The controlling sentence of a paragraph is known as—
A
content modulator
B
terminator
C
thesis statement
D
topic sentence
উত্তরের বিবরণ

0
Updated: 11 hours ago
Riders to the Sea is-
Created: 1 month ago
A
an epic poem
B
a novella
C
a one-act play
D
a theatrical adaptation of a poem
'Riders to the Sea', a one-act play by John Millington Synge.
- John Millington Synge was an Irish dramatist.
- সুতরাং, The one-act play 'Riders to the Sea' is written by an - Irish writer.
• 'Riders to the Sea'
- ১৯০৩ সালে এই playটি প্রকাশিত হয়।
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland and is based on a tale Synge heard there.
- It won critical acclaim as one of dramatic literature’s greatest one-act plays.
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland.
- Synge মুলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন।
• Maurya নামক একজন বৃদ্ধ মহিলার জীবনের কঠিন দুঃখ -দুর্দশা এবং বেদনার চিত্র বর্ণিত হয়েছে এই নাটকে , যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া, পরিবারের সকল পুরুষ সদস্যদের কে সাগরের ঝড়ের মাঝে বিভিন্ন সময়ে হারিয়ে ফেলেছেন.
- কিন্তু শেষ সময়ে দেখা যায় তার ছোট ছেলেটিও সাগরে ডুবেই মারা যায়।
- এই Maurya চরিত্রটিকে সাহিত্য জগতের অন্যতম most ill- fated character হিসেবে বিবেচনা করা হয়।
• Characters from the play -
- Maurya
- Bartley (the youngest son of the family.)
- Cathleen
- Nora (Nora is the daughter of Maurya)
- The Priest.
• John Millington Synge
- তিনি ছিলেন আইরিশ সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মহান একজন কাব্যিক নাট্যকার যিনি আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ অবস্থাকে পরিশীলিত কারুকার্যের সাথে চিত্রিত করেছেন।
- প্রথমে তিনি একজন 'musician' হবার ইচ্ছা করলেও 1894 সালে তিনি একজন সঙ্গীতজ্ঞ হওয়ার পরিকল্পনা ত্যাগ করেন এবং এর পরিবর্তে English Literature এ মনোনিবেশ করেন।
• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম -
- In the Shadow of the Glen (1903)
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910).
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.

0
Updated: 1 month ago
"The music in my heart I bore, Long after it was heard no more." belongs to which poet?
Created: 1 month ago
A
S. T. Coleridge
B
P. B. Shelley
C
William Wordsworth
D
Thomas Gray
“The music in my heart I bore, Long after it was heard no more.” এই লাইনটির লেখক হলেন William Wordsworth।
সংক্ষিপ্ত বিবরণ:
-
কবি: William Wordsworth (1770–1850)
-
কবিতার নাম: The Solitary Reaper
-
প্রকাশ: ১৮০৭
-
বিষয়বস্তু:
-
একাকী মাঠে কাজ করা তরুণী মেয়ের গান কবিকে মুগ্ধ করে
-
গানটি শেষ হলেও এর আবেগ ও সুর কবির হৃদয়ে দীর্ঘ সময় ধরে অনুরণিত থাকে
-
কবিতাটি প্রকৃতি, অনুভূতি এবং মানুষের অন্তর্মনের স্থায়িত্বকে তুলে ধরে
-
William Wordsworth:
-
Romantic Period-এর প্রধান English কবি
-
Poet Laureate of England (১৮৪৩–১৮৫০)
-
Lake District-এর জন্মস্থানের কারণে তাকে Lake Poet বলা হয়
-
কবিতায় প্রকৃতি ও মানুষের সম্পর্কের গুরুত্ব প্রাধান্য পায়
-
সহজ ও প্রাকৃতিক ভাষায় রচিত কবিতার জন্য বিখ্যাত
Famous Works:
-
Lyrical Ballads
-
The Daffodils
-
Lucy Poems
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
The Excursion
-
Michael
-
Ode on Immortality
উত্তর: William Wordsworth

0
Updated: 1 month ago
Which of the following is written by Jane Austen?
Created: 1 week ago
A
Wuthering Heights
B
Mansfield Park
C
David Copperfield
D
Jane Eyre
Mansfield Park
-
লেখক: Jane Austen
-
প্রকাশ: 1814
-
ধরন: English Novel, সামাজিক ও নৈতিক উপন্যাস
-
মূল বিষয়:
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র: Fanny Price
-
Fanny একটি দরিদ্র পরিবার থেকে আসে এবং ধনী আত্মীয় Bertram family-এর কাছে পাঠানো হয়।
-
শুরুতে পরিবারের সদস্যরা তাকে রুঢ় আচরণ করে, কিন্তু তার নৈতিকতা ও দৃঢ় ব্যক্তিত্ব শেষ পর্যন্ত সকলকে মুগ্ধ করে।
-
শেষে Fanny Price Edmund Bertram-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
-
Jane Austen
-
জাতীয়তা: English
-
বিশেষত্ব: সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও চরিত্রচর্চার মাধ্যমে উপন্যাসকে আধুনিক রূপ দিয়েছেন।
-
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
Sense and Sensibility
-
Pride and Prejudice
-
Mansfield Park
-
Emma
-
Persuasion
-
অন্য লেখক ও তাদের উল্লেখযোগ্য উপন্যাস:
-
Wuthering Heights — Emily Bronte
-
David Copperfield — Charles Dickens
-
Jane Eyre — Charlotte Bronte
Source: Britannica

0
Updated: 1 week ago