'দ্বিজাতি তত্ত্বের' প্রবক্তা কে?
A
স্যার সৈয়দ আহমদ খান
B
মোহাম্মদ আলী জিন্নাহ
C
এ.কে. ফজলুল হক
D
নওয়াব সলিমুল্লাহ
উত্তরের বিবরণ
জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব (Two-Nation Theory)
-
সংজ্ঞা: জাতিতত্ত্বের বিশ্লেষণে একটি জনগোষ্ঠীকে তখনই জাতি বলা যায়, যার ভাষা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, মনন, কৃষ্টি, ধর্ম, এমনকি অর্থনীতি একটি একক সত্তায় পরিণতি লাভ করে।
-
জিন্নাহর ধারণা: মোহাম্মদ আলী জিন্নাহ ভারতের হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে দুটি পৃথক জাতি হিসেবে চিহ্নিত করেছিলেন। এ ভাবনাকেই বলা হয় দ্বিজাতি তত্ত্ব।
-
ঘোষণা:
-
জিন্নাহ ১৯৩৯ সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন।
-
পরবর্তী বছর, ১৯৪০ সালে লাহোরে মুসলিম লীগের অধিবেশনে এরই প্রতিধ্বনি প্রকাশ পায়।
-
২৩ মার্চ ১৯৪০ সালে লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।
-
-
লাহোর প্রস্তাব: বাংলার নেতা ও পরবর্তীতে প্রধানমন্ত্রী এ.কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এতে বলা হয় যে, কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা ভারতে কার্যকর বা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না যদি এটি একটি নিম্নবর্ণিত মূলনীতির উপর প্রতিষ্ঠিত না হয়।
0
Updated: 1 month ago
'The World Investment Report' প্রকাশ করে কোন সংস্থা?
Created: 1 month ago
A
IMF
B
WTO
C
UNCTAD
D
World Bank
United Nations Conference on Trade and Development (UNCTAD) হলো জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
-
যাত্রা শুরু: ১৯৬৪
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি
-
সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে
UNCTAD-এর প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনসমূহ:
-
The Trade and Development Report
-
The Trade and Environment Review
-
The World Investment Report
-
The Least Developed Countries Report
-
The Technology and Innovation Report
-
Digital Economy Report
0
Updated: 1 month ago
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন দুটি নিয়োগ দিতে পারেন?
Created: 1 month ago
A
মন্ত্রী ও সচিব
B
সচিব ও মহাপরিচালক
C
প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি
D
স্পিকার ও নির্বাচন কমিশনার
বাংলাদেশে রাষ্ট্রপতি দেশের প্রধান সাংবিধানিক কর্মকর্তা এবং সংবিধানে প্রদত্ত ক্ষমতা ও দায়িত্বের মাধ্যমে রাষ্ট্রের শীর্ষে অবস্থান করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে তাঁর অধিকাংশ কাজ সম্পন্ন করেন, তবে কিছু গুরুত্বপূর্ণ পদে, যেমন প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি, তিনি সরাসরি নিয়োগের অধিকার রাখেন।
-
রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জাতীয় সংসদের সদস্যদের ভোটের মাধ্যমে এবং তিনি সংবিধান ও আইনের অধীনে প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
-
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অধিকাংশ দায়িত্ব পালন করবেন।
-
তবে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি সরাসরি দায়িত্ব পালন করতে পারেন।
-
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্যতা:
-
বয়স কমপক্ষে ৩৫ বছর,
-
সংসদ সদস্য হওয়ার যোগ্যতা,
-
সংবিধান অনুযায়ী অভিশংসনের মাধ্যমে যদি কখনও পদ থেকে অপসারিত হয়ে থাকেন, তবে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য নন।
-
-
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিমালা সম্পর্কে নিয়মিতভাবে অবহিত করবেন। রাষ্ট্রপতি চাইলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় আলোচনা করার জন্য তোলা যেতে পারে।
0
Updated: 1 month ago
সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?
Created: 1 month ago
A
একটি
B
তিনটি
C
দুইটি
D
চারটি
সুপ্রীম কোর্টের গঠন ও কার্যক্রম:
-
সুপ্রীম কোর্টের প্রধান:
-
বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রধান হল প্রধান বিচারপতি।
-
রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন।
-
-
বিভাগ:
-
সুপ্রীম কোর্টের দুটি বিভাগ রয়েছে:
-
হাইকোর্ট বিভাগ
-
আপিল বিভাগ
-
-
-
অন্য বিচারপতির নিয়োগ:
-
প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের অন্যান্য বিচারপতি নিয়োগ দেন।
-
-
নিয়োগ যোগ্যতা:
-
বাংলাদেশী নাগরিক যিনি:
-
১০ বছর এডভোকেট হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছেন, অথবা
-
১০ বছর বিচার বিভাগীয় কোনো পদে চাকুরি করেছেন,
-
-
তাকে সুপ্রীম কোর্টের বিচারক হিসেবে নিয়োগযোগ্য বিবেচনা করা হয়।
-
0
Updated: 1 month ago