বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন -
A
প্রধানমন্ত্রী
B
স্পিকার
C
রাষ্ট্রপতি
D
যে কেউ করতে পারে
উত্তরের বিবরণ
বাংলাদেশে সংসদ আহ্বান ও রাষ্ট্রপতির ভূমিকা (সংবিধান ৭২ অনুচ্ছেদ অনুযায়ী)
-
সংসদ আহ্বান: জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে, কিন্তু প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী এটি বাস্তবায়ন করবেন।
-
প্রথম অধিবেশন ও নতুন বছরের ভাষণ: নতুন সংসদের প্রথম অধিবেশন এবং নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন।
-
ভাষণের আলোচনা: রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হয়।
-
সংসদ মুলতবি ও ভাঙ্গা: রাষ্ট্রপতি সংসদ মুলতবি রাখতে পারেন, এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে সংসদ ভেঙ্গে দিতে পারেন।
-
বিরল পরিস্থিতি: কিছু বিশেষ পরিস্থিতিতে যেমন রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ায়, স্পিকার সংসদ আহ্বান করতে পারেন।
0
Updated: 1 month ago
সুপ্রিম কোর্টের বিভাগ কোনগুলো?
Created: 1 month ago
A
আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ
B
দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত
C
জেলা আদালত ও মেট্রোপলিটন আদালত
D
বিশেষ ট্রাইব্যুনাল ও হাইকোর্ট বিভাগ
সুপ্রিম কোর্ট বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালত, যা দেশের ন্যায়বিচার ব্যবস্থার শীর্ষ সংস্থা হিসেবে কাজ করে।
-
সুপ্রিম কোর্টের দুটি বিভাগ রয়েছে— আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ।
-
সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি থাকেন, যাকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন।
-
প্রতিটি বিভাগের জন্য যতজন বিচারক প্রয়োজন, ততজন বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়।
-
প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি দুই বিভাগের অন্যান্য বিচারক নিযুক্ত করেন।
-
প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারক বিচার কার্য পরিচালনায় সম্পূর্ণ স্বাধীন।
-
সুপ্রিম কোর্টের বিচারক হতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
-
যোগ্যতার জন্য প্রয়োজন—
-
কমপক্ষে ১০ বছর অ্যাডভোকেট হিসেবে অভিজ্ঞতা, অথবা
-
বাংলাদেশে বিচার বিভাগীয় পদে ১০ বছর বিচারক হিসেবে অভিজ্ঞতা।
-
-
সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে কর্মরত থাকতে পারেন।
উৎস:
0
Updated: 1 month ago
কোনটির মাধ্যমে মুদ্রাস্ফীতি বন্ধ হয়?
Created: 1 month ago
A
পণ্যের দাম কমা
B
মূলধনের জোগান কমা
C
মুনাফার হার কমা
D
সরকারি ব্যয় হ্রাস
মুদ্রাস্ফীতি (Inflation)
-
সংজ্ঞা:
-
মুদ্রাস্ফীতি ঘটে যখন পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ অতিরিক্ত বেড়ে যায়।
-
অর্থাৎ বাজারে উৎপাদনের তুলনায় টাকা বেশি থাকলে মুদ্রার মান হ্রাস পায় এবং পণ্যের মূল্য বৃদ্ধি পায়।
-
একই পরিমাণ পণ্যের জন্য আগে চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়।
-
-
মুদ্রা সংকোচন:
-
উৎপাদনের তুলনায় বাজারে মুদ্রার সরবরাহ কমে গেলে মুদ্রা সংকোচন হয়।
-
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়
-
মুদ্রার পরিমাণ সীমিত করা:
-
ব্যাংক থেকে ঋণের পরিমাণ কমানো।
-
সরকারি ব্যয় হ্রাস করা।
-
-
মূল্য নিয়ন্ত্রণ:
-
পণ্যের সর্বোচ্চ বিক্রয়মূল্য নির্ধারণ।
-
ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র ও রেশনিং ব্যবস্থা চালু করা।
-
-
শ্রমিক ও মজুরি:
-
শ্রমিকদের অতিরিক্ত মজুরি বৃদ্ধির চাপ কমানো।
-
মজুরি ও উৎপাদন ব্যয়ের ভারসাম্য রাখা।
-
-
মুদ্রা সংস্কার:
-
চরম মুদ্রাস্ফীতির সময় পুরাতন নোট বাতিল করে নতুন নোট চালু করা।
-
-
কর ও সুদের মাধ্যমে নিয়ন্ত্রণ:
-
কর বৃদ্ধি করলে জনগণের ব্যয় কমে সামগ্রিক চাহিদা হ্রাস পায়।
-
ব্যাংকের সুদের হার বৃদ্ধি বিনিয়োগ সংকুচিত করে।
-
-
বিনিময় ও আমদানি বৃদ্ধি:
-
বিদেশ থেকে ভোগ্যপণ্য ও বিনিয়োগ দ্রব্য আমদানি করে বাজারে সরবরাহ বৃদ্ধি।
-
এতে সামগ্রিক যোগান-চাহিদার ভারসাম্য বজায় রেখে মুদ্রাস্ফীতি হ্রাস পায়।
-
উৎস: অর্থনীতি ২য় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
প্রধানমন্ত্রীর পদত্যাগের ফলে কী ঘটে?
Created: 1 month ago
A
সংসদ ভেঙে যায়
B
মন্ত্রিসভা ভেঙে যায়
C
নতুন নির্বাচন হয়
D
রাষ্ট্রপতি পদ শূন্য হয়
প্রধানমন্ত্রী
-
বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, যেখানে দেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
-
দেশের নির্বাহী কার্যক্রম প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়।
-
সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
-
সংবিধান অনুসারে, প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।
-
সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে প্রধানমন্ত্রীকে:
-
পদত্যাগ করতে হয়, অথবা
-
সংসদ ভেঙে দেবার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দিতে হয়।
-
-
প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভাও ভেঙে যায়।
-
তাই প্রধানমন্ত্রীকে বলা হয় “সরকারের স্তম্ভ”।
-
তিনি একইসাথে সংসদের নেতা ও সরকারপ্রধান।
0
Updated: 1 month ago