সংবিধান অনুসারে, কোন বিলকে অর্থবিল বলা হয় না?
A
সরকারের ঋণ গ্রহণ সংক্রান্ত বিল
B
সংযুক্ত তহবিল থেকে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল
C
স্থানীয় সরকারের ফি সংক্রান্ত বিল
D
কর আরোপ সংক্রান্ত বিল
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের ৮১নং অনুচ্ছেদ অর্থবিল সম্পর্কিত বিধান নির্ধারণ করে।
প্রধান তথ্যগুলো হলো:
-
অর্থবিলের সংজ্ঞা:
-
কর আরোপ, কর রদবদল বা মওকুফ
-
সরকারি ঋণ গ্রহণ বা গ্যারান্টি প্রদান
-
সংযুক্ত তহবিল থেকে অর্থ ব্যয় বা বরাদ্দ
-
তহবিলের হিসাব-নিকাশ ও সরকারের আর্থিক দায়দায়িত্ব
-
উপরোক্ত বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত যেকোনো বিষয় থাকলেও এটি অর্থবিল হিসেবে গণ্য হবে
-
-
প্রত্যাহারযোগ্য বিষয়: কোনো জরিমানা, ফি, উসুল বা স্থানীয় সরকারের কর সংক্রান্ত বিষয় থাকলেও বিলকে অর্থবিল বলা যাবে না।
-
রাষ্ট্রপতির অনুমোদন: অর্থবিল রাষ্ট্রপতির কাছে পাঠানোর সময় স্পীকারকে একটি সনদ দিতে হবে, যা চূড়ান্ত এবং আদালতে প্রশ্ন তোলা যাবে না।
0
Updated: 1 month ago
ECOSOC প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল?
Created: 1 month ago
A
১৮টি
B
২১টি
C
২২টি
D
২৯টি
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) হলো জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা, যা অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে নীতি নির্ধারণ ও সদস্যদের আলোচনার কেন্দ্রবিন্দু।
-
মূল ভূমিকা:
-
টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা নিয়ে আলোচনার কেন্দ্র।
-
জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১–৭২ নং অনুচ্ছেদ) এ ECOSOC-এর কার্যক্রম বর্ণিত।
-
-
সদস্যপদ:
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি
-
বর্তমান সদস্য: ৫৪টি
-
সদস্য নির্বাচনের নিয়ম: প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়।
-
-
অধিবেশন: বছরে কমপক্ষে দুইবার অনুষ্ঠিত হয় নিউইয়র্ক বা জেনেভায়।
-
বাংলাদেশের সদস্যপদ:
-
২০২৫–২০২৭ মেয়াদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে।
-
১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে বাংলাদেশ নির্বাচিত হয়।
-
0
Updated: 1 month ago
২০২৫ সালের জন্য বাংলাদেশ সরকার কোনটিকে ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছে?
Created: 2 months ago
A
হস্তশিল্প
B
ফার্নিচার পণ্য
C
চামড়াজাত পণ্য
D
ইলেকট্রনিক্স
বর্ষপণ্য-২০২৫:
-
ঘোষণা: সরকার ফার্নিচার বা আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেছে।
-
প্রকাশক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
-
উদ্দেশ্য: দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ।
-
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা:
-
১৯৯৫ সাল থেকে আয়োজন করা হচ্ছে।
-
যৌথ আয়োজক: বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
-
১ জানুয়ারি, ২০২৫, পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফসি)-তে ২৯তম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করা হয়।
-
-
রপ্তানি: ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রফতানি হয়।
-
প্রস্তাবনা: পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।
সূত্র: প্রথম আলো এবং BANGLADESH GOVERNMENT PRESS
0
Updated: 2 months ago
মুর্শিদ কুলি খান কোন সম্রাটের অধীনে বাংলার দিওয়ান হিসেবে নিযুক্ত হন?
Created: 1 month ago
A
আওরঙ্গজেব
B
শাহজাহান
C
আকবর
D
জাহাঙ্গীর
মুর্শিদ কুলি খান সম্রাট আওরঙ্গজেবের অধীনে বাংলার দিওয়ান হিসেবে নিযুক্ত হন এবং পরবর্তীতে বাংলায় নবাবি শাসনের ভিত্তি স্থাপন করেন। তাঁর শাসনকালের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নরূপ:
-
মুর্শিদ কুলি খান (১৭০০-১৭২৭) বাংলায় নবাবি শাসনের প্রতিষ্ঠাতা।
-
দাক্ষিণাত্যে শায়েস্তা খানের দিওয়ান হাজী শফী ইস্পাহানী অল্পবয়সী মুর্শিদ কুলিকে কিনে নিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং তাঁর নাম রাখেন মুহাম্মদ হাদী।
-
সম্রাট আওরঙ্গজেব তাঁকে কর্তলব খান উপাধি দিয়ে ১৭০০ খ্রিস্টাব্দে বাংলার দিওয়ান নিযুক্ত করেন।
-
১৭০৩ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে সম্রাটের সঙ্গে সাক্ষাতে তিনি ‘মুর্শিদকুলী খান’ উপাধি লাভ করেন।
-
১৭১৬ খ্রিস্টাব্দে তিনি বাংলার নাজিম পদে উন্নীত হন।
-
১৭১৭ সালের আগস্টে তাঁকে বাংলার পূর্ণ সুবাদারের মর্যাদা প্রদান করা হয়।
-
তিনি অসংখ্য উপাধি ও পদবিতে ভূষিত হন; প্রথমে ‘জাফর খান’ এবং পরে ‘মুতামিন-উল-মুলক আলা-উদ-দৌলা জাফর খান নাসিরী নাসির জঙ্গ বাহাদুর’ উপাধি পান। তাঁকে সাত হাজারি মনসব প্রদান করা হয়।
-
১৭২৭ খ্রিস্টাব্দের ৩০ জুন মুর্শিদকুলী খানের মৃত্যু ঘটে।
-
বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে তিনি ঢাকা থেকে মুর্শিদাবাদ রাজধানী স্থানান্তর করেন ১৭১৭ সালে।
-
অতিরিক্ত রাজস্ব ধার্য না করে সঠিক প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করেন।
উৎস:
0
Updated: 1 month ago