সংবিধানের ১০০নং অনুচ্ছেদ অনুসারে, রাজধানী ছাড়া অন্য কোথাও হাইকোর্ট বিভাগের অধিবেশন আয়োজন করতে হলে কার অনুমতি প্রয়োজন?
A
প্রধানমন্ত্রীর
B
আইনমন্ত্রীর
C
রাষ্ট্রপতির
D
স্পিকারের
উত্তরের বিবরণ
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
-
প্রতিষ্ঠা: ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর।
-
সংবিধান অনুযায়ী: ষষ্ঠ ভাগে সুপ্রীম কোর্টের এখতিয়ার বর্ণিত।
-
অনুচ্ছেদ ৯৪(১): সুপ্রীম কোর্ট গঠিত হবে দুই বিভাগে – আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ।
-
উভয় বিভাগের পৃথক এখতিয়ার রয়েছে।
-
-
স্থায়ী আসন: রাজধানী ঢাকা (অনুচ্ছেদ ১০০)।
-
প্রধান বিচারপতি রাষ্ট্রপতির অনুমোদন পেলে অন্য স্থানেও হাইকোর্ট বিভাগের অধিবেশন আয়োজন করতে পারেন।
-
-
উৎস: সংবিধান ও সংসদ কর্তৃক পাশকৃত সাধারণ আইন।
-
স্মরণ: ২০১৭ সাল থেকে ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালিত।
0
Updated: 1 month ago
বাংলাদেশে কবে প্রথম জাতীয় ঔষধ নীতি প্রণীত হয়?
Created: 1 month ago
A
১৯৮২ সালে
B
১৯৮৩ সালে
C
১৯৮৪ সালে
D
১৯৮৫ সালে
জাতীয় ঔষধনীতি
-
প্রাথমিক প্রণয়ন:
-
বাংলাদেশে প্রথম জাতীয় ঔষধ নীতি প্রণীত হয় ১৯৮২ সালে।
-
নীতি গ্রহণের ফলে ওষুধের নিরাপত্তা ও মান নিশ্চিত হয়, দামের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, আমদানি নির্ভরতা কমে এবং দেশীয় ঔষধ শিল্পে স্বনির্ভরতা আসে।
-
নীতি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় এবং বাংলাদেশ ঔষধ সেক্টরের ভাবমূর্তি উন্নত হয়।
-
-
সর্বশেষ সংস্কার:
-
২০১৬ সালে জাতীয় ঔষধনীতি সংস্কার করা হয়।
-
সংবিধানের ১৫(ক), ১৫(ঘ) ও ১৮(১) ধারার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে স্বাস্থ্যসেবা প্রদানে সরকার জনগণকে নিশ্চয়তা দেয়।
-
এক সময় যেখানে প্রায় ৮০% ঔষধ আমদানি করা হত, বর্তমানে ৯৭% ঔষধ দেশেই উৎপাদিত হচ্ছে।
-
দেশীয় মানসম্মত ঔষধ ১১৩টি দেশে রপ্তানি হচ্ছে।
-
১৯৭৪ সালে বঙ্গবন্ধু ‘ঔষধ প্রশাসন পরিদপ্তর’ গঠন করেন।
-
-
জাতীয় ঔষধনীতির লক্ষ্যসমূহ:
১. জনগণকে নিরাপদ, কার্যকর ও মানসম্পন্ন ঔষধ সহজলভ্য মূল্যে নিশ্চিত করা।
২. ঔষধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার এবং সুষ্ঠু বিতরণ (Dispensing) ব্যবস্থা নিশ্চিত করা।
৩. দেশীয় ঔষধ প্রস্তুতকারী শিল্পকে প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধা প্রদান, যাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়।
৪. দেশের উৎপাদিত ঔষধের রপ্তানি বৃদ্ধি করা।
৫. ঔষধের কার্যকর নজরদারি (Surveillance) ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
উৎস: জাতীয় ঔষধনীতি-২০১৬
0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত? [আগস্ট - ২০২৫]
Created: 1 month ago
A
৫০টি
B
৬০টি
C
৪৫টি
D
৩০টি
সংরক্ষিত সংসদীয় আসন – বাংলাদেশ
-
মোট আসন: ৩৫০টি
-
প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন: ৩০০টি
-
নারীর জন্য সংরক্ষিত আসন: ৫০টি
-
নির্বাচন পদ্ধতি:
-
সংরক্ষিত নারী আসনের সাংসদ পরোক্ষভাবে নির্বাচিত হন।
-
নির্বাচিত হন সেই ৩০০ আসনের সাংসদদের ভোটের মাধ্যমে, যারা জাতীয় নির্বাচনে সরাসরি নির্বাচিত হয়েছেন।
0
Updated: 1 month ago
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, জিডিপি প্রবৃদ্ধির হার কত?
Created: 1 month ago
A
৪.৪%
B
৫.৫%
C
৭.৭%
D
৯.৯%
জাতীয় বাজেট ২০২৫-২৬ সংক্রান্ত তথ্য:
-
বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)
-
বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'
-
বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
বাজেট উত্থাপন তারিখ: ২ জুন, ২০২৫
-
বাজেট অনুমোদন: ২২ জুন, ২০২৫
-
বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৫
-
জিডিপির আকার: ৬২,৪৪,৫৭৮ কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago