বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়?
A
২৬ মার্চ, ১৯৭২
B
৪ নভেম্বর, ১৯৭২
C
১৬ ডিসেম্বর, ১৯৭২
D
১০ এপ্রিল, ১৯৭২
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান (১৯৭২)
-
প্রণয়ন কমিটি গঠন: ১৯৭২ সালের ১১ এপ্রিল, ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের কমিটি গঠিত।
-
গৃহীত: ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদে।
-
কার্যকর: ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস)।
-
মূল লেখক: শিল্পী আব্দুর রউফ।
-
অঙ্গসজ্জা: শিল্পাচার্য জয়নুল আবেদীন।
-
প্রচ্ছদ: শীতলপাটির উপর লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’।
-
স্বাক্ষর: গণপরিষদের ৩৯৯ জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন, বাংলা ও ইংরেজী লিপিতে।
-
বিরোধী দলের স্বাক্ষর: একমাত্র সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেননি।

0
Updated: 15 hours ago
URL এর পূর্ণরূপ-
Created: 1 week ago
A
Uniform Resource Link
B
Universal Resource Link
C
Uniform Resource Locator
D
Unified Resource Locator
URL (Uniform Resource Locator)
-
পূর্ণরূপ: Uniform Resource Locator
-
সংজ্ঞা: কোনো ওয়েবসাইট বা ওয়েবপেজের পূর্ণাঙ্গ ঠিকানাকে URL বলে।
-
অংশসমূহ: একটি URL সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত—
১) প্রটোকল নাম (Protocol name): কোন প্রোটোকল ব্যবহার করে রিসোর্সে প্রবেশ করা হবে (যেমন:http
,https
,ftp
)।
২) হোস্টনেইম (Hostname): যে সার্ভারে ওয়েবসাইট হোস্ট করা আছে তার ডোমেইন নাম বা আইপি ঠিকানা।
৩) ফাইলের নাম/পাথ (File name/Path): সার্ভারের ভেতরে নির্দিষ্ট ফাইল বা রিসোর্সের অবস্থান।
উদাহরণ:http://www.google.com/maps
-
http:
→ প্রটোকল নাম -
www.google.com
→ হোস্টনেইম -
maps
→ ফাইলের নাম/পাথ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 1 week ago
রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের সমান অধিকারকে কী বলা হয়?
Created: 1 week ago
A
নাগরিক সাম্য
B
সামাজিক সাম্য
C
আইনগত সাম্য
D
রাজনৈতিক সাম্য
-
রাজনৈতিক সাম্য বলতে বোঝায়, জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ভোট প্রদানের, নির্বাচনে অংশগ্রহণের এবং সরকারি চাকরি গ্রহণের সমান অধিকার। এটি আধুনিক গণতন্ত্রের একটি মূল ভিত্তি।
রাজনৈতিক সাম্য (Political Equality):
-
রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে সমান সুযোগ থাকা হলো রাজনৈতিক সাম্য।
-
জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ধন-দারিদ্র্য নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের নাগরিক যখন নির্বাচনে প্রার্থী বা ভোটদাতা হিসেবে অংশগ্রহণের সুযোগ পায়, তখনই কোনো দেশে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়।
সূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

0
Updated: 1 week ago
বাংলাদেশ পুলিশ দ্বারা পরিচালিত ব্যাংক কোনটি?
Created: 1 week ago
A
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
B
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
C
সীমান্ত ব্যাংক
D
ট্রাস্ট ব্যাংক পিএলসি
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি (Community Bank Bangladesh PLC)
-
প্রতিষ্ঠা: ২০১৯ সালে
-
প্রতিষ্ঠাতা সংস্থা: বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট
-
ধরন: বাণিজ্যিক ব্যাংক
-
প্রধান কার্যালয়: ঢাকা
মূল উদ্দেশ্য
দেশের জনগণকে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান।
প্রধান সেবা ক্ষেত্র
-
ডিজিটাল ব্যাংকিং
-
কর্পোরেট ব্যাংকিং
-
এসএমই ব্যাংকিং
-
রিটেইল ব্যাংকিং
প্রধান পণ্য ও সেবা
-
সঞ্চয়ী হিসাব
-
চলতি হিসাব
-
ঋণ সুবিধা
-
আন্তর্জাতিক লেনদেন
-
মোবাইল ব্যাংকিং
-
ইন্টারনেট ব্যাংকিং
অন্য ব্যাংকসমূহ
-
ট্রাস্ট ব্যাংক পিএলসি: বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত
-
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক: আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক আইন, ১৯৯৫ অনুসারে সৃষ্ট সরকার নিয়ন্ত্রিত বিশেষায়িত ব্যাংক
-
সীমান্ত ব্যাংক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত

0
Updated: 1 week ago