সরকারি বিল কারা উত্থাপন করে?
A
সাধারণ সংসদ সদস্য
B
বিরোধী দলের নেতা
C
স্পিকার
D
মন্ত্রীরা
উত্তরের বিবরণ
বিল (Bill) সংক্রান্ত তথ্য:
-
সংজ্ঞা:
-
আইনের প্রাথমিক প্রস্তাবকে বিল বলা হয়।
-
আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে যে কোনো প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
-
-
বিলের প্রকার:
-
সরকারি বিল
-
বেসরকারি বিল
-
-
সরকারি বিল:
-
সরকারি বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয়।
-
সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিনের সময় প্রয়োজন।
-
-
বেসরকারি বিল:
-
সাধারণ সংসদ সদস্যরা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলা হয়।
-
বেসরকারি বিল উত্থাপনের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন।
-
0
Updated: 1 month ago
জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠান মোট কতবার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
১০ বার
B
১১ বার
C
১২ বার
D
১৩ বার
নোবেল শান্তি পুরস্কার এবং জাতিসংঘ
জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যক্তি বা সংস্থা মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে।
জাতিসংঘের মহাসচিব যারা নোবেল পেয়েছেন:
-
দ্যাগ হেমারশোল্ড – ১৯৬১
-
কফি আনান – ২০০১
গুরুত্বপূর্ণ নোবেল শান্তি পুরস্কার (জাতিসংঘ সংক্রান্ত):
| বছর | বিজয়ী | মন্তব্য |
|---|---|---|
| ২০২০ | বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) | খাদ্য সুরক্ষা ও দুর্ভিক্ষ নিবারণে অবদান |
| ২০১৩ | অর্থনৈতিক ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) | রাসায়নিক অস্ত্র ধ্বংস ও মনিটরিং |
| ২০০৭ | আইপিসিসি (IPCC) ও আল গোর জুনিয়র | জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবদান |
| ২০০৫ | আইএইএ (IAEA) ও মোহামেদ এলবারাদি | পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তি প্রচেষ্টা |
| ২০০১ | জাতিসংঘ ও কফি আনান | শান্তি ও মানবাধিকার সংরক্ষণে অবদান |
| ১৯৮৮ | জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী | শান্তি প্রতিষ্ঠা ও বিরোধ শমন |
| ১৯৮১ | ইউএনএইচসিআর (UNHCR) | শরণার্থী সংরক্ষণ ও মানবিক সহায়তা |
| ১৯৬৯ | আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) | শ্রম অধিকার ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় অবদান |
| ১৯৬৫ | ইউনিসেফ (UNICEF) | শিশুদের কল্যাণ ও স্বাস্থ্যসেবা উন্নয়ন |
| ১৯৬১ | দ্যাগ হেমারশোল্ড | শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব |
| ১৯৫৪ | ইউএনএইচসিআর (UNHCR) | শরণার্থী সাহায্য ও পুনর্বাসন |
| ১৯৫০ | রালফ বাঞ্চ (Ralph Bunche) | মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা |
0
Updated: 1 month ago
নিচের কোন জেলায় কন্দ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
Created: 4 weeks ago
A
বান্দরবান
B
মৌলভীবাজার
C
কক্সবাজার
D
রাঙ্গামাটি
কন্দ জনগোষ্ঠী বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের আদি নিবাস ভারতের উড়িষ্যা রাজ্য। উনিশ শতকের মাঝামাঝিতে কন্দরা চা ও রেল শ্রমিক হিসেবে বাংলাদেশে আসে এবং রেললাইন নির্মাণের কাজে যোগদান করে। রেললাইন নির্মাণ শেষ হওয়ার পর তাদের একাংশ চা বাগানের শ্রমিক হিসেবে স্থায়ীভাবে বসতি স্থাপন করে।
-
আবাসস্থান: বর্তমানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন হরিণছড়া, উদনাছড়া, পুটিয়া ও লাখাউড়া এবং কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া চা বাগানে কন্দদের দেখা যায়
-
স্থানীয় নাম: অন্যান্য জনগোষ্ঠী তাদেরকে স্থানীয়ভাবে কুই নামে অভিহিত করে, কোথাও কোথাও উড়িয়া নামেও পরিচিত
-
সাদৃশ্য: কন্দদের সঙ্গে মধ্যভারতের ক্ষুদ্র জনগোষ্ঠী যেমন ভীল, কোল, মুন্ডা প্রভৃতির সাদৃশ্য বিদ্যমান
-
গোত্র ও দল: কন্দ জনগোষ্ঠী পাঁচটি দলে বিভক্ত, প্রতিটি দল ভিন্ন ভিন্ন গোত্র বা বংশের অন্তর্গত
-
পৌরাণিক ও পারিবারিক কাঠামো: কন্দ সমাজ পুরুষ প্রধান; পরিবারের পুত্রসন্তানরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী
-
ধর্ম ও পূজা: কন্দরা হিন্দুদের মতো বিভিন্ন দেবদেবীর পূজা করে; তাদের পারিবারিক দেবতাদের নামকরণ করা হয় যেমন ময়মুরুবিব, ত্রিনাথ ইত্যাদি
0
Updated: 4 weeks ago
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
Created: 1 month ago
A
ভারত
B
সোভিয়েত ইউনিয়ন
C
ভুটান
D
নেপাল
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ
বাংলাদেশ বিষয়াবলী
ভুটান
অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা
১৯৭১ সালের ৬ই ডিসেম্বর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে।
-
দ্বিতীয় দেশ: ভারত
-
তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ: পূর্ব জার্মানি, ১৯৭২ সালের ১১ জানুয়ারি
-
চতুর্থ দেশ: বুলগেরিয়া, ১৯৭২ সালের ১১ জানুয়ারি
-
পঞ্চম দেশ: পোল্যান্ড, ১৯৭২ সালের ১২ জানুয়ারি
-
প্রথম মুসলিম ও আফ্রিকান দেশ: সেনেগাল, ১ ফেব্রুয়ারি ১৯৭২
-
প্রথম উত্তর আমেরিকান দেশ: বার্বাডোস, ২০ জানুয়ারি ১৯৭২
সূত্র:
0
Updated: 1 month ago