সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় কবে?
A
১৯৯৭ সালে
B
২০০০ সালে
C
১৯৯৯ সালে
D
১৯৯৮ সালে
উত্তরের বিবরণ
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা:
- বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সর্বশেষ সংশোধিত ২০১০) অনুসারে বিভিন্ন সময়ে কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area-ECA/ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছে।
- এ-পর্যন্ত দেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে।
- পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে সেন্ট মার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে।
- ৩৮ বছরের সেন্ট মার্টিন দ্বীপে প্রবাল প্রজাতি ১৪১টি থেকে কমে ৪০টিতে নেমেছে।
অন্যদিকে,
- সোনাদিয়া দ্বীপ, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, মারজাত বাওড়, এবং সুন্দরবনকে ১৯৯৯ সালে ঘোষণা করে।
- জাফলং-ডাউকি নদী ২০১৫ সালে।

0
Updated: 9 hours ago
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, অনুমিত মুদ্রাস্ফীতির হার কত?
Created: 1 week ago
A
৫.০%
B
৫.২%
C
৬.৫%
D
৬.৯%
জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

0
Updated: 1 week ago
নিম্নের কোনটি বিষমমণ্ডল (Hydrosphere)-এর অন্তর্ভুক্ত?
Created: 9 hours ago
A
ট্রপোমণ্ডল
B
স্ট্রাটোমণ্ডল
C
তাপমন্ডল
D
মেসোমণ্ডল
বায়ুমন্ডলের স্তরবিন্যাস ও বৈশিষ্ট্য:
- বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়।
- যথা- ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমন্ডল ও এক্সোমন্ডল ।
- উল্লিখিত স্তরগুলোর প্রথম তিনটি সমমণ্ডল (Homosphere)।
- এবং পরবর্তী দুটি বিষমমণ্ডল (Hetrosphere)-এর অন্তর্ভুক্ত।
• তাপমন্ডল ও এক্সোমন্ডল বিষমমণ্ডল (Hydrosphere)-এর অন্তর্ভুক্ত

0
Updated: 9 hours ago
কৌটিল্যের মতে সুশাসনের উপাদান কয়টি?
Created: 9 hours ago
A
৩টি
B
৮টি
C
৫টি
D
৪টি
প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৌটিল্য'র মতে, সুশাসনের উপাদান ৪টি। যথা:
- Law and Order.
- People Learning Administration.
- Justice and Rationally as the basis of decision.
- Corruption Free Government.
• বিভিন্ন সংস্থাভিত্তিক সুশাসনের উপাদানের সংখ্যা:
- UNDP: ৯টি,
- জাতিসংঘ:৮টি,
- বিশ্বব্যাংক:৬টি,
- UNHCR: ৫টি,
- AFDB: ৫টি,
- ADB :৪টি ,
- IDA : ৪টি।

0
Updated: 9 hours ago