“Gulliver’s Travels” is a:
A
Political Work
B
Real Character
C
Allegorical Work
D
None of A, B, and C
উত্তরের বিবরণ
Gulliver's Travels can be understood on multiple levels, but its literary nature is best described as an allegorical work.
-
An allegory is a story in which the characters, settings, and events symbolize abstract ideas or real-world issues.
-
In Gulliver's Travels, the different lands Gulliver visits are not merely fantastical; they are allegorical representations that satirize English society, politics, science, and human nature.
-
The book also functions as a political work, especially as a satire of the Whig government of Swift’s time.
-
However, the allegorical aspect is the broader literary framework through which Swift delivers his political and social commentary.
Therefore, while it is correct to say the book is political, describing it as political allegory is more fundamental and comprehensive, capturing both its literary and satirical purposes.

0
Updated: 13 hours ago
How did Gulliver finally arrive in Lilliput?
Created: 3 weeks ago
A
He swam ashore after his ship sank
B
He was rescued by Lilliputian boats
C
He drifted in a small lifeboat
D
He was carried by sea waves unconscious
গালিভারের জাহাজ ঝড়ে ডুবে যায়। কিছু নাবিক মারা যায়, বাকিরা হারিয়ে যায়। গালিভার সাঁতরে প্রাণ বাঁচায় এবং অবশেষে ক্লান্ত অবস্থায় লিলিপুটের তীরে পৌঁছায়। যদিও মনে হয় সে হয়তো নৌকা বা ঢেউয়ে এসেছে, আসল সত্য হলো সে সাঁতার কেটে দ্বীপে পৌঁছেছিল।

2
Updated: 3 weeks ago
Why did the King of Brobdingnag and the King of Luggnagg differ in attitude?
Created: 3 weeks ago
A
One rejected violence, the other valued honesty
B
One was cruel, the other was generous
C
One loved wealth, the other hated it
D
One wanted science, the other ignored it
ব্রবডিংনাগের রাজা গানপাউডার শুনে সেটিকে নিষ্ঠুর অস্ত্র বলে প্রত্যাখ্যান করেন। অন্যদিকে লাগনাগের রাজা গালিভারের সততা দেখে তাকে রক্ষা করেন এবং জাপানে পাঠান। উভয় রাজাই ভিন্নভাবে নৈতিকতার উদাহরণ তৈরি করেছেন। এতে সুইফট আদর্শ শাসকের রূপ এঁকেছেন।

0
Updated: 3 weeks ago
How did Gulliver learn the Houyhnhnms’ language?
Created: 3 weeks ago
A
By practicing with the Yahoos
B
By studying their books
C
By living with a kind master horse
D
By listening secretly in meetings
গালিভারকে এক হুইনহ্নিম পরিবারের ঘোড়া আশ্রয় দেয়। সেই ঘোড়ার সঙ্গে থেকে সে তাদের ভাষা শেখে। সময়ের সঙ্গে সে এতটাই দক্ষ হয়ে ওঠে যে আলোচনায় অংশ নিতে পারে। এটি তাকে হুইনহ্নিম সমাজ বুঝতে সাহায্য করে।

1
Updated: 3 weeks ago