বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল সংযোজন করা হয়েছে?
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৭টি
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের তফসিল
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল সংযোজন করা হয়েছে। প্রতিটি তফসিলের উদ্দেশ্য ও বিষয়বস্তু নিম্নরূপ:
-
প্রথম তফসিল:
-
অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
-
-
দ্বিতীয় তফসিল:
-
রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম ও প্রক্রিয়া।
-
-
তৃতীয় তফসিল:
-
শপথ ও ঘোষণা।
-
-
চতুর্থ তফসিল:
-
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী।
-
-
পঞ্চম তফসিল:
-
১৯৭১ সালের ৭ মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ।
-
-
ষষ্ঠ তফসিল:
-
১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা।
-
-
সপ্তম তফসিল:
-
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।
-
0
Updated: 1 month ago
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়?
Created: 1 month ago
A
আবার তোরা মানুষ হ
B
ধীরে বহে মেঘনা
C
নদীর নাম মধুমতি
D
কখনো আসেনি
কখনো আসেনি ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত একটি সামাজিক চলচ্চিত্র, যার চিত্রনাট্য ও পরিচালনা করেছিলেন জহির রায়হান। এটি ছিল তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র, যা পরবর্তীকালে বাংলা চলচ্চিত্রে তাঁর উজ্জ্বল যাত্রার সূচনা করে।
-
চিত্রনাট্য ও পরিচালক: জহির রায়হান।
-
পরিচালক হিসেবে প্রথম চলচ্চিত্র: কখনো আসেনি (১৯৬১)।
-
তাঁর আরও উল্লেখযোগ্য চলচ্চিত্র: কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম, বাহানা।
অন্যদিকে মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো:
-
আবার তোরা মানুষ হ – পরিচালক খান আতাউর রহমান।
-
ধীরে বহে মেঘনা – পরিচালক আলমগীর কবির।
-
নদীর নাম মধুমতি – পরিচালক তানভীর মোকাম্মেল।
0
Updated: 1 month ago
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) জিডিপির কত শতাংশ?
Created: 4 weeks ago
A
৩.২%
B
৪.১%
C
৩.৭%
D
৪.৫%
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী বাংলাদেশ সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও বাজেটের প্রধান তথ্যসমূহ নিম্নরূপ:
-
বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)
-
শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'
-
উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
উত্থাপন তারিখ: ২ জুন, ২০২৫
-
অনুমোদন: ২২ জুন, ২০২৫
-
কার্যকরী তারিখ: ১ জুলাই, ২০২৫
-
অর্থনৈতিক সূচক:
-
জিডিপির আকার: ৬২,৪৪,৫৭৮ কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
অনুমিত মুদ্রাস্ফীতি: ৬.৫%
-
-
বাজেটের আকার ও ঘাটতি:
-
মোট বাজেট: ৭,৯০,০০০ কোটি টাকা
-
অনুদান ব্যতিত ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা
-
অনুদান সহ ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা
-
-
বরাদ্দবিন্যাস:
-
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন
-
উন্নয়ন বাজেটের সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ
-
অনুন্নয়ন (পরিচালন) বাজেটের সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৭%)
-
উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
0
Updated: 4 weeks ago
স্বাধীন বাংলাদেশে কতবার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৫ বার
B
৭ বার
C
৪ বার
D
৮ বার
কৃষিশুমারি সম্পর্কিত তথ্য:
-
স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
-
পাকিস্তান আমলে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছিল ১৯৬০ সালে।
-
স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ৫ বার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
-
কৃষিশুমারির সময়কাল:
১. ১৯৭৭
২. ১৯৮৩-৮৪
৩. ১৯৯৬
৪. ২০০৮
৫. ২০১৯ -
সর্বশেষ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।
0
Updated: 1 month ago