দেশের প্রথম 'জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করা হয়েছে কোথায়?
A
রাজশাহী
B
খুলনা
C
কুমিল্লা
D
নারায়ণগঞ্জ
উত্তরের বিবরণ
নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে, যা শহীদদের স্মরণে নির্মিত।
প্রধান তথ্যগুলো:
-
নির্মাণ ও সহায়তা: সরকারি উদ্যোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায়।
-
উদ্বোধন: ১৩ জুলাই, ২০২৫, জেলার সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায়, অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টার মাধ্যমে।
-
স্মৃতিস্তম্ভে শহিদের নাম: ফলকে ২১ জন শহিদের নাম উল্লেখ করা হয়েছে।
0
Updated: 1 month ago
বিশ্বব্যাংকের মতে, সুশাসনের উপাদান -
Created: 1 month ago
A
৫টি
B
৬টি
C
৪টি
D
৭টি
সুশাসনের উপাদান:
-
বিভিন্ন সংস্থা ও তাত্ত্বিকদের মতে সুশাসনের মূল উপাদান ভিন্ন।
-
Asian Development Bank (ADB): ৪টি উপাদান
-
UNDP: ৯টি উপাদান
-
World Bank: ৬টি উপাদান
-
United Nations (UN): ৮টি উপাদান
-
African Development Bank (AFDB): ৫টি উপাদান
-
International Development Agency (IDA): ৪টি উপাদান
-
কৌটিল্য (প্রাচীন অর্থশাস্ত্রবিদ): ৪টি উপাদান
উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধান রচনাকালীন এর ভাষাগত ত্রুটি দূর করার জন্য গঠিত কমিটির অন্তর্ভুক্ত ছিলেন কে?
Created: 1 month ago
A
এম মনসুর আলী
B
আনিসুজ্জামান
C
ড. মুহম্মদ আবদুল হাই
D
উপরের সকলেই
খসড়া সংবিধান প্রস্তুতকরণ (Draft Constitution Preparation)
-
প্রক্রিয়া: খসড়া সংবিধান তৈরি একটি জটিল ও বহুস্তরীয় প্রক্রিয়া ছিল। বিভিন্ন সুপারিশ ও ব্যাপক আলোচনার পর ১৯৭২ সালের ১০ জুন সংবিধান প্রণয়ন কমিটি প্রাথমিক খসড়া অনুমোদন করে।
-
প্রস্তুতির আগে: কমিটির সভাপতি ও আহ্বায়ক ড. কামাল হোসেন আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের জন্য ভারত ও ইংল্যান্ড সফর করেন।
-
ভাষাগত ও শৈল্পিক যাচাই: সংবিধানের ভাষাগত গঠন, ব্যাকরণগত শুদ্ধতা ও শৈল্পিক সৌন্দর্য নিশ্চিত করতে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়।
-
আহ্বায়ক: অধ্যাপক আনিসুজ্জামান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান)
-
অন্য সদস্যরা:
-
ড. মযহারুল ইসলাম (বাংলা একাডেমির মহাপরিচালক)
-
সৈয়দ আলী আহসান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য)
-
-
0
Updated: 1 month ago
বর্তমানে বাংলাদেশের তফসিলি ব্যাংক কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৬৫টি
B
৬২টি
C
৬০টি
D
৫৮টি
বাংলাদেশে তালিকাভুক্ত (Scheduled) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী পরিচালিত হয়। আগস্ট ২০২৫ অনুযায়ী, মোট তফসিলি ব্যাংক সংখ্যা ৬২টি।
-
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক: ৬টি
-
বিশেষায়িত ব্যাংক (SDBs): ৩টি
-
ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি
-
ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি (অবস্থা: এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পায়নি)
-
বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): ৯টি
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ৫টি অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে।
0
Updated: 1 month ago