সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়?
A
১৫ দিন
B
২০ দিন
C
৪৫ দিন
D
৩০ দিন
উত্তরের বিবরণ
বাংলাদেশে সংসদ আহ্বানের সময়সীমা (অনুচ্ছেদ ৭২ অনুযায়ী):
-
নির্বাচনের ফলাফল ঘোষণার পর ত্রিশ (৩০) দিনের মধ্যে রাষ্ট্রপতির কর্তব্য হলো নতুন সংসদ আহ্বান করা।
-
অর্থাৎ, নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর এক মাসের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু করতে হবে।
-
সংসদ সাধারণত ৫ বছরের মেয়াদের হয়; তবে যুদ্ধের সময় এটি এক বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
-
নির্বাচনের পর ত্রিশ দিনের মধ্যে সংসদ আহ্বান না করলে সংবিধান লঙ্ঘিত হয় এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য সমস্যা সৃষ্টি হতে পারে।
উল্লেখযোগ্য:
-
এটি একটি বাধ্যতামূলক সাংবিধানিক দায়িত্ব, যা নির্বাচনের বৈধতা ও সংসদীয় শাসন নিশ্চিত করে।
0
Updated: 1 month ago
‘গেরিলা’ চলচ্চিত্রের কাহিনি কোন উপন্যাস অবলম্বনে নির্মিত?
Created: 1 month ago
A
নিষিদ্ধ লোবান
B
আর্তনাদ
C
আলোহারা
D
আগুনের পরশমণি
বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের ধারায় “গেরিলা” ২০১১ সালে মুক্তি পায়। এটি সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে নির্মিত এবং মুক্তিযুদ্ধের বাস্তবতা ও সাহসী সংগ্রামের কাহিনি উপস্থাপন করে।
-
গেরিলা চলচ্চিত্রটি ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত।
-
এটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ।
-
চলচ্চিত্রের কাহিনি সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ অবলম্বনে নির্মিত।
-
চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ ও এবাদুর রহমান।
-
মুক্তির পর চলচ্চিত্রটি বিপুল প্রশংসা অর্জন করে এবং মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার মধ্যে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়।
0
Updated: 1 month ago
ISPR-এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Inter-Security Public Relations
B
Inter-Services Public Relations
C
Internal Services Public Regulation
D
International Strategic Public Relations
ISPR বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও অন্যান্য আন্তঃবাহিনী সংস্থার প্রচার ও জনসংযোগ কাজ পরিচালনার প্রধান সংস্থা।
-
পূর্ণরূপ: Inter-Services Public Relations (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর)
-
প্রতিষ্ঠা: স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত।
-
অফিস ভবন: পুরাতন লগ এরিয়া সদর দপ্তর ভবন, ঢাকা সেনানিবাস।
-
মূল কাজ:
-
সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংস্থার কার্যক্রম সংবাদপত্র, বেতার, টেলিভিশনসহ বিভিন্ন প্রচার মাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করা।
-
প্রচারণার উদ্দেশ্যে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করা।
-
0
Updated: 1 month ago
জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভগুলো দ্বারা কোন সময়কালকে প্রতীকায়িত করা হয়েছে?
Created: 1 month ago
A
১৯৪৭-১৯৭১
B
১৯৫২-১৯৭১
C
১৯৫০-১৯৭১
D
১৯৬২-১৯৭১
জাতীয় স্মৃতিসৌধ
-
জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত ঢাকা থেকে প্রায় ২৫ কি. মি. দূরে, সাভার থানার নবীনগরে।
-
এটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য।
-
স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট।
-
নির্মাণ কাজ ১৯৮২ সালের আগস্ট মাসে সম্পন্ন হয়।
-
মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন।
-
মূল সৌধ গঠিত কংক্রিট নির্মিত ৭ টি ত্রিভূজাকৃতির স্তম্ভ দিয়ে।
-
স্মৃতিসৌধে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে তুলে ধরা হয়েছে সাতটি গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯৫২ সালের ভাষা আন্দোলন
-
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন
-
১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন
-
১৯৬২ সালের শিক্ষা আন্দোলন
-
১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
-
১৯৬৯ সালের গণ-অভ্যূত্থান
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
-
0
Updated: 1 month ago