সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে?
A
অনুচ্ছেদ - ৭৭
B
অনুচ্ছেদ - ৭১
C
অনুচ্ছেদ - ৭৩
D
অনুচ্ছেদ - ৭৬
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের ৭৭নং অনুচ্ছেদ ন্যায়পাল এবং তার কর্তৃত্ব ও দায়বদ্ধতা সংক্রান্ত বিধান নির্ধারণ করে।
প্রধান তথ্যগুলো হলো:
-
ন্যায়পালের পদ-প্রতিষ্ঠা: সংসদ আইনের মাধ্যমে ন্যায়পালের পদ স্থাপন করা যায়।
-
ক্ষমতা ও দায়িত্ব: সংসদ আইনের মাধ্যমে ন্যায়পালকে মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম তদন্ত করার ক্ষমতা এবং অন্যান্য নির্ধারিত দায়িত্ব প্রদান করা হয়। ন্যায়পাল এই ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন।
-
বার্ষিক রিপোর্ট: ন্যায়পাল তার দায়িত্ব পালন সম্পর্কে বার্ষিক রিপোর্ট প্রস্তুত করবেন, যা সংসদে উপস্থাপন করা হবে।
অন্য প্রাসঙ্গিক সংবিধানিক অনুচ্ছেদ:
-
৭৬নং অনুচ্ছেদ: সংসদের স্থায়ী কমিটিসমূহ
-
৭১নং অনুচ্ছেদ: দ্বৈত সদস্যতায় বাধা
-
৭৩নং অনুচ্ছেদ: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
0
Updated: 1 month ago
বাংলাদেশের ’নারী ও শিশু নির্যাতন দমন আইন’ পাস হয় কত সালে?
Created: 1 month ago
A
২০০২ সালে
B
২০০৫ সালে
C
২০০০ সালে
D
২০০১ সালে
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০
-
আইনটির উদ্দেশ্য হলো নারী ও শিশুদের উপর সংঘটিত নির্যাতনমূলক অপরাধ কঠোরভাবে দমন করা।
-
আইনের ধারা সংখ্যা: ৩৫টি।
-
আইনটি পরিচিতি: “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০” নামে অভিহিত।
-
আইনের প্রাধান্য: অন্যান্য আইন থাকলেও, এই আইনের বিধানাবলী প্রধান ও বলবৎ হবে।
0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন বিভাগে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা সবচেয়ে কম? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
চট্টগ্রাম
B
বরিশাল
C
রংপুর
D
সিলেট
জনশুমারি ও গৃহগণনা, ২০২২
-
ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা: ১৬,৫০,৪৭৮ জন।
-
ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে বাস করে (৬০.০৪%)।
-
উপজাতির সংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।
-
বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে চাকমা জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা:
-
চাকমা: ৪,৮৩,৩৬৫
-
মারমা: ২,২৪,২৯৯
-
ত্রিপুরা: ১,৫৬,৬২০
-
সাঁওতাল: ১,২৯,০৫৬
-
ওরাওঁ: ৮৫,৮৫৮
-
গারো: ৭৬,৮৫৪
0
Updated: 1 month ago
(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) ২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়-
Created: 3 months ago
A
২০,৩০০ কোটি টাকা
B
১৯,২০০ কোটি টাকা
C
১৭,১০০ কোটি টাকা
D
১৯,৫০০ কোটি টাকা
বার্ষিক উন্নয়ন কর্মসূচি
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) বরাদ্দের পরিমাণ ২,৬৩,০০০ কোটি টাকা।
- এর আকার জিডিপির ৫.৩% ও বাজেটের ৩৬.৩%।
মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা — ৪,৭৮,০০০ কোটি টাকা (GDP’এর ৯.৫১%)।
এনবিআর কর্তৃক কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা — ৪,১০,০০০ কোটি টাকা (GDP’এর ৮.১৬%)।
• মোট সরকারি ব্যয়:
— ৭,১৪,৪১৮ কোটি টাকা (জিডিপির ১৪.২১%)।
— পরিচালন ব্যয় — ৪,৫৩,২২৮ কোটি টাকা,
— উন্নয়ন ব্যয় — ২,৬০,০০৭ কোটি টাকা,
— বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় — ২,৪৫,০০০ কোটি টাকা।
— অন্যান্য ব্যয় – ১১৮৩ কোটি টাকা।
উৎস: ২০২৩-২৪ জাতীয় বাজেট।
0
Updated: 3 months ago