Which of the following words is spelt incorrectly?
A
reminescence
B
glycerin
C
idiosyncrasy
D
lexicography
উত্তরের বিবরণ
“Reminescence” বানানটি অশুদ্ধ; সঠিক বানান হলো Reminiscence। Reminiscence একটি বিশেষ্য এবং এর অর্থগুলো হলো:
-
একটি গল্প বা বিবরণ যা পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা স্মরণ করে বর্ণিত হয়।
-
সাহিত্যিক রূপে ঘটনাসমূহের সংকলন যা কেউ স্মরণ করে।
-
কোনো এক জিনিসের এমন বৈশিষ্ট্য যা অন্য কোনো জিনিসকে মনে করিয়ে দেয়।
বাংলা অর্থ হলো স্মৃতিচারণ বা অনুস্মরণ।
অন্যদিকে, নিম্নলিখিত শব্দগুলোর বানান সঠিক:
-
Glycerin (গ্লিসারিন)
-
Idiosyncrasy (ব্যক্তির বিশেষ চিন্তাভাবনা বা আচরণ; স্বভাব বৈশিষ্ট্য)
-
Lexicography (অভিধান রচনা; অভিধান-সংকলন বিদ্যা)

0
Updated: 11 hours ago
Identify the word which is spelt incorrectly :
Created: 1 week ago
A
consciencious
B
perseverance
C
convalescence
D
maintenance
Of the following অপশন ক)consciencious is spelt incorrectly.
The correct spelling is - Conscientious.
• Conscientious (adjective)
English meaning: Wishing to do one's work or duty well and thoroughly
Bangla meaning: বিবেকবান, বিবেকবুদ্ধিসম্পন্ন।
Example: She was a popular and conscientious teacher.
• অন্য অপশনগুলোর মধ্যে -
• Perseverance (noun):
English Meaning: Continued effort to do or achieve something, even when this is difficult or takes a long time/ Persistence in doing something despite difficulty or delay in achieving success.
Bangla Meaning: নিরবচ্ছিন্ন প্রচেষ্টা; শর্ত; প্রয়োজনীয় গুণাবলি; যোগ্যতা।
Example: It took a lot of patience and perseverance for all sides to reach an agreement.
• Convalescence (noun):
English Meaning: Time spent recovering from an illness or medical treatment; recuperation.
Bangla Meaning: রোগমুক্তির পর ক্রমে ক্রমে স্বাস্থ্য ফিরে পাওয়া
Example: I had a long convalescence ahead.
• Maintenance (noun)
English meaning: the work needed to keep a road, building, machine, etc. in good condition.
Bangla meaning: রক্ষণাবেক্ষণ; ভরণপোষণ।
Example: Old houses need a lot of maintenance.
Source: Accessible Dictionary by Bangla Academy. Oxford Learner's Dictionary.

0
Updated: 1 week ago
The correct spelling is -
Created: 2 weeks ago
A
Xoerox
B
Xierox
C
Xeorox
D
Xerox
Xerox (noun)
English Meaning: A brand name for a copy of a document or other piece of paper with writing or printing on it, made by a machine that uses a photographic process; also refers to the machine or process itself.
Bangla Meaning: আলোকচিত্রের সাহায্যে মুদ্রণ পদ্ধতিবিশেষ।
Example Sentences:
I can give you a Xerox of the letter if you like.
Could you send me a Xerox of the contract?
Source: Cambridge Dictionary.

0
Updated: 2 weeks ago
Identify the correctly spelled one.
Created: 5 days ago
A
Caesarian
B
Ceasarian
C
Ciserian
D
Scissorian
Caesarian হল এমন একটি শল্যক্রিয়া যেখানে উদর ও জরায়ু কেটে সন্তানের জন্ম প্রদান করা হয়। এটি প্রধানত তখন করা হয় যখন স্বাভাবিক প্রসব ঝুঁকিপূর্ণ বা সম্ভব নয়। এই প্রক্রিয়ায় মা বা জন্তু উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
-
ইংরেজিতে অর্থ: an operation in which the uterus is cut open to allow a baby or baby animal to be born.
-
বাংলায় অর্থ: উদর ও জরায়ু কেটে সন্তানপ্রসব; সিজারীয় ব্যবচ্ছেদ।
-
উদাহরণ: The baby was born by the Caesarian section.

0
Updated: 5 days ago