প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে মনোনীত হয়েছেন কে? [আগস্ট - ২০২৫]
A
রাবাব ফাতিমা
B
খলিলুর রহমান
C
মো. আহসান হাবীব
D
জামিলুর রেজা চৌধুরী
উত্তরের বিবরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আহসান হাবীব প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে মনোনীত হয়েছেন, যেখানে তিনি পরিবেশ রসায়নবিদ হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রধান তথ্যগুলো হলো:
-
প্যানেল: জাতিসংঘের ইনডিপেনডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অব নিউক্লিয়ার, মোট ২১ জন সদস্য।
-
কার্যক্রম: পারমাণবিক যুদ্ধ ও দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং এর প্রতিক্রিয়ার বাস্তব চিত্র অনুধাবন।
-
অধ্যাপক আহসান হাবীবের অবদান:
-
২০২৪ সাল থেকে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তির জন্য গঠিত প্যানেলের বিশেষজ্ঞ সদস্য।
-
গবেষণার ক্ষেত্র: মৌলিক ও পরিবেশ রসায়ন, জৈবদূষণ, জীবজগতের ওপর ভারী ধাতু প্রভাব, ধূলিকণা ইত্যাদি।
-
প্রকাশিত গবেষণা প্রবন্ধ: ৮১টি, জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে।
-
0
Updated: 1 month ago
মারমাদের সবচেয়ে বড় উৎসব কোনটি?
Created: 1 month ago
A
বিজু
B
সাংগ্রাই
C
লৌহ পূর্ণিমা
D
ওয়ানগালা
মারমা জনগোষ্ঠী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী, যারা মূলত পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাস করে। তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত এবং নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে এসেছে।
-
প্রধান বসতি: রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি।
-
নৃতাত্ত্বিক শ্রেণি: মঙ্গোলয়েড।
-
ভাষা: ভোট বর্মী শাখার বর্মী দলভুক্ত।
-
বর্ণমালা: ম্রাইমাজা।
-
খাদ্য: ভাত এবং সিদ্ধ শাকসবজি প্রধান।
-
প্রধান ধর্ম: বৌদ্ধ।
-
ধর্মীয় উৎসব: ক্ছংলাপ্রে (বুদ্ধ পূর্ণিমা), ওয়াছো (আষাঢ়ী পূর্ণিমা), ওয়াগোয়াই (প্রবারণা পূর্ণিমা)।
-
বিশেষ রীতি: প্রবারণা উৎসবে আকাশে রঙিন ফানুস উড়ানো, রথ যাত্রা।
-
সবচেয়ে বড় উৎসব: সাংগ্রাই।
উল্লেখ্য:
-
ওয়ানগালা হলো গারো জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব।
-
বিজু হলো চাকমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব।
0
Updated: 1 month ago
বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঢাকা
B
বগুড়া
C
চট্টগ্রাম
D
রাজশাহী
বরেন্দ্র গবেষণা জাদুঘর
-
বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর।
-
প্রতিষ্ঠা করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রমাপ্রসাদ চন্দ্র এর প্রচেষ্টায়, ১৯১০ সালে।
-
১৯১৩ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর, বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
-
জাদুঘরের সংগ্রহ সংখ্যা ৯,০০০-এরও অধিক, যার মধ্যে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে।
-
গুরুত্বপূর্ণ সংগ্রহ:
-
মোঘল আমলের রৌপ্র মুদ্রা
-
গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমুদ্রা
-
সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা
-
-
এখানে প্রায় ৫,০০০ পুঁথি রয়েছে, যার মধ্যে ৩,৬৪৬টি সংস্কৃত এবং বাকিগুলো বাংলায় রচিত।
-
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরটি পরিচালনা করে থাকে।
0
Updated: 1 month ago
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে?
Created: 1 month ago
A
সৌদি আরব
B
যুক্তরাষ্ট্র
C
সংযুক্ত আরব আমিরাত
D
বাহরাইন
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রাপ্তি:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।
- এই আয় ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলারের চেয়ে ৬.৪২ বিলিয়ন ডলার বা ২৬.৮ শতাংশ বেশি।
- ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে।
⇒ রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. যুক্তরাষ্ট্র,
২. সৌদি আরব,
৩. সংযুক্ত আরব আমিরাত,
৪. যুক্তরাজ্য,
৫. মালয়েশিয়া।
0
Updated: 1 month ago