The story of 'Moby Dick' centers on—
A
a mermaid
B
a whale
C
a crocodile
D
a shark
উত্তরের বিবরণ
Herman Melville was a prominent American novelist, short-story writer, and poet, best known for his profound contributions to American literature.
His works often explore themes of obsession, human struggle, and the complexity of the human condition.
-
Moby Dick is a novel by Herman Melville, first published in London in October 1851 under the title The Whale, and a month later in New York City as Moby-Dick; or, The Whale.
-
The novel is dedicated to Nathaniel Hawthorne and is widely regarded as Melville’s magnum opus and one of the greatest American novels.
-
The story revolves around the hunt for a giant whale, depicting the relentless pursuit of Ahab and the symbolic struggle between man and nature.
-
Main characters include Ishmael (the narrator), Ahab (the ship’s captain), Queequeg, and Starbuck among others.
Some of Herman Melville’s other famous novels are:
-
White Jacket
-
Bartleby, the Scrivener

0
Updated: 11 hours ago
The metaphorical line "Life is but a walking shadow" is taken from which play?
Created: 1 month ago
A
As You Like It
B
Othello
C
Macbeth
D
King Lear
“Life is but a walking shadow” লাইনটি William Shakespeare-এর নাটক Macbeth থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বর্ণনা:
-
নাটক: Macbeth
-
লেখক: William Shakespeare
-
রচনা সময়: ১৬০৬ (প্রকাশ: ১৬২৩)
-
অর্থ: জীবনের ক্ষণস্থায়ীতা, অস্থায়িত্ব ও অর্থহীনতা—জীবন কেবল অল্প সময়ের জন্য থাকা একটি ছায়ার মতো।
-
এই লাইনটি নাটকের Act V, Scene 1-এ উচ্চারিত হয়।
মূল চরিত্র:
-
Macbeth
-
Lady Macbeth
-
Duncan
-
Banquo
-
Three Witches
অন্যান্য বিখ্যাত উক্তি:
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“Fair is foul, and foul is fair.”
-
“Life is a tale told by an idiot.”
-
“What’s done cannot be undone.”
William Shakespeare:
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পদবী: English poet, dramatist, actor
-
পরিচিতি: Bard of Avon, Swan of Avon
উত্তর: Macbeth

0
Updated: 1 month ago
"Black Death" is the name of a -
Created: 4 days ago
A
Plague pandemic
B
Black fever
C
The death of black people
D
Fever
Answer - Plague pandemic.
• Black Death:
- Meaning: A disease that killed a huge number of people in Europe and Asia in the 14th century, usually thought to be a form of bubonic plague, a very infectious disease caused by bacteria spread mainly by fleas (small insects that bite) on rats or other animals, that causes swelling, fever, and usually death in humans.
• অর্থাৎ, ব্ল্যাক ডেথ ছিল মধ্যযুগীয় ইউরোপে ছড়িয়ে পড়া একটি ভয়াবহ মহামারি। এটি মূলত ১৩৪৬ সালে পশ্চিম ইউরোপে শুরু হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডে এটি ১৩৪৮ সালে আঘাত হানে।
- ১৩৫০ সালের শুরুর দিকে, ইউরোপের বেশিরভাগ অঞ্চলই এই মারাত্মক মহামারির কবলে পড়ে। ধারণা করা হয়, ইউরোপের মোট ৩০% থেকে ৬০% জনসংখ্যা এতে মারা গিয়েছিল।
- ইতিহাসের অন্যতম ভয়াবহ মহামারি হিসেবে বিবেচিত ব্ল্যাক ডেথ জনসংখ্যার বিশাল ক্ষতি করেছিল, যা মধ্যযুগীয় সমাজ ও অর্থনীতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল।
• সুতরাং, দেখা যাচ্ছে ''Black Death'' মূলত প্লেগ মহামারির সাথে সম্পৃক্ত।

0
Updated: 4 days ago
'Restoration period' in English literature refers to -
Created: 1 month ago
A
1560
B
1660
C
1760
D
1866
Restoration Period in English Literature (1660-1700)
-
ইংরেজি সাহিত্যে Restoration Period শুরু হয় ১৬৬০ সালে, যখন ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এই যুগের শেষ হয় ১৭০০ সালে।
-
এটি The Neoclassical Period-এর একটি অংশ, অর্থাৎ এটি পুরো নব্য-ধ্রুপদী যুগের ভেতরের একটি ছোট সময়কাল।
-
এই সময়টিকে Restoration Period বলা হয় কারণ রাজা দ্বিতীয় চার্লস (Charles II) পুনরায় সিংহাসনে ফিরে আসার মাধ্যমে ইংরেজ রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এর সঙ্গে সঙ্গে সাহিত্যের ধারাও নতুনভাবে বিকশিত হয়।
-
এই যুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যিক ছিলেন John Dryden। তিনি ছিলেন একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তাঁর অবদানের জন্য এই সময়কে অনেক সময় "The Age of Dryden"-ও বলা হয়।
Restoration Period-এর গুরুত্বপূর্ণ লেখকরা হলেন
-
John Dryden
-
Samuel Butler
-
John Bunyan
-
William Wycherley
-
William Congreve
-
George Farquhar
Neoclassical Period (1660-1785) তিনটি ভাগে বিভক্ত
-
The Restoration Period (1660-1700)
-
The Augustan Age (1702-1745)
-
The Age of Sensibility (1745-1785)
তথ্যসূত্র: An ABC of English Literature - ড. এম. মফিজার রহমান

0
Updated: 1 month ago