On arriving England, Gulliver decided to spend his time:
A
In reading
B
In research
C
In his garden at Redriff
D
None of A, B, and C
উত্তরের বিবরণ
Gulliver যখন Houyhnhnms-এর দেশ থেকে শেষবার ইংল্যান্ডে ফেরে, তখন সে মানুষের প্রতি গভীর ঘৃণা অনুভব করে, কারণ সে তাদের despicable Yahoos হিসেবে দেখে।নিজের পরিবারের উপস্থিতিও সে সহ্য করতে পারে না।
• এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে, সে দুটি ঘোড়া কেনে এবং প্রতিদিন অন্তত চার ঘণ্টা তাদের সঙ্গে stables-এ কথা বলে কাটায়।
• তার অন্যান্য প্রধান কাজ, যা সে বইয়ের শেষে উল্লেখ করে, হলো তার household পরিচালনা করা এবং Redriff-এ তার বাড়ির garden-এ কাজ করা।
• এই সব কাজের মাধ্যমে সে যতটা সম্ভব মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে পারে।
0
Updated: 1 month ago
How did Gulliver feel when the giant flies and wasps attacked him?
Created: 2 months ago
A
He was terrified and helpless
B
He fought bravely with his sword
C
He hid under Glumdalclitch’s bed
D
He ignored them as harmless
গালিভার এত ছোট হওয়ায় সাধারণ মাছি ও বোলতার মতো পোকাও তার জন্য ভয়ংকর হয়ে ওঠে। অনেক সময় তাকে কামড়ায় বা আক্রমণ করে। এসব মুহূর্তে গালিভার ভীষণ ভীত হয় এবং নিজেকে অসহায় মনে করে। এতে আকারের বৈপরীত্য আরও স্পষ্ট হয়।
1
Updated: 2 months ago
How did Gulliver react to the giant women in Brobdingnag?
Created: 2 months ago
A
He admired their beauty
B
He felt disgust and fear
C
He wanted to marry one
D
He ignored them completely
গালিভার দৈত্যাকার নারীদের কাছে খুব অস্বস্তি বোধ করত। তাদের ত্বকের দাগ, নিঃশ্বাসের গন্ধ ও বিশাল শরীর তাকে ভয় পাইয়ে দিত। যা স্বাভাবিক মানুষের চোখে সুন্দর মনে হতে পারে, তার কাছে তা ছিল ভীতিকর। এতে সুইফট সৌন্দর্যের আপেক্ষিকতা দেখিয়েছেন।
1
Updated: 2 months ago
What did Laputa mainly symbolize in Swift’s satire?
Created: 2 months ago
A
Glory of mathematics
B
Misuse of abstract science
C
Peaceful life of musicians
D
A perfect scientific utopia
লাপুটায় মানুষরা কেবল গণিত ও সঙ্গীত নিয়ে ব্যস্ত ছিল। বাস্তব জীবনের কৃষি, শিল্প বা প্রশাসন অবহেলিত ছিল। এর মাধ্যমে সুইফট দেখিয়েছেন—অতিরিক্ত বিমূর্ত বিজ্ঞানচর্চা মানুষের বাস্তব জীবনকে ধ্বংস করে। এটি মূলত ইউরোপীয় বিজ্ঞানীদের অকার্যকর গবেষণার প্রতি ব্যঙ্গ।
0
Updated: 2 months ago