বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনীর মাধ্যমে নতুন কোন অনুচ্ছেদ সংযোজন করা হয়?
A
৪৭ক
B
৪৮ক
C
৫১ক
D
৫৩ক
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান: প্রথম সংশোধনী (১৯৭৩)
-
প্রবর্তন: ১৯৭৩ সালের ১৫ জুলাই, সংবিধান (প্রথম সংশোধনী) আইন, ১৯৭৩।
-
মূল উদ্দেশ্য: যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার ও শাস্তি নিশ্চিত করা।
-
সংশোধনের বিষয়বস্তু:
-
সংবিধানের ৪৭ অনুচ্ছেদে অতিরিক্ত একটি দফা সংযোজন।
-
সংযোজনের মাধ্যমে বলা হয়েছে যে, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধের জন্য যে কোনো ব্যক্তিকে বিচার ও শাস্তি দেওয়া যাবে।
-
৪৭ক অনুচ্ছেদ সংযুক্ত করা হয়েছে, যাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এই অপরাধসমূহের ক্ষেত্রে নির্দিষ্ট মৌলিক অধিকার প্রযোজ্য হবে না।
-

0
Updated: 14 hours ago
পালপূর্ব যুগে বাংলায় অরাজক পরিস্থিতি কী নামে পরিচিত ছিল?
Created: 3 days ago
A
কৈবর্ত বিদ্রোহ
B
মাৎস্যন্যায়
C
বর্গী হানা
D
শতবর্ষের যুদ্ধ
শশাঙ্কের মৃত্যুর পর পালপূর্ব যুগে বাংলায় অরাজক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এবং শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার চালাত। এই অবস্থাকে ‘মাৎস্যন্যায়’ বলা হয়।
পাল বংশ:
-
শশাঙ্কের মৃত্যুর পর সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতক পর্যন্ত বাংলায় এক অন্ধকার যুগ বিরাজ করত, যা বাংলার ইতিহাসে ‘মাৎস্যন্যায়’ নামে পরিচিত।
-
পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, একজন উচ্চবর্গীয় ব্যক্তি।
-
পাল রাজারা বাংলা ও বিহার অঞ্চলে অষ্টম শতকের মাঝামাঝি থেকে প্রায় চারশ বছর শাসন করেন।
-
নৈরাজ্য ও চরম অরাজকতার হাত থেকে বাংলাকে রক্ষা করে গোপাল এই রাজবংশের ভিত্তি স্থাপন করেন।
-
‘মাৎস্যন্যায়’ শব্দটির অর্থ হলো অরাজক পরিস্থিতি।
-
পাল বংশের শাসনের মাধ্যমে বাংলায় অরাজকতা ও রাষ্ট্রহীনতার অবসান ঘটে।
-
শত বছরের হানাহানির অবসান ঘটে যখন গোপাল রাজা হন।
সূত্র:

0
Updated: 3 days ago
'Exercise Tiger Lightning 2025' কী?
Created: 15 hours ago
A
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া
B
বাংলাদেশ সেনা বাহিনীর বার্ষিক মহড়া
C
বাংলাদেশ ও চীনের যৌথ সামরিক মহড়া
D
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া
Exercise Tiger Lightning 2025 হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক মহড়া, যা পারস্পরিক সামরিক সহযোগিতা ও যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।
প্রধান তথ্যগুলো হলো:
-
আয়োজনকারী: বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড (United States Army Pacific Command-এর তত্ত্বাবধানে)।
-
স্থান: সিলেটের জালালাবাদ সেনানিবাসস্থ প্যারা কমান্ডো ব্রিগেড।
-
অংশগ্রহণকারীরা:
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৬৬ জন নেভাডা ন্যাশনাল গার্ড সদস্য
-
বাংলাদেশ: ১০০ জন প্যারা কমান্ডো ব্রিগেড সদস্য
-
-
সময়কাল: ২৫ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত ৬ দিন
-
উদ্দেশ্য:
-
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
-
কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন
-
সামরিক প্রস্তুতি জোরদার করা
-

0
Updated: 15 hours ago
ব্রেটন উডস সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
Created: 2 days ago
A
২৯টি
B
৩২টি
C
৩৮টি
D
৪৪টি
ব্রেটন উডস সম্মেলন ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশ থেকে ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
-
১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
-
সম্মেলনে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
মোট ২৯ দেশের অনুমোদনের ভিত্তিতে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।
-
সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
-
ব্রেটন উডস সম্মেলনে IMF ও World Bank এই দুটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়।

0
Updated: 2 days ago