সংবিধানের কোন ভাগে নির্বাচনের কথা উল্লেখ আছে?
A
চতুর্থ
B
অষ্টম
C
সপ্তম
D
নবম
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের ভাগসমূহ
বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ রয়েছে। প্রতিটি ভাগের বিষয়বস্তু নিম্নরূপ:
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
নবম-ক ভাগ: জরুরি বিধানাবলী
-
-
দশম ভাগ: সংবিধান সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ

0
Updated: 14 hours ago
বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?
Created: 1 week ago
A
২০১০ সালে
B
২০১২ সালে
C
২০০৯ সালে
D
২০১৬ সালে
জাতীয় শুদ্ধাচার কৌশল (National Integrity Strategy):
-
বাংলাদেশ সরকার ২০১২ সালে দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই কৌশল প্রণয়ন করে।
-
কৌশলে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারের শুদ্ধাচার প্রতিষ্ঠায় ভূমিকা সংজ্ঞায়িত করা হয়েছে।
-
শুদ্ধাচার বলতে বোঝানো হয়েছে নৈতিকতা ও সততার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতা।
উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
রাষ্ট্রবিজ্ঞানী জন অস্টিনের মতে আইনের উৎস কয়টি?
Created: 1 week ago
A
১টি
B
২টি
C
৪টি
D
৬টি
-
জন অস্টিন আইনের দৃষ্টবাদী তত্ত্বের কঠোর সমর্থক ছিলেন। তার মতে, আইনের একমাত্র উৎস হলো ‘সার্বভৌমের আদেশ’ (Sovereign Command)।
আইন:
-
আইন হলো ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণমূলক নিয়মের সমষ্টি, যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।
-
জন অস্টিনের মতে আইনের উৎস মাত্র ১টি:
১. সার্বভৌমের আদেশ। -
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ৬টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা -
ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 1 week ago
‘আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব’- উক্তিটির রচয়িতা কে?
Created: 1 week ago
A
মুনির চৌধুরী
B
জহির রায়হান
C
সৈয়দ শামসুল হক
D
হাসান হাফিজুর রহমান
‘আরেক ফাল্গুন’ উপন্যাস
-
বিখ্যাত উক্তি: "আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।"
-
উপন্যাসটি রচনা করেছেন জহির রায়হান, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে।
-
প্রকাশিত হয় ১৯৬৮ সালে।
-
মূল বিষয়: ১৯৪৮ থেকে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, এবং তাদের প্রেম-প্রণয়।
-
বিখ্যাত সংলাপের মাধ্যমে উপন্যাসের সমাজ ও আন্দোলনভিত্তিক প্রেক্ষাপট ফুটে উঠেছে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
মুমিন
-
আসাদ
-
রসুল
-
সালমা
জহির রায়হান
-
জন্ম: ১৯৩৫ সালে ফেনী জেলার মজিপুর গ্রামে।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
-
তিনি ছিলেন চলচ্চিত্র নির্মাতা এবং লেখক।
-
হাজার বছর ধরে উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেছেন।
-
১৯৭২ সালে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়।
জহির রায়হানের রচিত উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
শেষ বিকেলের মেয়ে
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কত দিন
-
কয়েকটি মৃত্যু
তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ:
-
সোনার কাজল
-
কাঁচের দেয়াল
-
বেহুলা
-
জীবন থেকে নেয়া
-
আনোয়ারা
-
সঙ্গম
-
বাহানা

0
Updated: 1 week ago