বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল সংযোজন করা হয়েছে?
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৭টি
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের তফসিল
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল সংযোজন করা হয়েছে। প্রতিটি তফসিলের উদ্দেশ্য ও বিষয়বস্তু নিম্নরূপ:
-
প্রথম তফসিল:
-
অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
-
-
দ্বিতীয় তফসিল:
-
রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম ও প্রক্রিয়া।
-
-
তৃতীয় তফসিল:
-
শপথ ও ঘোষণা।
-
-
চতুর্থ তফসিল:
-
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী।
-
-
পঞ্চম তফসিল:
-
১৯৭১ সালের ৭ মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ।
-
-
ষষ্ঠ তফসিল:
-
১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা।
-
-
সপ্তম তফসিল:
-
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।
-

0
Updated: 15 hours ago
সংবিধানের কোন অনুচ্ছেদে জনগণের সেবা করাকে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্তব্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে?
Created: 12 hours ago
A
২০নং
B
১৯(১)নং
C
২১নং
D
২২নং
বাংলাদেশ সংবিধান, অনুচ্ছেদ ২১ – নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য:
-
নাগরিকদের কর্তব্য:
-
সংবিধান ও আইন মান্য করা।
-
শৃঙ্খলা রক্ষা করা।
-
নাগরিক দায়িত্ব পালন করা।
-
জাতীয় সম্পত্তি রক্ষা করা।
-
-
সরকারি কর্মচারীদের কর্তব্য:
-
সর্বদা জনগণের সেবা করার চেষ্টা করা।
-
প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত থাকাকালীন কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা।
-
সংযুক্ত অনুচ্ছেদ:
-
১৯(১) – সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য।
-
২০ – অধিকার ও কর্তব্য হিসেবে কর্ম।
-
২২ – নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ।

0
Updated: 12 hours ago
বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের উৎস কোনটি? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
চামড়া ও চামড়াজাত পণ্য
B
চা
C
চিংড়ি
D
পাটজাত পণ্য
বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত
-
প্রধান রপ্তানি খাত: তৈরি পোশাক
-
ইপিবি পরিসংখ্যান অনুযায়ী:
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে মোট রপ্তানির মধ্যে তৈরি পোশাকের অংশ ৮৩%, যা ৩৯৬ কোটি ডলার।
-
-
-
দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত: চামড়া ও চামড়াজাত পণ্য
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি ১২ কোটি ৭৪ লাখ ডলার।
-
-
তৃতীয় শীর্ষ রপ্তানি খাত: কৃষি প্রক্রিয়াজাত পণ্য
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি ৯ কোটি ডলার।
-
-
সাম্প্রতিক রপ্তানি পরিসংখ্যান:
-
২০২৪-২৫ অর্থবছরে মোট রপ্তানি ৪,৮২৮ কোটি ডলার।
-
উৎস:
i) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
ii) প্রথম আলো

0
Updated: 1 week ago
বাংলাদেশের জাতীয় প্রতীকে নিম্নের কোনটি নেই?
Created: 1 week ago
A
তারকা
B
পান পাতা
C
শাপলা
D
ধানের শীষ
বাংলাদেশের জাতীয় প্রতীক
-
গঠন ও উপাদান:
-
বাংলাদেশের জাতীয় প্রতীক গ্রহণ করা হয় ১৯৭১ সালে স্বাধীনতার পরপরই।
-
প্রতীকটি হলো ভাসমান জাতীয় ফুল শাপলা, যার দুই পাশে ধানের শীষ ও পাটপাতা রয়েছে।
-
চারটি তারকা প্রতীকের ওপর স্থাপন করা আছে।
-
পানি, ধান ও পাট বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতির সঙ্গে সংযুক্ত।
-
ভাসমান শাপলা সৌন্দর্য, সুরুচি ও অঙ্গীকারের প্রতীক।
-
চারটি তারকা জাতীয় চারটি মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নির্দেশ করে।
-
-
ডিজাইনার ও ইতিহাস:
-
জাতীয় প্রতীকের ডিজাইন করেন পটুয়া কামরুল হাসান।
-
শাপলা এঁকেছেন মোহাম্মদ ইদ্রিস, ধানের শীষ ও পাটপাতা ও চারটি তারকা যুক্ত করেছেন শামসুল আলম।
-
এটি অনুমোদিত হয় ১৯৭২ সালের ২৮ ফেব্রুয়ারি।
-
সংবিধানের প্রথম ভাগ, অনুচ্ছেদ ৪(৩)-এ প্রতীক সম্পর্কে বর্ণনা আছে।
-
-
ব্যবহার:
-
এই প্রতীক সাধারণ জনগণ ব্যবহার করতে পারে না।
-
কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার ব্যবহারের অনুমতি রাখেন।
-
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 week ago