বাংলাদেশ কোন দলের বিপক্ষে তার শততম টেস্ট খেলে?
A
ভারত
B
শ্রীলঙ্কা
C
কেনিয়া
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
বাংলাদেশের টেস্ট ক্রিকেট সংক্রান্ত তথ্য:
-
টেস্ট মর্যাদা প্রাপ্তি: ১০ নভেম্বর ২০০০
-
প্রথম টেস্ট ম্যাচের অধিনায়ক: নাইমুর রহমান
-
শততম টেস্ট ম্যাচ: শ্রীলঙ্কার বিপক্ষে
-
প্রথম টেস্ট জয়: ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে, চট্টগ্রামে
-
প্রথম টেস্ট সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল
-
প্রথম হাজার রান সংগ্রাহক: হাবিবুল বাশার

0
Updated: 15 hours ago
সংসদের অধিবেশন পরিচালনার জন্য ন্যূনতম কতজন সদস্য উপস্থিত থাকতে হয়?
Created: 5 days ago
A
৯০ জন
B
৭০ জন
C
৫০ জন
D
৬০ জন
বাংলাদেশ সরকারের তিনটি বিভাগের মধ্যে অন্যতম হলো আইনসভা, যার নাম জাতীয় সংসদ। এটি এককক্ষবিশিষ্ট সংসদ এবং দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান।
-
জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০ জন।
-
এর মধ্যে ৩০০ জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন এবং ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকে।
-
বাংলাদেশকে মোট ৩০০টি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে এবং প্রতিটি এলাকা থেকে সরাসরি ভোটে একজন সংসদ সদস্য নির্বাচিত হন।
-
সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা বিভিন্ন দলের প্রাপ্ত আসন সংখ্যার আনুপাতিক হারে নির্বাচিত হন। এ নির্বাচন হয়ে থাকে সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে।
-
মহিলা সদস্যরা চাইলে ৩০০ আসনের যেকোনো আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হতে পারেন।
-
সংসদে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন, যাঁরা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন।
-
সংসদের মেয়াদ পাঁচ বছর। তবে এর আগে রাষ্ট্রপতি প্রয়োজনে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন।
-
সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন অনুষ্ঠিত হতে হয়।
-
সংসদীয় কার্যক্রম চালানোর জন্য অন্তত ৬০ জন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়।
-
প্রধানমন্ত্রী সাধারণত সংসদের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
-
আসন সংখ্যার ভিত্তিতে নির্বাচনে দ্বিতীয় স্থান পাওয়া দলের প্রধান সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
উৎস:

0
Updated: 5 days ago
কোন বাঙালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর (Black Hole) নিয়ে গবেষণা করেছেন?
Created: 14 hours ago
A
সত্যেন্দ্রনাথ বসু
B
আরজ আলী মাতুব্বর
C
কুদরত-ই-খুদা
D
ড. জামাল নজরুল ইসলাম
বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলাম
-
সম্পর্কে: বিশ্বখ্যাত বাংলাদেশি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
-
গবেষণার ক্ষেত্র: আপেক্ষিকতা, বিশ্বতত্ত্ব (কসমোলজি), কোয়ান্টাম তত্ত্ব।
-
গুরুত্বপূর্ণ কাজ:
-
আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, কোয়ান্টাম মেকানিক্স ও মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কিত জটিল বিষয় নিয়ে মৌলিক গবেষণা।
-
সৌরজগতের গ্রহগুলোর সরলরেখায় অবস্থানের প্রভাব পর্যালোচনা।
-
-
প্রকাশিত গ্রন্থ:
-
The Ultimate Fate of the Universe (1983, Cambridge University Press)
-
বাংলা একাডেমি প্রকাশিত কৃষ্ণগহ্বর (Black Hole)
-
-
অর্জন: ২০০০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক
-
অবদান: আইনস্টাইন-পরবর্তী মহাবিশ্ব গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান।
-
বিশেষ: কৃষ্ণগহ্বর ও ব্ল্যাক হোল নিয়ে গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

0
Updated: 14 hours ago
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
Created: 1 week ago
A
প্রধান বিচারপতি
B
অ্যাটর্নি জেনারেল
C
আইনমন্ত্রী
D
স্পিকার
অ্যাটর্নি জেনারেল:
- বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল।
- তিনি আইনগত দিক নিয়ে রাষ্ট্র ও সরকারের পক্ষে আদালতে বক্তব্য পেশ করেন।
- বাংলাদেশ সংবিধানের চতুর্থ ভাগে নির্বাহী বিভাগের ৫ম পরিচ্ছেদে ৬৪নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল পদের কথা উল্লেখ রয়েছে।
⇒ সুপ্রীম কোর্টের বিচারক হবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি এটর্নি জেনারেল পদে নিয়োগদান করবেন।
- রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত এটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।
- বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।
- বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগের অধিকারী হবেন।
⇒ অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা ও কার্যাবলি:
- অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন।
- অ্যাটর্নি-জেনারেলের দায়িত্বপালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তাঁর বক্তব্য পেশ করার অধিকার থাকবে।
- বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে অ্যাটর্নি জেনারেল তাঁর দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য,
- দেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি ১৭তম অ্যাটর্নি জেনারেল। ২০২৪ সালের ৮ আগস্ট তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন।
উৎস: i) অ্যাটর্নি জেনারেল কার্যালয় ওয়েবসাইট।
ii) মন্ত্রিপরিষদ বিভাগ।

0
Updated: 1 week ago