৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন সিনেমা বিশেষ স্বীকৃতি পেয়েছে? [আগস্ট - ২০২৫]
A
গেরিলা
B
মাটির ময়না
C
আলী
D
মুক্তি
উত্তরের বিবরণ
৭৮তম কান চলচ্চিত্র উৎসব – ২০২৫
-
আয়োজক ও স্থান: ১২–২৩ মে ২০২৫, কান শহর, ফ্রান্স
-
উল্লেখযোগ্য পুরস্কার:
-
স্বর্ণপাম: It Was Just an Accident, পরিচালনা: জাফর পানাহি
-
সেরা পরিচালক: ক্রেবার মেনডোরসে ফিল (The Secret Agent)
-
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি (Little Sister)
-
সেরা অভিনেতা: ওয়ানার মাউরা (The Secret Agent)
-
বাংলাদেশের অর্জন:
-
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় স্পেশাল মেনশন: আলী (পরিচালনা: আদনান আল রাজীব)
-
সিনেমার গল্প: নারীকণ্ঠে গান গাইতে পারে এমন এক কিশোরকে কেন্দ্র করে।

0
Updated: 15 hours ago
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন -
Created: 12 hours ago
A
প্রধানমন্ত্রী
B
স্পিকার
C
রাষ্ট্রপতি
D
যে কেউ করতে পারে
বাংলাদেশে সংসদ আহ্বান ও রাষ্ট্রপতির ভূমিকা (সংবিধান ৭২ অনুচ্ছেদ অনুযায়ী)
-
সংসদ আহ্বান: জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে, কিন্তু প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী এটি বাস্তবায়ন করবেন।
-
প্রথম অধিবেশন ও নতুন বছরের ভাষণ: নতুন সংসদের প্রথম অধিবেশন এবং নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন।
-
ভাষণের আলোচনা: রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হয়।
-
সংসদ মুলতবি ও ভাঙ্গা: রাষ্ট্রপতি সংসদ মুলতবি রাখতে পারেন, এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে সংসদ ভেঙ্গে দিতে পারেন।
-
বিরল পরিস্থিতি: কিছু বিশেষ পরিস্থিতিতে যেমন রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ায়, স্পিকার সংসদ আহ্বান করতে পারেন।

0
Updated: 12 hours ago
ব্রেটন উডস সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
Created: 2 days ago
A
২৯টি
B
৩২টি
C
৩৮টি
D
৪৪টি
ব্রেটন উডস সম্মেলন ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশ থেকে ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
-
১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
-
সম্মেলনে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
মোট ২৯ দেশের অনুমোদনের ভিত্তিতে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।
-
সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
-
ব্রেটন উডস সম্মেলনে IMF ও World Bank এই দুটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়।

0
Updated: 2 days ago
মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার সাথে জড়িত কোন বাঙ্গালি বিজ্ঞানী?
Created: 12 hours ago
A
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
B
সত্যেন্দ্রনাথ বসু
C
ড. কুদরাত-ই-খুদা
D
জগদীশ চন্দ্র বসু
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সংসদ আহ্বানের ক্ষমতা (অনুচ্ছেদ ৭২):
-
সংসদ আহ্বান:
-
জাতীয় সংসদের অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান করেন, কিন্তু এটি কার্যকর হয় প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী।
-
-
রাষ্ট্রপতির ভাষণ:
-
নতুন সংসদের প্রথম অধিবেশনে এবং নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন।
-
রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হয়।
-
-
সংসদ মুলতবি ও ভাঙা:
-
রাষ্ট্রপতি সংসদ মুলতবি রাখতে পারেন।
-
প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে সংসদ ভাঙার ক্ষমতাও রাষ্ট্রপতির আছে।
-
-
বিশেষ পরিস্থিতি:
-
সংবিধানে বর্ণিত কিছু ক্ষেত্রে, যেমন রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ায়, সংসদ আহ্বান করতে পারেন স্পিকার।
-
সংক্ষিপ্তসার: রাষ্ট্রপতির ক্ষমতা সংসদ আহ্বান, মুলতবি রাখা ও ভাঙার ক্ষেত্রে মূলত প্রধানমন্ত্রীর পরামর্শের ওপর নির্ভরশীল, যা সংসদীয় শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে সাহায্য করে।

0
Updated: 12 hours ago