বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত?
A
১০৩টি
B
১৩৩টি
C
১৪৩টি
D
১৫৩টি
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান সংক্ষেপে:
-
গৃহীত: ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে।
-
কার্যকর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর, বিজয় দিবস থেকে।
-
গঠন: সংবিধানে ১১টি ভাগ এবং মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
পরিবর্তন: ৫০ বছরে সংবিধান ১৭ বার সংশোধিত হয়েছে (২০২৫ সালের আগস্ট পর্যন্ত)।
-
প্রথম সংশোধনী: ১৯৭৩ সালের ১৫ জুলাই পাস হয়, মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করা।

0
Updated: 15 hours ago
কত সালে দেশে বীমা শিল্পকে জাতীয়করণ করা হয়?
Created: 1 week ago
A
১৯৭২ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৫ সালে
বীমা জাতীয়করণ:
- বাংলাদেশে ১৯৭২ সালে বীমা শিল্পকে জাতীয়করণ করা হয়।
উল্লেখ্য,
- ১৯৭২ সালের ২৬শে মার্চ Bangladesh Insurance (Emergancy Provision) Order, 1972 জারি করা হয়।
- এতে ১৯৩৮ সালের বীমা আইনটি বাংলাদেশের বীমা আইন বলে বিবেচিত হবে বলে ঘোষণা দেয়া হয়।
- পরবর্তীতে একই সালের ৮ই আগস্ট রাষ্ট্রপতির ৯৫ নং আদেশ বলে তৎকালিন ৭৫টি বীমা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে প্রথমে ৫টি সংস্থায় অন্তর্ভুক্ত করা হয়, যথা- ১. বাংলাদেশ জাতীয় বীমা কর্পোরেশন, ২. কর্ণফুলী বীমা কর্পোরেশন, ৩. তিস্তা বীমা কর্পোরেশন, ৪. সুরমা জীবন বীমা কর্পোরেশন এবং ৫. রূপসা জীবন বীমা কর্পোরেশন।
- অতপর ১৯৭৩ সালের ১৪ই মে বীমা কর্পোরেশন অধ্যাদেশ (Insurance Corporation Ordinance, 1973) ঘোষণার মধ্য দিয়ে ৫টি বীমা সংস্থাকে ২টি সংস্থার অধীনে আনা হয়, যথা- ১। জীবন বীমা কর্পোরেশন ও ২। সাধারণ বীমা কর্পোরেশন।
- ১৯৮৩ সালে রাষ্ট্রায়ত্ব বীমা কর্পোরেশনের পাশাপাশি ব্যক্তি মালিকানায় বীমা ব্যবসার অনুমতি দেয়া হয়।
- বর্তমানে বাংলাদেশে প্রচুর বেসরকারী বীমা ব্যবসা চালু আছে।
উৎস: ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?
Created: 15 hours ago
A
জনসেবা
B
সরকার গঠন
C
আন্দোলন করা
D
সামাজিক সেবা প্রদান
রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হলো রাষ্ট্রক্ষমতা অর্জন ও সরকার গঠন করা, যাতে নিজেদের নীতিমালা ও কর্মসূচি বাস্তবায়ন করা যায়। গণতান্ত্রিক ব্যবস্থায় এই প্রক্রিয়া দলগুলোর মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়।
প্রধান তথ্যগুলো হলো:
-
রাষ্ট্রক্ষমতা লাভ ও সরকার গঠন প্রতিটি রাজনৈতিক দলের মূল লক্ষ্য।
-
আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় দলগুলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করে এবং নিজেদের মতাদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে।
-
ক্ষমতায় থাকা দল নিজেদের অবস্থান ধরে রাখার জন্য পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট থাকে।
-
বিরোধী দলগুলো শাসক দলের ব্যর্থতা তুলে ধরার মাধ্যমে জনমত গঠন করে এবং নিজেদের আদর্শের ভিত্তিতে ক্ষমতা দখলের প্রচেষ্টা চালায়।
-
এভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া কার্যকর হয়।

0
Updated: 15 hours ago
১৯৭৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সংবিধান মোট কতবার সংশোধন হয়েছে? [আগস্ট - ২০২৫]
Created: 8 hours ago
A
১৬ বার
B
১৮ বার
C
১৫ বার
D
১৭ বার
বাংলাদেশের সংবিধান স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার মূল দলিল হিসেবে প্রণীত হয়। এটি সময়ের সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে একাধিকবার সংশোধিত হয়েছে। সংবিধানের প্রথম সংশোধনী হয় ১৯৭৩ সালে এবং সর্বমোট ১৭ বার সংশোধন সম্পন্ন হয়েছে।
-
১৯৭৩ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে সংবিধানের প্রথম সংশোধনী পাশ হয়।
-
সংবিধান গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে।
-
এটি কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-
সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশোধিত হয়েছে।
-
এই ১৭টি সংশোধনীর মধ্যে—
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ৪ বার
-
জিয়াউর রহমানের সময়ে ২ বার
-
এরশাদের সময়ে ৪ বার
-
শেখ হাসিনার সরকারের সময়ে ৩ বার
-
খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার
-

0
Updated: 8 hours ago