সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়?
A
১৫ দিন
B
২০ দিন
C
৪৫ দিন
D
৩০ দিন
উত্তরের বিবরণ
বাংলাদেশে সংসদ আহ্বানের সময়সীমা (অনুচ্ছেদ ৭২ অনুযায়ী):
-
নির্বাচনের ফলাফল ঘোষণার পর ত্রিশ (৩০) দিনের মধ্যে রাষ্ট্রপতির কর্তব্য হলো নতুন সংসদ আহ্বান করা।
-
অর্থাৎ, নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর এক মাসের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু করতে হবে।
-
সংসদ সাধারণত ৫ বছরের মেয়াদের হয়; তবে যুদ্ধের সময় এটি এক বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
-
নির্বাচনের পর ত্রিশ দিনের মধ্যে সংসদ আহ্বান না করলে সংবিধান লঙ্ঘিত হয় এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য সমস্যা সৃষ্টি হতে পারে।
উল্লেখযোগ্য:
-
এটি একটি বাধ্যতামূলক সাংবিধানিক দায়িত্ব, যা নির্বাচনের বৈধতা ও সংসদীয় শাসন নিশ্চিত করে।

0
Updated: 12 hours ago
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
১০০তম
B
১০২তম
C
১০৪তম
D
১০৭তম
ফিফা র্যাঙ্কিং (নারী ফুটবল)
-
নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৪ ধাপ এগিয়েছে।
-
১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১০৪তম স্থানে অবস্থান করছে।
-
বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে +৮০.৫১।
-
ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ এবং সর্বাধিক পয়েন্ট (+৮০.৫১) অর্জন করেছে বাংলাদেশ দল।
উল্লেখযোগ্য:
-
গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম।
-
এরপর ২৯ জুন বাহরাইনকে হারায় (৩৬ ধাপ এগিয়ে থাকা) এবং ২ জুলাই মিয়ানমারকে হারায় (৭৩ ধাপ এগিয়ে থাকা)।
-
প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখায় পিটার বাটলারের দল।
-
এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]

0
Updated: 1 week ago
সর্বোচ্চ কত শতাংশ মন্ত্রী সংসদ সদস্য না হয়েও নিয়োগ পেতে পারেন?
Created: 8 hours ago
A
৫%
B
৮%
C
১০%
D
১৫%
বাংলাদেশের সংবিধানে মন্ত্রিপরিষদের গঠন নিয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের প্রাধান্য নিশ্চিত করা। সংবিধানের অনুচ্ছেদ ৫৬(২) অনুযায়ী মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্য সংসদ সদস্যদের মধ্য থেকে নিয়োগ পেতে হবে।
-
সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের অন্তত নয়-দশমাংশ (৯০%) সংসদ সদস্য হতে হবে।
-
এভাবে নিশ্চিত করা হয় যে তাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রত্যাশা প্রতিফলিত করবেন।
-
মন্ত্রিপরিষদের বাকি সর্বোচ্চ দশ শতাংশ (১০%) সদস্য হতে পারেন এমন ব্যক্তি, যারা সরাসরি সংসদ সদস্য নন কিন্তু সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন।

0
Updated: 8 hours ago
National Academy for Primary Education কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঢাকা
B
গাজীপুর
C
ময়মনসিংহ
D
পাবনা
National Academy for Primary Education (নেপ):
-
অবস্থান: ময়মনসিংহ।
-
প্রতিষ্ঠা: নেপ সর্বপ্রথম ১৯৬৯ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
-
মহান স্বাধীনতার পর: ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজগুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে কার্যক্রম শুরু করে।
-
১৯৭৮ সালে: ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশন "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।
-
১৯৮৫ সালে: এর নামকরণ করা হয় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।
-
২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।
সূত্র: নেপ ওয়েবসাইট

0
Updated: 1 month ago