সংবিধানের খসড়া প্রণয়নের জন্য কত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়?
A
৩৫ জন
B
৩৬ জন
C
৩৪ জন
D
৩৮ জন
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান (১৯৭২) প্রণয়ন সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকল্প আরম্ভ: ১৯৭২ সালের ১১ এপ্রিল, গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান প্রণয়ন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
-
প্রণয়ন কমিটি: ১১ এপ্রিল, ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
-
প্রথম বৈঠক: কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল।
-
খসড়া উত্থাপন: দীর্ঘ আলোচনার পর ১২ অক্টোবর ১৯৭২ সালে সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপন করা হয়।
-
গৃহীত: ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদে আনুষ্ঠানিকভাবে সংবিধান গৃহীত হয়।
-
কার্যকর: ঐতিহাসিকভাবে সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস)।
-
বিরোধী দলের অংশগ্রহণ: প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত খসড়ায় স্বাক্ষর করেননি।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত-
Created: 1 month ago
A
হালদা নদী
B
চলনবিল
C
টাঙ্গুয়ার হাওর
D
হাইল হাওর
হালদা নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র এবং এটি দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক মাছ প্রজনন ক্ষেত্র। নদীটি পার্বত্য চট্টগ্রামের বদনাতলী পাহাড় থেকে উৎপন্ন হয়ে ফটিকছড়ির মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করে।
-
হালদা নদীতে প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে বিশেষ পরিবেশে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস ও কার্প জাতীয় মাতৃমাছ ডিম ছাড়ে।
-
মাছের ডিম ছাড়ার সময়কে তিথি বলা হয়।
-
স্থানীয় জেলেরা তিথির আগেই নদীতে অবস্থান নেন এবং ডিম সংগ্রহ করেন।
0
Updated: 1 month ago
WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা কোনটি?
Created: 1 month ago
A
Dispute Settlement Body
B
Ministerial Conference
C
Trade Policy Review Body
D
General Council
WTO Ministerial Conference (মন্ত্রী পর্যায়ের সম্মেলন)
-
সংজ্ঞা: WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা
-
গঠন: সকল সদস্য দেশ দ্বারা গঠিত
-
কার্যাবলী:
-
WTO-এর কার্যকরী বিভাগ হিসেবে কাজ করা
-
General Council-এর অধিবেশনের অন্তর্বর্তী সময়ে কার্য পরিচালনা
-
-
আয়োজনের ফ্রিকোয়েন্সি: প্রতি দুই বছর
-
সর্বশেষ মন্ত্রী পর্যায়ের সম্মেলন: ২০২৪, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত (MC13)
-
পরবর্তী সম্মেলন: ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14), ২৬–২৯ মার্চ, ২০২৬, ইয়াউন্দে, ক্যামেরুন
WTO-এর প্রধান কাজ:
-
উরুগুয়ে রাউন্ড চুক্তির প্রয়োগ ও বাস্তবায়ন
-
বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার ফোরাম হিসেবে কাজ করা
-
বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি
-
সদস্য দেশগুলোর জাতীয় বাণিজ্য নীতিমালা পর্যবেক্ষণ
-
উন্নয়নশীল দেশসমূহকে কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান
0
Updated: 1 month ago
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠা করা হয়?
Created: 1 month ago
A
১৯৯৬ সালে
B
১৯৯৭ সালে
C
১৯৯৮ সালে
D
১৯৯৯ সালে
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সংক্রান্ত তথ্য:
-
দারিদ্র্য বিমোচন বাংলাদেশে সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম।
-
সফল বাস্তবায়নের লক্ষ্যে ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহীত আইনের মাধ্যমে পিডিবিএফ প্রতিষ্ঠা করা হয়।
-
পিডিবিএফ হলো একটি সংবিধিবদ্ধ, স্ব-শাসিত, অমুনাফাকাঙ্ক্ষী, আত্মনির্ভরশীল, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।
-
এর ভিত্তি ছিল আরডি-২ আরপিপি, আরডি-১২ প্রকল্প এবং পল্লী বিত্তহীন কর্মসূচী।
-
১৯৮৪ সাল থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কানাডিয়ান সিডার আর্থিক ও কারিগরী সহায়তায় এ প্রকল্পগুলো বাস্তবায়ন করছিল।
-
সরকারী সেক্টরে এগুলোই প্রথম বিত্তহীন কল্যাণ প্রোগ্রাম, যা পরবর্তীতে পিডিবিএফ নামে স্বশাসিত স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়।
-
পিডিবিএফ ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ (SELP) পরিচালনা করে, যা গ্রামীণ বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি নিশ্চিত করে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago