১৯৭৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সংবিধান মোট কতবার সংশোধন হয়েছে? [আগস্ট - ২০২৫]
A
১৬ বার
B
১৮ বার
C
১৫ বার
D
১৭ বার
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার মূল দলিল হিসেবে প্রণীত হয়। এটি সময়ের সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে একাধিকবার সংশোধিত হয়েছে। সংবিধানের প্রথম সংশোধনী হয় ১৯৭৩ সালে এবং সর্বমোট ১৭ বার সংশোধন সম্পন্ন হয়েছে।
-
১৯৭৩ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে সংবিধানের প্রথম সংশোধনী পাশ হয়।
-
সংবিধান গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে।
-
এটি কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-
সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশোধিত হয়েছে।
-
এই ১৭টি সংশোধনীর মধ্যে—
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ৪ বার
-
জিয়াউর রহমানের সময়ে ২ বার
-
এরশাদের সময়ে ৪ বার
-
শেখ হাসিনার সরকারের সময়ে ৩ বার
-
খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার
-

0
Updated: 8 hours ago
BIDA কোন মন্ত্রণালয়ের অধীন?
Created: 1 week ago
A
শিল্প মন্ত্রণালয়
B
বাণিজ্য মন্ত্রণালয়
C
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
D
প্রধানমন্ত্রীর কার্যালয়
BIDA (Bangladesh Investment Development Authority)
-
পূর্ণরূপ: Bangladesh Investment Development Authority (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ)
-
অধীনস্থ: প্রধানমন্ত্রীর কার্যালয়
-
নিয়ন্ত্রক: প্রধানমন্ত্রী / প্রধান উপদেষ্টা
-
প্রতিষ্ঠা: ২০১৬
-
বর্তমান নির্বাহী চেয়ারম্যান: চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
-
কাজ ও উদ্দেশ্য:
-
বেসরকারি বিনিয়োগ, বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা।
-
বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা ও সহায়তা প্রদান।
-
উৎস: BIDA ওয়েবসাইট

0
Updated: 1 week ago
মোট কতটি দেশের অনুমোদন নিয়ে IMF প্রতিষ্ঠিত হয়?
Created: 2 days ago
A
২৯টি
B
৩২টি
C
৪২টি
D
৪৪টি
IMF (International Monetary Fund / আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
পূর্ণরূপ: The International Monetary Fund (IMF)
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
প্রতিষ্ঠিত: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
প্রাথমিক অনুমোদিত দেশ: ২৯টি
-
বর্তমান সদস্য: ১৯১টি দেশ
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও চীনা ইউয়ান)
IMF-এর প্রধান কাজ:
-
অর্থনৈতিক স্থিতিশীলতা: সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
-
ঋণ ও সহায়তা প্রদান: কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়লে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান।
-
পরামর্শ ও গবেষণা: সদস্য দেশগুলোর অর্থনীতি বিশ্লেষণ করে নীতি প্রণয়নে পরামর্শ দেওয়া এবং বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত তথ্য প্রদান।
-
মুদ্রা বিনিময় ও মানের স্থিতিশীলতা: আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে এবং মুদ্রার মান স্থিতিশীল রাখতে সহায়তা।
-
Special Drawing Rights (SDR): সংকটকালীন সময়ে আন্তর্জাতিক লেনদেনে ব্যবহারের জন্য সদস্য দেশগুলোকে SDR প্রদানের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা।

0
Updated: 2 days ago
WTO-এর সদস্য দেশের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 2 days ago
A
১৬৪টি
B
১৬৬টি
C
১৯১টি
D
১৯৩টি
WTO (World Trade Organization) হলো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্য দেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
-
সর্বশেষ যোগ হওয়া দেশগুলো: ১৬৫তম দেশ – কমোরোস, ১৬৬তম দেশ – পূর্ব তিমুর

0
Updated: 2 days ago