বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক পণ্য কোনটি?
A
রসমলাই
B
জামদানি শাড়ি
C
ইলিশ মাছ
D
নকশিকাঁথা
উত্তরের বিবরণ
জিআই (GI) বা Geographical Indication
-
সংজ্ঞা:
-
GI হলো “Geographical Indication” বা ভৌগোলিক নির্দেশক।
-
এটি একটি চিহ্ন বা প্রতীক, যা পণ্যের উৎস, গুণমান, সুনাম এবং বিশেষ বৈশিষ্ট্য নির্দেশ করে।
-
-
উদ্দেশ্য ও গুরুত্ব:
-
একটি অঞ্চলের আবহাওয়া, পরিবেশ বা প্রাকৃতিক উপাদান পণ্যের গুণমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে।
-
যদি পণ্যটি সেই অঞ্চলের সাংস্কৃতিক বা ঐতিহ্যিক উৎপাদন পদ্ধতির সঙ্গে সম্পর্কিত হয়।
-
তখন সেই পণ্যকে ভৌগোলিক নির্দেশক (GI) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
-
প্রাতিষ্ঠানিক স্বীকৃতি:
-
জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে।
-
বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর এই নিবন্ধনের কাজ করে।
-
-
বাংলাদেশের প্রথম GI পণ্য:
-
জামদানি শাড়ি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়।
-
0
Updated: 1 month ago
প্রাচীন সমতট জনপদের কেন্দ্র ছিল -
Created: 1 month ago
A
লালমাই
B
পুণ্ড্রনগর
C
কোটিবর্ষ
D
পাহাড়পুর
সমতট:
- দক্ষিণ পূর্ব বাংলার জনপদ সমতট নামটির অর্থ তটের সমান্তরাল।
- চতুর্থ শতকের সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে তাঁর রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ রয়েছে।
- কালিদাসের রঘুবংশ কাব্যের মাধ্যমে জানা যায় যে, সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- তিনি বৌদ্ধ সংস্কৃতির বিদ্যমান অবস্থার যে বর্ণনা রেখে গেছেন তা থেকে বোঝা যায় যে, কুমিল্লার লালমাই অঞ্চলই সমতট।
- সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- মেঘনা পূর্ববর্তী অঞ্চলই সমতট বলে পরিচিত ছিল।
- সমতটের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী 'লালমাই' এলাকা।
- প্রাচীন ত্রিপুরা বা বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলই নিয়েই ছিল প্রাচীন সমতট জনপদ।
- হিউয়েন সাঙ সপ্তম শতকে সমতটে এসেছিলেন।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
Created: 1 month ago
A
পঞ্চম সংশোধনী
B
অষ্টম সংশোধনী
C
সপ্তম সংশোধনী
D
ষষ্ঠ সংশোধনী
অষ্টম সংশোধনী – ১৯৮৮
-
পাসের তারিখ: ৭ জুন ১৯৮৮
-
উদ্দেশ্য: সংবিধানের কিছু অনুচ্ছেদ সংশোধন করা
মূল পরিবর্তনসমূহ:
-
ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা: সংবিধানের অনুচ্ছেদ ২-এ পরিবর্তন আনা হয়।
-
বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ: ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়।
-
রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত বিদেশী খেতাব গ্রহণ নিষিদ্ধ: সংবিধানের অনুচ্ছেদ ৩০ সংশোধন করা হয়।
-
অন্যান্য সংশোধন: অনুচ্ছেদ ৩, ৫ ও ১০০-এ সংশোধনী আনা হয়।
-
পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট অনুচ্ছেদ ১০০-এর সংশোধনকে অসাংবিধানিক ঘোষণা করে, কারণ এটি সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করেছিল।
-
0
Updated: 1 month ago
পাকিস্তানি সেনাদের পরিকল্পিত অভিযানের অংশ ‘অপারেশন সার্চলাইট’-এ ঢাকা শহরে গণহত্যা পরিচালনার মূল দায়িত্ব কার ওপর অর্পিত হয়েছিল?
Created: 1 month ago
A
খাদিম হোসাইন রাজা
B
লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান
C
আমির আবদুল্লাহ খান নিয়াজী
D
মেজর জেনারেল রাও ফরমান আলী
অপারেশন সার্চলাইট (২৫ মার্চ ১৯৭১)
পরিকল্পনা ও তত্ত্বাবধান:
-
পাকিস্তানি সামরিক বাহিনী এই অপারেশন চালানোর পরিকল্পনা করেন জেনারেল খাদিম হোসাইন রাজা।
-
ঢাকায় গণহত্যা ও সুনির্দিষ্ট অপারেশনের দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল রাও ফরমান আলী-কে।
-
সার্বিক তত্ত্বাবধান ছিলেন গভর্নর লে. জেনারেল টিক্কা খান।
ঢাকায় কার্যক্রম:
-
ঢাকা শহরের পিলখানা ইপিআর হেডকোয়ার্টার্স ও রাজারবাগ পুলিশ লাইন্স পাকিস্তানি সেনাদের দখলে নেওয়া।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় আক্রমণ।
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা।
-
টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও-টেলিভিশন, স্টেট ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ন্ত্রণ।
-
আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার।
-
শহরের যাতায়াত ব্যবস্থা ও প্রশাসন নিয়ন্ত্রণে রাখা।
ঢাকার বাইরে কার্যক্রম:
-
রাজশাহী, যশোর, খুলনা, রংপুর, সৈয়দপুর, কুমিল্লা-তে সেনা, ইপিআর, আনসার ও পুলিশের বাঙালি সদস্যদের নিরস্ত্র করা।
-
চট্টগ্রাম বন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা দখল রাখা।
-
ঢাকার বাইরে প্রধান দায়িত্ব পান মেজর জেনারেল খাদিম হোসেন রাজা।
উপসংহার:
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে চালানো এক সুনির্দিষ্ট ও সামরিক গণহত্যা অভিযান, যার মাধ্যমে ঢাকাসহ সারাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনা ও পুলিশের বাঙালি সদস্যদের উপর দমন চালানো হয়েছিল।
0
Updated: 1 month ago