্ষ কর, যা বাংলাদেশে চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে
-
সকল পণ্য ও সেবার ওপর ১৫% মূল্য সংযোজন কর আরোপিত হয়
-
আমদানি ও সরবরাহের ক্ষেত্রেও ১৫% ভ্যাট কার্যকর থাকে
-
কোনো পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তাই মূলত ভ্যাট প্রদানকারী
-
রপ্তানির ক্ষেত্রে ভ্যাট ০% নির্ধারিত, যাতে আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক সুবিধা বজায় থাকে
0
Updated: 1 month ago
বাংলাদেশ সংবিধান অনুযায়ী নাগরিকের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৩৮
B
অনুচ্ছেদ ৩৯
C
অনুচ্ছেদ ৪০
D
অনুচ্ছেদ ৪১
বাংলাদেশ সংবিধান – অনুচ্ছেদ ৩৯: চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা
-
মূল বক্তব্য: প্রত্যেক নাগরিকের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার অধিকার রয়েছে।
বিস্তারিত:
-
চিন্তা ও বিবেকের স্বাধীনতা:
-
৩৯(১) অনুযায়ী, প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে চিন্তা ও বিবেকের অধিকার রাখে।
-
-
বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা:
-
৩৯(২) অনুযায়ী, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনার মতো কারণে আইনসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করা যেতে পারে।
-
এই সীমাবদ্ধতা যুক্তিসঙ্গত এবং আইনানুগ হতে হবে।
-
-
সংবাদপত্রের স্বাধীনতা:
-
৩৯(২)(খ) অনুযায়ী, সংবাদপত্র প্রকাশের স্বাধীনতাও নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।
-
সংযুক্ত অনুচ্ছেদসমূহ:
-
অনুচ্ছেদ ৩৮: শান্তিপূর্ণ সমাবেশ ও সংঘবদ্ধ হওয়ার অধিকার।
-
অনুচ্ছেদ ৪০: পেশা ও ব্যবসা করার স্বাধীনতা।
-
অনুচ্ছেদ ৪১: ধর্মীয় স্বাধীনতা।
সংক্ষেপে, অনুচ্ছেদ ৩৯ নাগরিকদের মৌলিক চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার অধিকার সুনিশ্চিত করে, যেখানে প্রয়োজনীয় সীমাবদ্ধতাগুলি আইন অনুযায়ী আরোপ করা যায়।
0
Updated: 1 month ago
National Academy for Primary Education কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ঢাকা
B
গাজীপুর
C
ময়মনসিংহ
D
পাবনা
National Academy for Primary Education (নেপ):
-
অবস্থান: ময়মনসিংহ।
-
প্রতিষ্ঠা: নেপ সর্বপ্রথম ১৯৬৯ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
-
মহান স্বাধীনতার পর: ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজগুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে কার্যক্রম শুরু করে।
-
১৯৭৮ সালে: ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশন "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।
-
১৯৮৫ সালে: এর নামকরণ করা হয় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।
-
২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।
সূত্র: নেপ ওয়েবসাইট
0
Updated: 2 months ago