বাংলাদেশের সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী কয়টি সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান রয়েছে?
A
সর্বদা একটি
B
সর্বোচ্চ দুটি
C
এক বা একাধিক
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
অনুচ্ছেদ ১৩৭: সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা
-
উদ্দেশ্য: বাংলাদেশের জন্য সরকারি কর্ম কমিশন (Public Service Commission) প্রতিষ্ঠার বিধান।
-
কাঠামো:
-
আইনের মাধ্যমে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যাবে।
-
প্রতিটি কমিশনের একজন সভাপতি এবং আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য সদস্য থাকবেন।
-
-
ফাংশন: সরকারি চাকরিতে নিয়োগ ও সম্পর্কিত নীতিমালা প্রণয়নে কমিশনের দায়িত্ব নির্ধারিত।
সংক্ষিপ্ত তথ্য – বাংলাদেশের সংবিধান:
-
গৃহীত: ৪ নভেম্বর, ১৯৭২
-
কার্যকর: ১৬ ডিসেম্বর, ১৯৭২
-
মোট অনুচ্ছেদ: ১৫৩
-
ভাগ/অধ্যায়: ১১টি

0
Updated: 14 hours ago
সংবিধানের কোন অনুচ্ছেদের ভিত্তিতে সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসরণ করে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হয়?
Created: 8 hours ago
A
১১১নং অনুচ্ছেদ
B
১০৬নং অনুচ্ছেদ
C
১১০নং অনুচ্ছেদ
D
১০৯নং অনুচ্ছেদ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধানের ১০৬ নং অনুচ্ছেদের প্রেক্ষিতে কার্যক্রম শুরু করে। এই অনুচ্ছেদ সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক ক্ষমতা সম্পর্কিত বিধান নির্ধারণ করে, যা রাষ্ট্রপতি আইনগত ও জনগুরুত্বপূর্ণ প্রশ্নে আদালতের মতামত গ্রহণের সুযোগ প্রদান করে।
-
ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হয় সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ভিত্তিতে।
-
১০৬ নং অনুচ্ছেদ: সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার
-
রাষ্ট্রপতির নিকট যদি এমন কোন প্রশ্ন উত্থাপিত হয় বা সম্ভাবনা দেখা দেয় যা জনগুরুত্বপূর্ণ, তাহলে তিনি তা আপীল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারেন।
-
আপীল বিভাগ নিজ বিবেচনায় উপযুক্ত শুনানি শেষে রাষ্ট্রপতিকে মতামত জ্ঞাপন করে।
-
-
অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
১০৯ নং অনুচ্ছেদ: আদালতসমূহের উপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ।
-
১১০ নং অনুচ্ছেদ: অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
১১১ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলকতা।
-

0
Updated: 8 hours ago
কোনাে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
Created: 15 hours ago
A
১০৩নং অনুচ্ছেদ
B
১০২নং অনুচ্ছেদ
C
১০৫নং অনুচ্ছেদ
D
১০৪নং অনুচ্ছেদ
মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে বাংলাদেশ সংবিধান হাইকোর্টকে মামলা গ্রহণ ও আদেশ দেওয়ার ক্ষমতা প্রদান করেছে, যা সংবিধানের ১০২নং অনুচ্ছেদের মাধ্যমে প্রযোজ্য। এটি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সংবিধানিক উপায়।
প্রধান তথ্যগুলো হলো:
-
মৌলিক অধিকার বলবৎকরণ:
-
৪৪(১) নং অনুচ্ছেদ: এই অনুচ্ছেদের অধীনে প্রদত্ত অধিকারসমূহ রক্ষা করার জন্য হাইকোর্টে মামলা দায়েরের অধিকার নিশ্চিত করা হয়েছে।
-
৪৪(২) নং অনুচ্ছেদ: হাইকোর্টের ক্ষমতা ক্ষুণ্ণ না করে সংসদ আইন দ্বারা অন্য আদালতকে হাইকোর্টের এখতিয়ার সীমার মধ্যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা প্রদান করা যেতে পারে।
-
-
অনুচ্ছেদ ১০২: সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের অধীনে হাইকোর্টে মামলা বা রিট দায়ের করার ক্ষমতা প্রদান করা হয়েছে।
অন্য সংবিধানিক বিধানসমূহ:
-
১০৩: আপীল বিভাগের এখতিয়ার
-
১০৪: আপীল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ
-
১০৫: আপীল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা

0
Updated: 15 hours ago
সংবিধানের কোন অনুচ্ছেদে জনগণের সেবা করাকে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্তব্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে?
Created: 12 hours ago
A
২০নং
B
১৯(১)নং
C
২১নং
D
২২নং
বাংলাদেশ সংবিধান, অনুচ্ছেদ ২১ – নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য:
-
নাগরিকদের কর্তব্য:
-
সংবিধান ও আইন মান্য করা।
-
শৃঙ্খলা রক্ষা করা।
-
নাগরিক দায়িত্ব পালন করা।
-
জাতীয় সম্পত্তি রক্ষা করা।
-
-
সরকারি কর্মচারীদের কর্তব্য:
-
সর্বদা জনগণের সেবা করার চেষ্টা করা।
-
প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত থাকাকালীন কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা।
-
সংযুক্ত অনুচ্ছেদ:
-
১৯(১) – সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য।
-
২০ – অধিকার ও কর্তব্য হিসেবে কর্ম।
-
২২ – নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ।

0
Updated: 12 hours ago