সংবিধানের ১০০নং অনুচ্ছেদ অনুসারে, রাজধানী ছাড়া অন্য কোথাও হাইকোর্ট বিভাগের অধিবেশন আয়োজন করতে হলে কার অনুমতি প্রয়োজন?
A
প্রধানমন্ত্রীর
B
আইনমন্ত্রীর
C
রাষ্ট্রপতির
D
স্পিকারের
উত্তরের বিবরণ
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
-
প্রতিষ্ঠা: ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর।
-
সংবিধান অনুযায়ী: ষষ্ঠ ভাগে সুপ্রীম কোর্টের এখতিয়ার বর্ণিত।
-
অনুচ্ছেদ ৯৪(১): সুপ্রীম কোর্ট গঠিত হবে দুই বিভাগে – আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ।
-
উভয় বিভাগের পৃথক এখতিয়ার রয়েছে।
-
-
স্থায়ী আসন: রাজধানী ঢাকা (অনুচ্ছেদ ১০০)।
-
প্রধান বিচারপতি রাষ্ট্রপতির অনুমোদন পেলে অন্য স্থানেও হাইকোর্ট বিভাগের অধিবেশন আয়োজন করতে পারেন।
-
-
উৎস: সংবিধান ও সংসদ কর্তৃক পাশকৃত সাধারণ আইন।
-
স্মরণ: ২০১৭ সাল থেকে ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালিত।

0
Updated: 14 hours ago
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে?
Created: 1 week ago
A
ষাট গম্বুজ মসজিদ
B
বায়তুল মোকাররম মসজিদ
C
শাহ সুজা মসজিদ
D
তারা মসজিদ
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোট:
- 'বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১২ আগস্ট, ২০২৫ থেকে বাজারে এসেছে।
- এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি।
- নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটিতে থাকছে নীল রঙের আধিক্য।
- নোটের সামনে বাঁ পাশে আছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি।
- নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে আছে সুন্দরবনের ছবি।
- নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।
তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।

0
Updated: 1 week ago
ইউনাইটেড ব্যাংক লিমিটেড এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেডকে একত্রিত করে কোন ব্যাংক গঠিত হয়?
Created: 1 week ago
A
যমুনা ব্যাংক
B
পূবালী ব্যাংক
C
জনতা ব্যাংক
D
রূপালী ব্যাংক
জনতা ব্যাংক পিএলসি
-
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভাঙা আর্থিক ভিত্তি পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
-
এই প্রেক্ষাপটে দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য পূর্বে পরিচালিত বেশ কয়েকটি ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক গঠনের ব্যবস্থা নেওয়া হয়।
-
১৯৭২ সালে ব্যাংক জাতীয়করণ আদেশ (রাষ্ট্রপতির আদেশ নং ২৬) এর অধীনে পূর্ববর্তী ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডকে একত্রিত করে জনতা ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
⇒ ২০০৭ সালের ১৫ নভেম্বর জনতা ব্যাংক জয়েন্ট স্টক রেজিস্ট্রারের সাথে নিবন্ধিত হয়ে জনতা ব্যাংক লিমিটেড নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে পুনর্গঠন করা হয়।
-
কোম্পানি আইন ১৯৯৪-এর ২০২০ সংশোধনীর আওতায় ব্যাংকটির নাম পরিবর্তন করে জনতা ব্যাংক পিএলসি রাখা হয়।
-
বর্তমান চেয়ারম্যান: জনাব এম. ফজলুর রহমান।
উৎস: জনতা ব্যাংক পিএলসি ওয়েবসাইট

0
Updated: 1 week ago
'শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা' হলো বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার -
Created: 15 hours ago
A
নীতি
B
বিধি
C
ঘোষণা
D
অঙ্গীকার
বাংলাদেশের সংবিধান রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন, যেখানে রাষ্ট্রের কাঠামো, মূলনীতি, নাগরিক অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিফলন।
প্রধান তথ্যগুলো হলো:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
সংবিধান বিভক্ত হয়েছে ১১টি ভাগ বা অধ্যায়ে।
-
এতে মোট ৭টি তফসিল রয়েছে।
-
৪টি মূলনীতি সংবিধানে স্থান পেয়েছে।
-
সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর কার্যকর হয়।
অতিরিক্ত তথ্য:
-
বাংলাদেশের সংবিধানে রয়েছে ১টি প্রস্তাবনা।
-
প্রস্তাবনাটি আবার ৫টি ভাগে বিভক্ত:
-
১ম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা
-
২য়: মূলনীতি গ্রহণ (অঙ্গীকার)
-
৩য়: শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা (অঙ্গীকার)
-
৪র্থ: সংবিধানের প্রাধান্য অক্ষুন্ন রাখা (ঘোষণা)
-
৫ম: গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার নিশ্চয়তা
-

0
Updated: 15 hours ago