Identify the right tense: 'My father _____ before I came'.
A
would be leaving
B
had been leaving
C
had left
D
will leave
উত্তরের বিবরণ
before ব্যবহার হলে বাক্যের দুইটি অংশের সময়ের সম্পর্ক নির্ধারিত হয়। মূল ধারণাটি হলো: যদি before এর পরের অংশ Past Indefinite Tense-এ থাকে, তবে before এর আগের অংশ Past Perfect Tense-এ হবে।
-
নিয়ম: before + Past Indefinite → আগের অংশ Past Perfect
-
প্রয়োগ: পরের অংশে Past Indefinite আছে
-
উপসংহার: আগের অংশে Past Perfect ব্যবহার করা হবে
সঠিক উত্তর হলো (গ) had left।

0
Updated: 11 hours ago
Choose the correct alternative and mark its letter on your answer sheet. The rich should not look down_________ the poor.
Created: 1 month ago
A
at
B
for
C
towards
D
upon
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
- Complete sentenec: The rich should not look down upon the poor.
• Look down on/upon
English Meaning: to feel that someone is less important than them or does not deserve respect: to think that you are better than someone:
Bangla Meaning: নিজের থেকে অন্যদের ছোট ভাবা।
Example sentence:
- She thinks they look down on her because she doesn't have a job.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
'I ___ remember the holiday I spent in your home', she said.
Created: 1 month ago
A
ever
B
hardly
C
usually
D
always
শূন্যস্থানটিতে সর্বদা সঠিক উত্তর হবে - always।
-
পূর্ণ বাক্য:
"I always remember the holiday I spent in your home." -
এই বাক্যটির মাধ্যমে বোঝানো হয়েছে যে বক্তার মনে শ্রোতার বাড়িতে কাটানো ছুটির দিনগুলোর স্মৃতি সবসময় জীবন্ত, ইতিবাচক এবং দৃঢ়ভাবে বজায় থাকে।
এখানে "always" শব্দটি সময়ের দীর্ঘায়িত ধারাবাহিকতা এবং স্মৃতির অবিচ্ছিন্নতাকে প্রকাশ করে। -
অন্য বিকল্পগুলো হলো -
ক) ever – কখনো; আদৌ; যদি কখনো।
খ) hardly – দৃষ্টান্তমূলকভাবে কম; প্রায় না; বড় ধরনের নয়।
গ) usually – সাধারণত; প্রায়শই; সচরাচর।
সূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
Tell me ___ that.
Created: 2 months ago
A
whom told you
B
that told you
C
who told you
D
told you
• সঠিক উত্তর হবে: who told you
সম্পূর্ণ বাক্য: Tell me who told you that.
• Embedded Question কী?
Embedded Question হল এমন একটি বাক্যগঠন যেখানে একটি প্রশ্নবোধক (interrogative) অংশকে একটি সাধারণ (assertive) বাক্যের ভেতরে সংযুক্ত করা হয়। এতে প্রশ্নের কাঠামো থাকে, কিন্তু সেটি সরাসরি প্রশ্ন হয়ে থাকে না।
-
এই প্রশ্নগুলো সাধারণত wh-word (যেমন: who, what, where, when, why, how ইত্যাদি) দিয়ে শুরু হলেও এগুলো মূল বাক্যের অংশ হয়ে যায়।
-
যখন wh-word একটি বাক্যের মাঝখানে আসে, তখন সেটি প্রশ্ন করার রূপ হারায় এবং একটি বিবৃতির অংশ হিসেবে ব্যবহৃত হয়।
-
এমনকি অনেক সময় বাক্যের শুরুতেই প্রশ্নের ছাঁচ থাকলেও, বাক্যটি পূর্ণরূপে প্রশ্ন নয়—বরং এটি একটি তথ্য জানার বা জানানো হয় এমন বাক্য হয়ে দাঁড়ায়।
উদাহরণ:
-
Can you tell me where she lives?
-
I don’t know what he wants.
এখানে "where she lives" বা "what he wants" হলো Embedded Question—যা একটি assertive বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে।

0
Updated: 2 months ago