বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত?
A
১০৩টি
B
১৩৩টি
C
১৪৩টি
D
১৫৩টি
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান সংক্ষেপে:
-
গৃহীত: ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে।
-
কার্যকর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর, বিজয় দিবস থেকে।
-
গঠন: সংবিধানে ১১টি ভাগ এবং মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
পরিবর্তন: ৫০ বছরে সংবিধান ১৭ বার সংশোধিত হয়েছে (২০২৫ সালের আগস্ট পর্যন্ত)।
-
প্রথম সংশোধনী: ১৯৭৩ সালের ১৫ জুলাই পাস হয়, মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করা।
0
Updated: 1 month ago
রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধন করায় সংবিধানের কোন সংশোধনীকে 'First distortion of Constitution' বলা হয়?
Created: 1 month ago
A
৪র্থ সংশোধনী
B
৫ম সংশোধনী
C
৬ষ্ঠ সংশোধনী
D
৭ম সংশোধনী
পঞ্চম সংশোধনী, যা সংবিধানের মূল নীতিতে পরিবর্তন আনার কারণে ‘First distortion of Constitution’ হিসেবে পরিচিত, ১৯৭৯ সালে জাতীয় সংসদে অনুমোদিত হয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয় এবং পূর্ববর্তী সামরিক বিধি, সংবিধান সংশোধন ও বিভিন্ন অধ্যাদেশকে বৈধতা দেওয়া হয়। এর ফলে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয় এবং সংবিধানের সূচনায় বিসমিল্লাহির রাহমানির রাহিম সন্নিবেশিত হয়।
-
১৯৭৯ সালে জাতীয় সংসদে পঞ্চম সংশোধনী অনুমোদিত হয়।
-
সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয়।
-
১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারি হওয়া সকল সামরিক বিধি, সংবিধান সংশোধন ও অধ্যাদেশকে বৈধতা দেওয়া হয়।
-
বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয়।
-
সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম অন্তর্ভুক্ত করা হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশে বসবাসরত মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী-
Created: 1 month ago
A
মারমা
B
সাঁওতাল
C
খাসিয়া
D
ওঁরাও
খাসিয়া হলো বাংলাদেশের একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, যারা গারোদের মতোই মঙ্গোলীয় বংশোদ্ভূত। তাদের নিজস্ব সামাজিক ব্যবস্থা, বসতি ও ধর্মীয় বৈশিষ্ট্য রয়েছে।
-
খাসিয়া জনগোষ্ঠী মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনুসরণ করে।
-
এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
শারীরিক বৈশিষ্ট্যে: গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চ্যাপ্টা, চোয়াল উঁচু, চোখ কালো ও ছোট টানা, খর্বকায়।
-
প্রায় পাঁচ শত বছর আগে আসাম থেকে বাংলাদেশে এরা স্থানান্তরিত হয়।
-
খাসিয়াদের গ্রামকে ‘পুঞ্জি’ বলা হয়।
-
পুঞ্জিপ্রধানকে ‘সিয়েম’ বলা হয়।
-
বাংলাদেশের উত্তরপূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে এদের বসতি।
-
ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশেও এরা বসবাস করে।
-
বর্তমানে শতকরা ৮০–৯০ ভাগ খাসিয়া খ্রিষ্টান ধর্মের অনুসারী।
উৎস:
0
Updated: 1 month ago
’ফোকেটিং’ কোন দেশের আইনসভা?
Created: 1 month ago
A
সুইডেন
B
ডেনমার্ক
C
আফগানিস্তান
D
আইসল্যান্ড
বিভিন্ন দেশের আইনসভার নাম:
-
ডেনমার্ক: ফোকেটিং (Folketing)।
-
আফগানিস্তান: লয়াজিরগা (Loya Jirga)।
-
নেপাল: ফেডারেল পার্লামেন্ট (Federal Parliament)।
-
সুইডেন: রিক্সড্যাগ (Riksdag)।
-
আইসল্যান্ড: আলথিং (Althing)।
-
ফিনল্যান্ড: এডুসকুন্ডা (Eduskunta)।
-
ইসরায়েল: নেসেট (Knesset)।
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
0
Updated: 1 month ago