নিচের কোনটি সামাজিক সাম্য?
A
নির্বাচনে অংশগ্রহণ
B
বাক-স্বাধীনতা
C
ভোটাধিকার
D
সংগঠন করার স্বাধীনতা
উত্তরের বিবরণ
সামাজিক সাম্য:
- সামাজিক সাম্য হচ্ছে এমন একটি পরিস্থিতি যখন কোন একটি সমাজে প্রত্যেক ব্যক্তি বিশেষ কতগুলো ক্ষেত্রে সমান সুযোগ ভোগ করে।
- বাক-স্বাধীনতা, সম্পত্তির অধিকার, সামাজিক নিরাপত্তা ভোগ কিংবা নাগরিক অধিকার চর্চার ক্ষেত্রে সমান সুযোগ লাভ করতে পারাটা সামাজিক সাম্যের নির্দেশক।
অন্যদিকে,
রাজনৈতিক সাম্য:
- প্রত্যেক নাগরিক রাষ্ট্র কর্তৃক নির্ধারিত কিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকে।
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এইসব সুযোগ-সুবিধা লাভ করাই রাজনৈতিক সাম্য।
- সংগঠন করার স্বাধীনতা, নির্বাচনে অংশগ্রহণ এর সুবিধা, ভোটাধিকার ইত্যাদি রাজনৈতিক সাম্যের পর্যায়ে পড়ে।
- রাজনৈতিক সাম্য না থাকলে রাষ্ট্রে নেতৃত্বের সংকট তৈরি হবার সম্ভাবনা থাকে।

0
Updated: 9 hours ago
একনেক (ECNEC)-এর প্রধান কে?
Created: 1 day ago
A
প্রধানমন্ত্রী
B
বাণিজ্যমন্ত্রী
C
অর্থমন্ত্রী
D
রাষ্ট্রপতি
একনেক (ECNEC) হলো বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ, যা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি হিসেবে কাজ করে।
-
ECNEC-এর পূর্ণরূপ হলো Executive Committee of the National Economic Council।
-
একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
-
এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
-
বিকল্প সভাপতি হলেন অর্থমন্ত্রী।
-
সদস্য হলেন পরিকল্পনা মন্ত্রী।
উৎস:

0
Updated: 1 day ago
'Soft Loan Window' নামে পরিচিত কোনটি?
Created: 1 week ago
A
MIGA
B
IBRD
C
IMF
D
IDA
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (আগস্ট, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।
তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কী?
Created: 1 day ago
A
আফ্রিদি
B
উইঘুর
C
মাওরি
D
পিগমি
উইঘুর মুসলিম হলো চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত একটি জাতিগোষ্ঠী, যারা ইসলাম ধর্মাবলম্বী।
-
চীন সরকার বিচ্ছিনতাবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দমন ও নির্যাতন চালিয়ে আসছে।
অন্য উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী:
-
আফ্রিদি জাতি: পাকিস্তান ও আফগানিস্তানে বসবাসরত উপজাতি।
-
মাওরি জাতি: নিউজিল্যান্ড ভূখণ্ডের আদিবাসী একটি পলিনেশীয় জাতি।
-
পিগমি: আফ্রিকার খর্বাকার জাতি।
উৎস:

0
Updated: 1 day ago