১৯৮৮ সালে বাংলাদেশ কোন দুই অপারেশনে অংশগ্রহণ করে?
A
UNTAG ও UNAMIR
B
UNIIMOG ও UNTAG
C
UNOSOM ও UNMISS
D
UNPROFOR ও UNMIK
উত্তরের বিবরণ
বাংলাদেশের শান্তিরক্ষা মিশন:
-
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
-
১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী গঠন করা হয়।
-
এটি বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার জন্য নিয়োজিত।
-
-
বাংলাদেশের অংশগ্রহণ:
-
১৯৭৪ সালে বাংলাদেশ ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগ দেয়।
-
১৯৮৮ সাল থেকে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠাচ্ছে।
-
প্রথমবার অংশগ্রহণ: ১৯৮৮ সালে দুটি অপারেশন—
-
ইরাক-ইরান যুদ্ধের শান্তি রক্ষার জন্য UNIIMOG
-
নামিবিয়ার জন্য UNTAG
-
-
UNIIMOG মিশনে প্রেরিত সদস্য সংখ্যা: ১৫ জন
-
-
উল্লেখযোগ্য বিষয়:
-
বাংলাদেশী সৈন্যরা শান্তি প্রতিষ্ঠা, ত্রাণ কার্যক্রম ও বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
-

0
Updated: 12 hours ago
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন সিনেমা বিশেষ স্বীকৃতি পেয়েছে? [আগস্ট - ২০২৫]
Created: 15 hours ago
A
গেরিলা
B
মাটির ময়না
C
আলী
D
মুক্তি
৭৮তম কান চলচ্চিত্র উৎসব – ২০২৫
-
আয়োজক ও স্থান: ১২–২৩ মে ২০২৫, কান শহর, ফ্রান্স
-
উল্লেখযোগ্য পুরস্কার:
-
স্বর্ণপাম: It Was Just an Accident, পরিচালনা: জাফর পানাহি
-
সেরা পরিচালক: ক্রেবার মেনডোরসে ফিল (The Secret Agent)
-
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি (Little Sister)
-
সেরা অভিনেতা: ওয়ানার মাউরা (The Secret Agent)
-
বাংলাদেশের অর্জন:
-
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় স্পেশাল মেনশন: আলী (পরিচালনা: আদনান আল রাজীব)
-
সিনেমার গল্প: নারীকণ্ঠে গান গাইতে পারে এমন এক কিশোরকে কেন্দ্র করে।

0
Updated: 15 hours ago
বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান- [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
১ম
B
২য়
C
৩য়
D
৪র্থ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন
-
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয় ১৯৪৮ সালে।
-
জাতিসংঘের নিজস্ব শান্তিরক্ষা বাহিনী নেই; সদস্য সংগ্রহ করা হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে।
-
১৯৮৮ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।
-
১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে:
-
ইরাক-ইরান (UNIIMOG)
-
নামিবিয়া (UNTAG)
-
-
UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী কার্যক্রমে অংশগ্রহণ করে।
উল্লেখযোগ্য তথ্য:
-
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠানো দেশ হলো নেপাল।
-
নেপালের মোট শান্তিরক্ষী: ৬,১১৯ জন
-
-
দ্বিতীয় অবস্থানে আছে রুয়ান্ডা।
-
বাংলাদেশ তৃতীয় অবস্থানে, পাঁচ হাজার ৬৮৬ জন শান্তিরক্ষী পাঠানো সহ।

0
Updated: 1 week ago
কোনাে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
Created: 15 hours ago
A
১০৩নং অনুচ্ছেদ
B
১০২নং অনুচ্ছেদ
C
১০৫নং অনুচ্ছেদ
D
১০৪নং অনুচ্ছেদ
মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে বাংলাদেশ সংবিধান হাইকোর্টকে মামলা গ্রহণ ও আদেশ দেওয়ার ক্ষমতা প্রদান করেছে, যা সংবিধানের ১০২নং অনুচ্ছেদের মাধ্যমে প্রযোজ্য। এটি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সংবিধানিক উপায়।
প্রধান তথ্যগুলো হলো:
-
মৌলিক অধিকার বলবৎকরণ:
-
৪৪(১) নং অনুচ্ছেদ: এই অনুচ্ছেদের অধীনে প্রদত্ত অধিকারসমূহ রক্ষা করার জন্য হাইকোর্টে মামলা দায়েরের অধিকার নিশ্চিত করা হয়েছে।
-
৪৪(২) নং অনুচ্ছেদ: হাইকোর্টের ক্ষমতা ক্ষুণ্ণ না করে সংসদ আইন দ্বারা অন্য আদালতকে হাইকোর্টের এখতিয়ার সীমার মধ্যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা প্রদান করা যেতে পারে।
-
-
অনুচ্ছেদ ১০২: সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের অধীনে হাইকোর্টে মামলা বা রিট দায়ের করার ক্ষমতা প্রদান করা হয়েছে।
অন্য সংবিধানিক বিধানসমূহ:
-
১০৩: আপীল বিভাগের এখতিয়ার
-
১০৪: আপীল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ
-
১০৫: আপীল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা

0
Updated: 15 hours ago