কোন বাঙালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর (Black Hole) নিয়ে গবেষণা করেছেন?
A
সত্যেন্দ্রনাথ বসু
B
আরজ আলী মাতুব্বর
C
কুদরত-ই-খুদা
D
ড. জামাল নজরুল ইসলাম
উত্তরের বিবরণ
বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলাম
-
সম্পর্কে: বিশ্বখ্যাত বাংলাদেশি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
-
গবেষণার ক্ষেত্র: আপেক্ষিকতা, বিশ্বতত্ত্ব (কসমোলজি), কোয়ান্টাম তত্ত্ব।
-
গুরুত্বপূর্ণ কাজ:
-
আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, কোয়ান্টাম মেকানিক্স ও মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কিত জটিল বিষয় নিয়ে মৌলিক গবেষণা।
-
সৌরজগতের গ্রহগুলোর সরলরেখায় অবস্থানের প্রভাব পর্যালোচনা।
-
-
প্রকাশিত গ্রন্থ:
-
The Ultimate Fate of the Universe (1983, Cambridge University Press)
-
বাংলা একাডেমি প্রকাশিত কৃষ্ণগহ্বর (Black Hole)
-
-
অর্জন: ২০০০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক
-
অবদান: আইনস্টাইন-পরবর্তী মহাবিশ্ব গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান।
-
বিশেষ: কৃষ্ণগহ্বর ও ব্ল্যাক হোল নিয়ে গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

0
Updated: 15 hours ago
জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভগুলো দ্বারা কোন সময়কালকে প্রতীকায়িত করা হয়েছে?
Created: 1 week ago
A
১৯৪৭-১৯৭১
B
১৯৫২-১৯৭১
C
১৯৫০-১৯৭১
D
১৯৬২-১৯৭১
জাতীয় স্মৃতিসৌধ
-
জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত ঢাকা থেকে প্রায় ২৫ কি. মি. দূরে, সাভার থানার নবীনগরে।
-
এটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য।
-
স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট।
-
নির্মাণ কাজ ১৯৮২ সালের আগস্ট মাসে সম্পন্ন হয়।
-
মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন।
-
মূল সৌধ গঠিত কংক্রিট নির্মিত ৭ টি ত্রিভূজাকৃতির স্তম্ভ দিয়ে।
-
স্মৃতিসৌধে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে তুলে ধরা হয়েছে সাতটি গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯৫২ সালের ভাষা আন্দোলন
-
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন
-
১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন
-
১৯৬২ সালের শিক্ষা আন্দোলন
-
১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
-
১৯৬৯ সালের গণ-অভ্যূত্থান
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
-

0
Updated: 1 week ago
বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি?
Created: 15 hours ago
A
মারমা
B
চাকমা
C
ত্রিপুরা
D
সাঁওতাল
চাকমা বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী, যারা পার্বত্য চট্টগ্রামের মূল অঞ্চলে বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বজায় রেখেছে।
প্রধান তথ্যগুলো হলো:
-
চাকমারা নিজেদেরকে চাঙমা বলে পরিচয় দেয়।
-
তাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলে।
-
এ অঞ্চলে তারা অন্যান্য কিছু আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে মিশ্রিত অবস্থায় বসবাস করে।
-
চাকমাদের প্রায় ৯০% রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
-
১৮৬০ সালে জুমচাষ নিষিদ্ধ হওয়ার পর তারা পার্বত্য চট্টগ্রামের পূর্বাঞ্চলে অবস্থান স্থাপন করে।

0
Updated: 15 hours ago
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কোনটি?
Created: 1 week ago
A
সরকার গঠন
B
দেশের উন্নয়ন
C
গোষ্ঠী স্বার্থ সংরক্ষণ
D
উপরের সবগুলো
• চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
-
এদের সামনে বৃহত্তম জাতীয় কল্যাণ সাধনের কোন মহান উদ্দেশ্য থাকে না।
-
এরা সংকীর্ণ ও সমজাতীয় বিশেষ গোষ্ঠীগত।
-
উৎপত্তির ভিত্তিতে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কোন বিশেষ রাজনৈতিক মতাদর্শ থাকে না।
-
কোন রাজনৈতিক মতাদর্শের প্রতি এদের অঙ্গীকার থাকে না।
-
এ সমস্ত গোষ্ঠীর অঙ্গীকার থাকে শুধুমাত্র গোষ্ঠীগত স্বার্থ বা কল্যাণের প্রতি।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago