"প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা" – এটি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
A
অনুচ্ছেদ ২
B
অনুচ্ছেদ ৩
C
অনুচ্ছেদ ৭ক
D
অনুচ্ছেদ ৭খ
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান: প্রথম ভাগ – রাষ্ট্রভাষা
-
অনুচ্ছেদ ৩:
-
প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হলো বাংলা।
-
প্রথম ভাগের অন্যান্য অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১: প্রজাতন্ত্র।
-
অনুচ্ছেদ ২: প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা।
-
অনুচ্ছেদ ২ক: রাষ্ট্রধর্ম।
-
অনুচ্ছেদ ৩: রাষ্ট্রভাষা।
-
অনুচ্ছেদ ৪: জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক।
-
অনুচ্ছেদ ৫: রাজধানী।
-
অনুচ্ছেদ ৬: নাগরিকত্ব।
-
অনুচ্ছেদ ৭: সংবিধানের প্রাধান্য।
-
অনুচ্ছেদ ৭ক: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ।
-
অনুচ্ছেদ ৭খ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য।
0
Updated: 1 month ago
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুয়ায়ী, দেশে মোট সাক্ষরতার হার কত?
Created: 1 month ago
A
৭৬.৪৪%
B
৭৬.৮৪%
C
৭৪.৬৪%
D
৭৪.৮০%
জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন
-
পুরুষ-নারী অনুপাত: পুরুষ ৯৯.০৮ : নারী ১০০.৯০
-
সাক্ষরতার হার (সর্বমোট): ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
নারী: ৭২.৯৪%
-
সাক্ষরতার হারের ভৌগোলিক বৈচিত্র্য
-
সবচেয়ে বেশি সাক্ষরতার হার (বিভাগ): ঢাকা বিভাগ
-
সবচেয়ে কম সাক্ষরতার হার (বিভাগ): ময়মনসিংহ বিভাগ
-
সবচেয়ে বেশি সাক্ষরতার হার (জেলা): পিরোজপুর জেলা
-
সবচেয়ে কম সাক্ষরতার হার (জেলা): জামালপুর জেলা
উৎস: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধান রচনাকালীন এর ভাষাগত ত্রুটি দূর করার জন্য গঠিত কমিটির অন্তর্ভুক্ত ছিলেন কে?
Created: 1 month ago
A
এম মনসুর আলী
B
আনিসুজ্জামান
C
ড. মুহম্মদ আবদুল হাই
D
উপরের সকলেই
খসড়া সংবিধান প্রস্তুতকরণ (Draft Constitution Preparation)
-
প্রক্রিয়া: খসড়া সংবিধান তৈরি একটি জটিল ও বহুস্তরীয় প্রক্রিয়া ছিল। বিভিন্ন সুপারিশ ও ব্যাপক আলোচনার পর ১৯৭২ সালের ১০ জুন সংবিধান প্রণয়ন কমিটি প্রাথমিক খসড়া অনুমোদন করে।
-
প্রস্তুতির আগে: কমিটির সভাপতি ও আহ্বায়ক ড. কামাল হোসেন আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের জন্য ভারত ও ইংল্যান্ড সফর করেন।
-
ভাষাগত ও শৈল্পিক যাচাই: সংবিধানের ভাষাগত গঠন, ব্যাকরণগত শুদ্ধতা ও শৈল্পিক সৌন্দর্য নিশ্চিত করতে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়।
-
আহ্বায়ক: অধ্যাপক আনিসুজ্জামান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান)
-
অন্য সদস্যরা:
-
ড. মযহারুল ইসলাম (বাংলা একাডেমির মহাপরিচালক)
-
সৈয়দ আলী আহসান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য)
-
-
0
Updated: 1 month ago
নিচের কোনটি কর বহির্ভূত রাজস্ব?
Created: 1 month ago
A
রেলওয়ের আয়
B
ভূমি রাজস্ব
C
আয়কর
D
আমদানি শুল্ক
বাংলাদেশ সরকারের আয় প্রধানত দুটি প্রধান উৎস থেকে সংগৃহীত হয়: কর রাজস্ব ও কর-বহির্ভূত রাজস্ব, যা সরকারের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ব্যবহৃত হয়।
-
কর-বহির্ভূত রাজস্বের উৎস:
-
লভ্যাংশ ও মুনাফা
-
রেলওয়ে আয়, ডাক আয় ইত্যাদি
-
সরকারের অআর্থিক সম্পদ বিক্রয় থেকে প্রাপ্ত আয়
-
সুদ ও ভাড়া
-
বিপননযোগ্য প্রতিষ্ঠান কর্তৃক বিক্রয় থেকে প্রাপ্ত আয়
-
প্রশাসনিক ফি
-
জরিমানা
-
দণ্ড ও বাজেয়াপ্ত অর্থ
-
কুয়াসি-কর্পোরেশনের উদ্বৃত্ত আয়
-
-
কর রাজস্বের প্রধান উৎস:
-
ভূমি রাজস্ব
-
আয়কর
-
আমদানি শুল্ক
-
0
Updated: 1 month ago