সরকারি বিল কারা উত্থাপন করে?
A
সাধারণ সংসদ সদস্য
B
বিরোধী দলের নেতা
C
স্পিকার
D
মন্ত্রীরা
উত্তরের বিবরণ
বিল (Bill) সংক্রান্ত তথ্য:
-
সংজ্ঞা:
-
আইনের প্রাথমিক প্রস্তাবকে বিল বলা হয়।
-
আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে যে কোনো প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
-
-
বিলের প্রকার:
-
সরকারি বিল
-
বেসরকারি বিল
-
-
সরকারি বিল:
-
সরকারি বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয়।
-
সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিনের সময় প্রয়োজন।
-
-
বেসরকারি বিল:
-
সাধারণ সংসদ সদস্যরা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলা হয়।
-
বেসরকারি বিল উত্থাপনের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন।
-

0
Updated: 12 hours ago
দেশের নির্বাহী কার্যক্রম কার নেতৃত্বে পরিচালিত হয়?
Created: 5 days ago
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
মন্ত্রীপরিষদ সচিব
D
স্পীকার
প্রধানমন্ত্রী বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের নির্বাহী কার্যক্রমের প্রধান।
-
বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, যেখানে সরকারের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী।
-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের নির্বাহী কার্যক্রম পরিচালিত হয়।
-
জাতীয় সংসদের যে সদস্যকে সংখ্যাগরিষ্ঠ সংসদ-সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়, রাষ্ট্রপতি তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
-
সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাঁর পদে বহাল থাকবেন।
-
তবে সংসদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন হারালে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, অথবা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দিতে হয়।
-
প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তাঁর মন্ত্রিসভাও ভেঙে যায়।
-
এজন্য প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়।
-
তিনি একই সাথে সংসদের নেতা এবং সরকারপ্রধান।
উৎস:

0
Updated: 5 days ago
নিচের কোনটি বিরোধী দলের কাজ?
Created: 15 hours ago
A
গঠনমূলক সমালোচনা
B
প্রার্থী মনোনয়ন
C
রাজনৈতিক সংযোগ সাধন
D
সবগুলো
বিরোধী দলের প্রধান কাজসমূহ
-
গঠনমূলক সমালোচনা:
-
গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করে।
-
সরকারের ত্রুটি বা বিচ্যুতি জনসাধারণের সামনে তুলে ধরে।
-
সমালোচনার মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণে রাখে এবং অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রতিরোধ করে।
-
-
প্রার্থী মনোনয়ন:
-
নির্বাচনের সময় বিরোধী দল তাদের আদর্শ ও নীতি অনুযায়ী প্রার্থী মনোনয়ন করে।
-
প্রার্থীর সমর্থনে প্রচার কার্য চালায়।
-
নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
-
-
গণতন্ত্র রক্ষা:
-
গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।
-
বিভিন্ন মতের সংমিশ্রণ নিশ্চিত করে।
-
শক্তিশালী বিরোধী দল না থাকলে সরকার স্বৈরাচারী হয়ে যেতে পারে।
-
-
রাজনৈতিক সংযোগ সাধন:
-
জনগণের দাবি ও মতামত সরকারের কাছে পৌঁছে দেয়।
-
জনগণের সাথে সরকারের সংযোগ বৃদ্ধিতে সহায়তা করে।
-
-
জবাবদিহিতা নিশ্চিত করা:
-
মন্ত্রিসভা তাদের কার্যকলাপের জন্য আইনসভায় দায়ী থাকে।
-
বিরোধীদল মন্ত্রীর নীতি ও সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করতে পারে।
-
মন্ত্রীদের উত্তর দেওয়ার বাধ্যবাধকতা থাকে।
-
-
রাজনৈতিক সামাজিকীকরণ:
-
জনগণকে রাজনীতির সাথে সংযুক্ত করে।
-
ভোটের গুরুত্ব ও অন্যান্য রাজনৈতিক বিষয়ে সচেতন করে।
-

0
Updated: 15 hours ago
নবযুগ তেভাগা খামার কে প্রতিষ্ঠা করেন?
Created: 12 hours ago
A
শামসুল আলম
B
ড. মুহাম্মদ ইউনূস
C
জাফরুল্লাহ চৌধুরী
D
আবদুল লতিফ সিদ্দিকী
নবযুগ তেভাগা খামার
-
প্রতিষ্ঠাতা: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
-
প্রতিষ্ঠাবর্ষ: ১৯৭৪।
-
প্রকল্পের উদ্দেশ্য: সমাজের নিম্নবিত্ত কৃষকদের জন্য ব্যাংকঋণ ও আধুনিক খামার ব্যবস্থার প্রবর্তন।
-
প্রাথমিক গবেষণা: ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকা অবস্থায় জোবরা ও সংলগ্ন গ্রামে মাঠ গবেষণা চালান, যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন নিম্নবিত্ত কৃষকদের ঋণ গ্রহণের সম্ভাব্যতা।
-
খামারের তেভাগা পদ্ধতি:
-
জমির মালিক: ফসলের ১/৩ অংশ পান।
-
বীজ ও সার প্রদানকারী: ১/৩ অংশ পান।
-
চাষ, পানি ও অন্যান্য শ্রম দানকারী: ১/৩ অংশ পান।
-
-
পরবর্তী অবস্থা: সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় এই খামার অধিগ্রহণ করে।

0
Updated: 12 hours ago