মানবিক গুনাবলী এবং সঠিক বিবেক-বুদ্ধির বহিঃপ্রকাশই-
A
সুশাসন
B
নৈতিকতা
C
মূল্যবোধ
D
উপরের কোনটিই নয়
উত্তরের বিবরণ
মূল্যবোধ:
- মূল্যবোধ এর নির্দিষ্ট কোন মাপকাঠি বা যৌক্তিকতা প্রমাণের সুযোগ নেই।
- কেননা একজনের কাছে যা আর্দশ, তা অন্য জনের কাছে বিরক্তির কারণও হতে পারে।
- তবে অনেকের মতে মানবিক গুনাবলী এবং সঠিক বিবেক-বুদ্ধির বহিঃপ্রকাশই মূল্যবোধ।
- সমাজবিজ্ঞানী এইচ এম জনসন (H.M. Johnson) এর মতে "সামাজিক মূল্যবোধ হল একটি মানদন্ড"।
- ক্লাইড কুখোন বলেন "সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত"।
- সমাজবিজ্ঞানী এফ ই মেরিল (F. E. Meril) বলেন "সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।

0
Updated: 9 hours ago
Trafalgar Square- কোথায় অবস্থিত?
Created: 1 day ago
A
ফ্রান্সে
B
ইংল্যান্ডে
C
চীনে
D
দক্ষিণ কোরিয়া
ট্রাফালগার স্কয়ার হলো ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি বিখ্যাত চত্ত্বর, যা সাধারণ জনগণের মিলনস্থল হিসেবে পরিচিত। এটি ১৮০৫ সালে ইংল্যান্ডের ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সঙ্গে যুদ্ধে জয় উদযাপন করার উদ্দেশ্যে স্থাপিত।
অন্য কিছু উল্লেখযোগ্য স্কয়ার ও তাদের অবস্থান:
-
রেড স্কয়ার: মস্কো, রাশিয়া
-
ট্রাফালগার স্কয়ার: লন্ডন, যুক্তরাজ্য
-
টাইমস স্কয়ার: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
প্লাজা দে মায়ো: বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
-
সেন্ট পিটার্স স্কয়ার: ভ্যাটিকান সিটি
-
তিয়ানআনমেন স্কয়ার: বেইজিং, চীন
উৎস:

0
Updated: 1 day ago
Which is the first six-lane bridge in Bangladesh?
Created: 1 week ago
A
Jamuna Bridge
B
Padma Bridge
C
Madhumati Bridge
D
None of the above
মধুমতী সেতু:
- নড়াইলে নির্মিত মধুমতী সেতু, এটা কালনা সেতু নামেও পরিচিত দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট সেতু।
- সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার।
- উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার।
- সওজের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে এ সেতু নির্মিত হয়েছে।
- সেতু নির্মাণে মোট ব্যয় হয় ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।
- এটি নড়াইল, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাকে সরাসরি সংযুক্ত করছে এই সেতু।

0
Updated: 1 week ago
প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’কে?
Created: 1 day ago
A
বিরােধী দল
B
সুশীল সমাজ
C
মন্ত্রী পরিষদ
D
সচেতন নাগরিক
বিকল্প সরকার হলো প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিরোধী দল, যা সরকারের কার্যক্রমের প্রতি নজর রাখে এবং প্রয়োজনে সরকারের উপর চাপ সৃষ্টি করে।
-
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় ছায়া মন্ত্রিসভা গঠন করে।
-
এর উদ্দেশ্য হলো সরকারকে স্বৈরাচারি বা দুর্নীতিপরায়ণ হওয়া থেকে রক্ষা করা।
-
বর্তমান সময়ে গণতন্ত্রকে দলীয় শাসন হিসেবেও দেখা হয়।
অন্যদিকে, সুশীল সমাজ ও সচেতন নাগরিকরাও সরকারের কার্যক্রমে চাপ সৃষ্টির অংশ হিসেবে ভূমিকা পালন করে।
উৎস:

0
Updated: 1 day ago